8 Bollywood Actress Made Their Debut In Bengali Cinema : বর্তমানে বলিউডে যে যে অভিনেত্রীরা অনেক সম্মান এবং খ্যাতি অর্জন করছেন, তাদের মধ্যে অনেকেরই কেরিয়ার শুরু হয়েছিল বাংলা সিনেমার হাত ধরে। শর্মিলা ঠাকুর, রাখি গুলজার থেকে শুরু করে বিদ্যা বালান, রাধিকা আপ্তেদের ডেবিউ সিনেমা ছিল বাংলা। আজ তারা কাঁপাচ্ছেন হিন্দি মাধ্যম। এক নজরে দেখে নিন বলিউডের সেই সুন্দরীদের তালিকা।
শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) : এই বাঙালি অভিনেত্রী বলিউডের একজন নামকরা হিরোইন হলেও তাকে কিন্তু অভিনয়ের দুনিয়াতে এনেছিলেন বাঙালি পরিচালক সত্যজিৎ রায় (Satyajit Ray)। ‘অপুর সংসার’ (Apur Sangsar) ছবিতে শর্মিলার ডেবিউ হয়েছিল। সত্যজিৎ রায়ের এই ছবিটি জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অনেক পুরস্কার জিতেছে।
রাখি গুলজার (Raakhee Gulzar) : বলিউডের এই সুপারস্টার অভিনেত্রী কেরিয়ার শুরু করেছিলেন দিলীপ নাগের ‘বধূবরণ’ (Bodhu Boron) নামের একটি বাংলা চলচ্চিত্রের মাধ্যমে। এরপর তিনি বলিউডে ধর্মেন্দ্রর বিপরীতে ‘জীবন মৃত্যু’ ছবির হাত ধরে পা রাখেন। তারপর মুম্বাইতে নতুন খাতে বইতে শুরু করে তার কেরিয়ার।
বিদ্যা বালান (Vidya Balan) : গৌতম হালদারের পরিচালনায় ‘ভালো থেকো’ (Valo Theko) ছবিতে আনন্দীর চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবিটিই ছিল তার প্রথম ছবি। এই ছবিটি জাতীয় পুরস্কার পেয়েছিল। ছবিতে মুখ্য ভূমিকাতে অভিনয় করেছিলেন বিদ্যা।
রানী মুখার্জী (Rani Mukerji) : এই বাঙালি অভিনেত্রী বলিউডের একজন প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠলেও তার কেরিয়ার শুরু হয়েছিল টলিউড সিনেমার হাত ধরে। তিনি ১৯৯৬ সালের রোমান্টিক ছবি ‘বিয়ের ফুল’ (Bier Phul) দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন। ছবিটির পরিচালনা করেছিলেন তার বাবা রাম মুখার্জী। রানী এরপর ‘রাজা কি আয়েগি বারাত’ (Raja Ki Ayegi Barat) ছবি দিয়ে বলিউডে পা রাখেন।
আরও পড়ুন : রানী থেকে শ্রীদেবী, দেওর-বৌদির রোমান্স ঘিরে বারবার তোলপাড় হয়েছে বলিউড
সোহা আলি খান (Soha Ali Khan) : শর্মিলার মত তার মেয়ে সোহাও ডেভিউ করার জন্য বাংলা ছবিকেই বেছে নিয়েছিলেন। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইতি শ্রীকান্ত’ ছবি ছিল তার অভিনীত প্রথম সিনেমা। এই ছবিতে সোহা কমললতা নামের এক বৈষ্ণবীর চরিত্রে অভিনয় করেছিলেন।
রাধিকা আপ্তে (Radhika Apte) : বলিউডের অন্যতম একজন সফল অভিনেত্রী রাধিকা আপ্তে এই পর্যন্ত তিনটি বাংলা ছবিতে অভিনয় করে ফেলেছেন। তিনি অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘অন্তহীন’ (Antaheen), অতনু ঘোষের ‘রূপকথা নয়’ এবং সৌকর্য ঘোষালের ‘পেন্ডুলাম’ ছবিতে অভিনয় করেছেন। সেই সঙ্গে তিনি অহল্যা নামের একটি শর্ট ফিল্মে অভিনয় করেন। মারাঠি বংশোদ্ভুত এই অভিনেত্রীর বাংলা উচ্চারণ শুনলে মনেই হবে না তিনি বাঙালি নন।
আরও পড়ুন : ৮০ কোটির বাংলো, ২০ কোটির ফার্ম হাউস, বিরাট-অনুষ্কার কাছে আছে বিশ্বের ১০ দামি বস্তু
কঙ্কনা সেন শর্মা (Konkona Sen Sharma) : অপর্ণা সেনের মেয়ে কঙ্কনা টলিউডের পাশাপাশি বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন। তিনি সুব্রত সেনের ‘এক যে আছে কন্যা’ ছবিতে একজন মানসিকভাবে অবসেসড মেয়ে রিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন।
আরও পড়ুন : মাইনে কর্পোরেটদের ১০ গুণ, শাহরুখের ম্যানেজারের বেতনের অংক চমকে দেবে
জয়া বচ্চন (Jaya Bachchan) : জয়া বচ্চনেরও কেরিয়ার শুরু হয়েছিল সত্যজিৎ রায়ের হাত ধরে। ১৯৬৩ সালের ‘মহানগর’ ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তারপর তিনি প্রবেশ করেন বলিউডে এবং সেখানেও একাধিক সুপার হিট ছবিতে অভিনয় করেন।