মাত্র ৫ দিনে কোটিপতি! ভাগ্য খুলে গেল রিলায়েন্সের বিনিয়োগকারীদের

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries), ভারতবর্ষের অন্যতম এমন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, যা নিজের সাম্রাজ্য বিস্তার করেছে টেলিকম দুনিয়া থেকে শুরু করে খুচরো পাইকারি জগত পর্যন্ত। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কোম্পানির মালিক মুকেশ আম্বানি (Mukesh Ambani) একের পর এক নতুন পথে অগ্রসর হচ্ছেন এবং নিজের ব্যবসা এগিয়ে নিয়ে যাচ্ছেন আরো বেশি সাফল্যের দিকে। এই সাফল্যের একটি বড়সড় প্রভাব পড়েছে এবার স্টক মার্কেটের উপর।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বৃদ্ধি করার ফলে সম্পত্তির পরিমাণ একদিকে যেমন বেড়েছে তেমন অন্যদিকে বিনিয়োগকারীরাও কিন্তু পাচ্ছেন ভীষণ সুফল। গত পাঁচদিনের স্টক মার্কেটে রীতিমতো ঝড় তুলে দিয়েছেন মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির স্টক মার্কেটে এই পারফরমেন্সের ফলে লক্ষ্মী লাভ হয়েছে বিনিয়োগকারীদের।

RELIANCE

গত সপ্তাহের স্টক মার্কেটের দিকে যদি নজর দেন তাহলে বুঝতে পারবেন, যে সকল বিনিয়োগকারীরা রিলায়েন্সে বিনিয়োগ করেছেন তারা মাত্র ৫ দিনে প্রায় ২৬ হাজার কোটি টাকা উপার্জন করেছেন। কোটি টাকার ঘরে শেয়ার বাজারের উপার্জন পৌঁছে যাওয়া মানে বুঝতেই পারছেন, কতটা লাভবান হয়েছেন মুকেশ আম্বানির কোম্পানি।

দেশের ১০টি বৃহত্তম কর্পোরেশনের মধ্যে মাত্র ৪ টি বৃহত্তম কর্পোরেশনের শেয়ার বৃদ্ধি পেয়েছে গত পাঁচ দিনে। ৬ টি কর্পোরেশন বাজার মূলধনের নিরিখে পিছিয়ে আছে অনেকটাই। এই বিষয়ে সকলকে পেছনে ফেলে দিয়ে সবার আগে এগিয়ে গেছেন মুকেশ আম্বানি। তবে শুধুমাত্র রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড নয়, আরো তিনটি কোম্পানি রয়েছে যারা বিগত কয়েকদিনে লাভের মুখ দেখেছেন।

SHARE MARKET

আরও পড়ুন : কত টাকা বেতন পায় মুকেশ আম্বানি ও নীতা আম্বানি? শুনলে বিশ্বাস হবে না আপনার

মুকেশ আম্বানির কোম্পানি ছাড়াও শেয়ার মার্কেটে এগিয়ে রয়েছেন ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাংক এবং এইচ ডি এফ সি ব্যাংক। এই মুহূর্তে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মূলধন বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ১৯ হাজার ৯০৭. ৩৯ কোটি টাকা। আগের সপ্তাহে বাজার মার্কেট ছিল, ২৬ হাজার ১৪.৩৬ কোটি টাকা। সম্পত্তি বৃদ্ধির নিরিখে এগিয়ে রয়েছেন আরও ৩ টি কোম্পানি।

আরও পড়ুন : ৫০০০ কোটির ব্যবসা সন্তানদের দিয়ে অবসর নিচ্ছে মুকেশ আম্বানি, কে কত সম্পত্তি পেল?

SHARE MARKET

আরও পড়ুন : আম্বানির থেকেও ধনী ছিলেন, এখন ভিখারির হাল! এই ভারতীয় ধনকুবেরের কাহিনী আপনাকে কাঁদিয়ে ছাড়বে

দ্বিতীয় স্থানে রয়েছেন এইচডিএফসি ব্যাংক তাদের সম্পত্তি বেড়েছে প্রায় ২০ হাজার কোটি টাকার বেশি। তৃতীয় স্থান রয়েছে ভারতী এয়ারটেল, তার সম্পত্তি বেড়েছে ১৪১৩৫ কোটি টাকারও বেশি। চতুর্থ স্থানে রয়েছে আইসিআইসিআই ব্যাংক, যার সম্পত্তির পরিমাণ বেড়েছে ৫০৩৮ কোটি টাকা।

আরও পড়ুন : সকাল থেকে রাত কী কী করেন নীতা আম্বানি? প্রকাশ্যে এল অ্যান্টিলিয়ার অন্দরমহলের সব তথ্য