শিমুলকে ফাঁসিয়ে বাড়িছাড়া করবে পরাগ? সিরিয়ালের নতুন পর্ব নিল নতুন মোড়

একেবারে অন্য স্বাদের গল্প নিয়ে হাজির হয়েছিল জি বাংলার (Zee Bangla) কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকটি। কোন আকাশ কুসুম কল্পনা নয় একেবারে বাস্তব ঘটনা গুলিকে সকলের সামনে তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকের (Mega Serial) মাধ্যমে। ধারাবাহিকটি যে দর্শকরা ভীষণ পছন্দ করছেন তা বোঝাই যাচ্ছে তার টিআরপি (TRP) লেভেল দেখে। একের পর এক নতুন টুইস্ট দেখে জনগনরা ক্লান্ত হলেও ধারাবাহিকের পরিচালক কিন্তু একেবারেই ক্লান্ত হচ্ছেন না। তাই ফের ধারাবাহিকে নিয়ে আসা হয়েছে একটি নতুন টুইস্ট।

ধারাবাহিকে এতদিন দেখানো হচ্ছিল পরাগ, পলাশ এবং প্রতীক্ষা ফন্দি করে শিমুলকে মারার চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি। উল্টে শিমুলের হাতের পুতুল হয়ে গেছে পরাগ। পরাগকে ৫ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে শিমুলকে, সঙ্গে প্রতিমাসের মাইনের অর্ধেক। এমতাবস্থায় প্রতীক্ষার বাবা এবং মা এসেছিলেন প্রতীক্ষার বিয়ের কথা বলতে কিন্তু সেখানেও হয়ে যায় গন্ডগোল।

KAR KACHE KOI MONER KOTHA

প্রতীক্ষার বাড়ির সকলে বিশেষ করে মাকে দেখে বেশ বোঝাই যায় যে তিনি খুব একটা সাদামাটা মানুষ নন। প্রথম থেকেই শিমুল, মধুবালা দেবী এবং পুতুলকে অপমান করতে শুরু করেন তিনি। উল্টে যোগ্য জবাব দিতে পিছপা হয় না শিমুল। প্রতীক্ষার মায়ের প্রশ্নের উত্তরের যোগ্য জবাব দেন মধুবালা দেবীও। পরাগ এবং পলাশ চুপ করে দাঁড়িয়ে থাকে পাশে। কিছুই বলার থাকে না তাদের। কিন্তু শুধু কি তারা চুপ করে দাঁড়িয়ে থাকে নাকি শিমুলকে জব্দ করার নতুন ফন্দি আঁটে?

পরাগ, পলাশ যে নতুন একটি ফন্দি এঁটেছে, তা জানা যায় ধারাবাহিকের নতুন প্রমো দেখে। ধারাবাহিকের যে প্রোমোটি চ্যানেলে দেখানো হচ্ছে সেখানে দেখা যাচ্ছে, শিমুলের বন্ধু শতদ্রু শিমুলের শশুর বাড়িতে এসেছে। কথাবার্তার পর যখনই সে বাড়ি থেকে বের হতে যাবে তখনই পরাগ বলে, শিমুল চোর। সব গয়না চুরি করে শতদ্রুকে দিয়ে দিয়েছে সে। পরাগের মুখে এই কথা শুনে শিমুল হকচকিয়ে যায়। সঙ্গে সঙ্গে শাশুড়িকে জিজ্ঞাসা করে, “মা তুমি কি এসব কিছু বিশ্বাস করছো?”

KAR KACHE KOI MONER KOTHA

আরও পড়ুন : ‘ইচ্ছেপুতুল’ সিরিয়ালের নায়িকা মেঘ আসলে কে? রইল অভিনেত্রীর আসল পরিচয়

মধুবালা দেবী শিমুলের হয়ে বলেন। তিনিও শিমুলের হয়ে প্রমাণ চান নিজের দুই ছেলের থেকে। হয়তো এই সুযোগেরই অপেক্ষা করছিল পরাগ। প্রমাণের কথা হতেই সে সঙ্গে সঙ্গে শতদ্রুর ব্যাগ কেড়ে নেয় এবং ঝাড়তে থাকে। ব্যাগ থেকে একের পর এক বেরিয়ে আসে সোনার গয়না। স্তম্ভিত হয়ে যায় শিমুল, শতদ্রু এবং মধুবালা দেবী।

আরও পড়ুন : মোটা মাইনের চাকরি ছেড়ে অভিনয়! প্রসেনজিতের সিরিয়ালের নায়িকা হয়ে ফিরছেন ‘মেয়েবেলা’র মৌ

KAR KACHE KOI MONER KOTHA

আরও পড়ুন : বদলে যাচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’র গল্প! ধারাবাহিকে আসছে ধামাকা মোড়

চোখের সামনে এই ঘটনা দেখে মধুবালা দেবী কি শিমুলকে বিশ্বাস করবেন নাকি ফের শিমুলকে ভুল বুঝবেন তিনি। শিমুল কি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে? এবার কি করবে পরাগ, পলাশ? জানতে হলে প্রতিদিন দেখতে হবে কার কাছে কই মনের কথা, শুধুমাত্র জি বাংলার পর্দায়।

আরও পড়ুন : বিয়ে করলেন ‘গাঁটছড়া’ অভিনেত্রী শ্রীপর্ণা! রইল অভিনেত্রীর বিয়ের ছবি