অরিজিত থেকে শ্রেয়া, গান গেয়ে কে কত পারিশ্রমিক পান? কার পারিশ্রমিক বেশি

India’s highest-paid singer charges : লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলের পর এই মুহূর্তে বলিউড (Bollywood) তথা ভারতীয় সংগীত জগতে মহিলা সংগীতশিল্পী হিসেবে সবার আগে নাম উঠে আসে শ্রেয়া ঘোষালের। বাংলা হোক অথবা হিন্দী, বঙ্গ তনয়া এই সংগীতশিল্পী নিজের সংগীতের ছাপ রেখেছেন সর্বত্র। সম্প্রতি পঞ্চম বারের জন্য জাতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। চলুন শ্রেয়ার জীবনের কিছু কাহিনী জেনে নেওয়া যাক।

১৯৮৪ সালে মুর্শিদাবাদের বহরমপুরে এই সংগীত শিল্পীর জন্ম হয়। ছোট থেকেই গান-বাজনার প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল শ্রেয়ার। মাত্র ৬ বছর বয়স থেকেই শাস্ত্রীয় সংগীতে তালিম নিতে শুরু করেন তিনি। এইভাবে চলতে চলতে ১৯৯৬ সালে সা-রে-গা-মা-পা -র মঞ্চ থেকে প্রথম জনপ্রিয়তা অর্জন করেছিলেন শ্রেয়া।

SHREYA GHOSHAL

মাত্র ১২ বছর বয়সে রিয়ালিটি শো জিতে নিয়ে রাতারাতি তারকা হয়ে যান শ্রেয়া ঘোষাল। সারেগামাপার মঞ্চ থেকেই একের পর এক বলিউডে গান গাওয়ার সুযোগ আছে তাঁর কাছে। এভাবেই চলতে চলতে দেবদাস সিনেমায় গান গাওয়ার পর প্রথম বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছিলেন শ্রেয়া।

বডিগার্ড সিনেমার তেরি মেরি, অগ্নিপথ সিনেমার চিকনি চামিলি, রকি ওর রানী কি প্রেম কাহানি সিনেমার তুম ক্যা মিলে, ওম শান্তি ওম সিনেমার মে আগার কহু, রামলীলা সিনেমার নাগারা সঙ্গ বল, সহ আরো বহু বহু সিনেমায় গান গেয়ে সিনেমাগুলিকে জনপ্রিয় করে তুলেছেন তিনি। এমন অনেক সময় হয়েছে যে আমরা গানগুলি শুনেছি বারবার, কিন্তু সেই সিনেমা হয়তো দেখা হয়নি। অনেকে আবার গানের নাম জানলেও সিনেমার নামই জানেন না।

SHREYA GHOSHAL

এবার নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, যে সংগীত শিল্পী প্রায় ২ দশকের বেশি সময় ধরে রাজত্ব করছেন বলিউডে তার পারিশ্রমিক কত? একটি সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী, শ্রেয়া ঘোষাল প্রতি গান পিছু নেন ২৫ লক্ষ টাকা, যদিও এই বিষয়ে শ্রেয়া ঘোষাল অথবা তার টিম কোনোদিন কোন কথা বলেননি।

আরও পড়ুন : আমেরিকা এই দিনে ‘শ্রেয়া ঘোষাল ডে’ পালন করে! কারণ জানলে গর্বে বুক ভরে উঠবে

ARIJIT SINGH

আরও পড়ুন : ভারতের সবথেকে ধনী গায়িকা কে? চমকে দেবে তার মোট সম্পত্তির পরিমাণ

প্রসঙ্গত, এই মুহূর্তে বলিউডের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত মহিলা সঙ্গীত শিল্পী যেমন শ্রেয়া ঘোষাল তেমন অন্যদিকে সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত পুরুষ সঙ্গীত শিল্পী হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী, অরিজিৎ প্রতি গান পিছনের ১০ লক্ষ টাকা। তবে কোন অনুষ্ঠানে অরিজিৎকে গান শুনতে হলে দিতে হবে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা।

আরও পড়ুন : বিয়েতে গান গাইতে কত টাকা নেন অরিজিৎ সিং? টাকার অঙ্ক জানলে ঘুরে যাবে মাথা