সাধারণ মানুষের ধারণা তারকাদের জীবন খুবই রঙিন, সেখানে নেই কোনও টেনশন। তবে ইন্ডাস্ট্রিতে যে তারকারা সফলতার শিখরে পৌঁছেছেন তাদের মধ্যে প্রায় বেশিরভাগই কোনও না কোনও শারীরিক জটিলতায় ভুগছেন। বিশেষ করে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি (South Indian Film Industry) -তে এমন বেশ কিছু নায়িকা রয়েছেন যারা দুরারোগ্য রোগে আক্রান্ত। আজকের এই প্রতিবেদনে রইলো সেই ৫ দক্ষিণী নায়িকার তালিকা যারা ভুগছেন কঠিন রোগে।
সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) : অল্লু অর্জুন (Allu Arjun) এর ‘পুষ্পা’ (Pushpa) ছবির ‘উ অন্তভা’ (Oo Antava) গার্ল সামান্থা প্রভু বিগত বেশ কিছুদিন ধরে মায়োসিটিস নামের এক রোগে ভুগছেন। কিছু মাস আগেই তিনি তার এই রোগ সম্পর্কে খোলাখুলি জানিয়েছিলেন। এই রোগের চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হয়েছিল।
শ্রুতি হাসান (Shruti Haasan) : দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা কমল হাসান এবং সারিকা কন্যা শ্রুতিও এমন একটি দুরারোগ্য অসুখে ভুগছেন। বর্তমানে তিনি দক্ষিণী দুনিয়ার একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি বহুদিন ধরেই এন্ড্রোমেট্রিয়োসিস এবং পলিসিস্টিক ওভারি সিনড্রোম রোগে ভুগছেন।
ইলিয়ানা ডি’ক্রুজ (Illeana D`Cruz) : দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকা ইলিয়ানা বর্তমানে বলিউডেরও একজন নামী অভিনেত্রী। শীঘ্রই মা হতে চলেছেন তিনি। তবে তার শরীরেও একটি কঠিন রোগ রয়েছে। তিনি ডিস্মোরফিয়া নামের একটি অসুখে আক্রান্ত। এটি এক ধরনের মানসিক রোগ।
নয়নতারা (Nayanthara) : নয়নতারা হলেন দক্ষিণের লেডি সুপারস্টার। শাহরুখ খানের ‘জওয়ান’ (Jawan) ছবির হাত ধরে তিনি প্রথমবার বলিউডে পা রাখবেন। নয়ন তারা একবার জানিয়েছিলেন তিনি ত্বকের একটি কঠিন রোগে ভুগছেন। তার অসুস্থতার খবরে অনুরাগীরা প্রচন্ড ভয় পেয়েছিলেন।
আরও পড়ুন : বেড়েই চলেছে জনপ্রিয়তা, এই ৫টি কারণে সাউথের সিনেমাকে টেক্কা দিতে পারছে না বলিউড
পুনম কৌর (Poonam Kaur) : কলিউডের অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী পুনমের নামও রয়েছে এই তালিকায়। তিনি দুরারোগ্য ব্যাধি ফাইব্রোম্যালজিয়াতে আক্রান্ত। এই রোগে শরীরে ক্লান্তি আসে, ঘুম বেশি পায় এবং স্মৃতিশক্তি নষ্ট হতে থাকে।
আরও পড়ুন : বলিউডের সঙ্গে দক্ষিণের তারকাদের পারিশ্রমিকের তফাৎ কত, তালিকা দেখলে চমকে যাবেন