‘অরিজিতের গান এত জঘন্য! শুনেই কেঁদে ফেলেছিলাম’, ক্ষোভ উগড়ে বিস্ফোরক অনুরাধা পাড়োয়াল

এত জঘন্য গান! অরিজিতের গান শুনে আতঙ্কে কেঁদে ফেলেছিলেন অনুরাধা পাড়োয়াল

বর্তমানে ভারতের সংগীতদুনিয়া জুড়ে রয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh)। জনপ্রিয়তার বিচারে বর্তমান প্রজন্মের বাকি সব গায়ক কিংবা গায়িকাদের তুলনায় তিনি রয়েছেন প্রথম সারিতে। উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী, ভারতবর্ষে এমন কোনও প্রান্ত নেই যেখানে অরিজিতের ভক্ত নেই। অথচ সেই অরিজিতের গানেরই তুমুল সমালোচনা করলেন বর্ষীয়ান গায়িকা অনুরাধা পাড়োয়াল (Anuradha Paudwal)

অনুরাধা ছিলেন বলিউডের একজন প্রখ্যাত প্লেব্যাক সিংগার। অরিজিতও বলিউডে প্লেব্যাক গেয়েই জনপ্রিয়তা কুড়িয়েছেন। ‘ফির মোহাব্বত’, ‘হেট স্টোরি ২’ (Hate Story 2) এর ‘আজ ফির তুমপে’ (Aaj Phir Tum Pe) গেয়ে তিনি রাতারাতি জনপ্রিয় হন। অথচ সেই অরিজিতের গান শুনেই নাকি অনুরাধা আতঙ্কে কেঁদে ফেলেছিলেন। সম্প্রতি তার এমনই একটি মন্তব্য ভাইরাল হয়েছে।

ANURADHA PAUDWAL

১৯৭৩ সালে ‘অভিমান’ ছবি দিয়ে অনুরাধার বলিউডে সংগীতসফর শুরু হয়। তিনি ৮০ এবং ৯০ এর দশকের অন্যতম সেরা একজন গায়িকা ছিলেন। প্লেব্যাকের পাশাপাশি তার ভক্তিগীতিও অনেক জনপ্রিয় এখনও। ‘দয়াবান’ ছবিতে তারই গাওয়া ‘আজ ফির তুমপে’-এর রিমিক্স শুনে তার খুবই খারাপ লেগেছিল। যে গান গেয়েছিলেন অরিজিৎ।

১৯৮৮ সালের মুক্তিপ্রাপ্ত ‘দয়াবান’ ছবিতে লক্ষ্মীকান্ত প্যারালাল কম্পোজিশনে ‘আজ ফির তুম পে’ গানটি গেয়েছিলেন অনুরাধা এবং পঙ্কজ উদাস। ২৬ বছর পর সেই গানেরই রিমিক্স বের হয় ‘হেট স্টোরি ২’ ছবিতে। অরিজিৎ সিং এর গাওয়া এই গানটি গোটা ভারতবর্ষের শ্রোতাদের মনে ধরলেও অনুরাধার একদম পছন্দ হয়নি।

ARIJIT SINGH

গায়িকা সম্প্রতি জানিয়েছেন এই রিমেক গান শুনতে তার এতটাই খারাপ লেগেছিল যে তিনি সেটাকে ভোলার জন্য নিজের গাওয়া গানটি বেশ কয়েকবার শোনেন। তার কথায়, “আমি মাঝেমধ্যে নিজের গান শুনি। কিন্তু সেগুলো ভক্তিগীতি। কিন্তু তাছাড়া কখন নিজের গান শুনি জানেন? যখন নিজের গানের রিমিক্স শুনে আতঙ্কিত হয়ে পড়ি এবং কান্না পায় তখন শুনি।”

ARIJIT SINGH

আরও পড়ুন : সস্তার হোটেল খুললেন অরিজিৎ সিং, খাবারের মেনু ও দাম দেখলে বিশ্বাসই হবে না

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি অরিজিতের উদাহরণ দিয়ে বলেন, “আমাকে একজন বলেছিল দয়াবানের গানটার রিমিক্স ভার্সন শুনতে। এটাও বলে গানটা নাকি দারুণ জনপ্রিয় হয়েছে। আমি কেঁদে ফেলেছিলাম ওটা শুনে, আমি শীঘ্রই ইউটিউবে গিয়ে অরিজিনাল গানটা শোনা শুরু করি বারবার। তারপর মনে শান্তি ফিরে পেলাম।”

আরও পড়ুন : মঞ্চে গান গাইতে কত পারিশ্রমিক নেন বলিউড গায়করা? চমকে দেবে অরিজিত-শ্রেয়াদের পারিশ্রমিক