দক্ষিণী ছবি এত জনপ্রিয় কেন? কেন মাঠে মারা যাচ্ছে বলিউড

এই ৫টি কারণে সাউথের সিনেমাকে টেক্কা দিতে পারছে না বলিউড

দক্ষিণী ছবিগুলির দৌলতে ভারতীয় সিনেমা হাজার কোটির ব্যবসার মুখ দেখছে। প্রভাসের ‘বাহুবলী’ থেকে শুরু করে জুনিয়র এনটিআর রামচরণের ‘আর আর আর’, হলিউড ছবিগুলিকে টেক্কা দেওয়ার জন্য তামিল, তেলেগু, কন্নড় ইন্ডাস্ট্রি পুরোপুরি প্রস্তুত। তুলনায় অনেকটাই পিছিয়ে পড়ছে বলিউড। দক্ষিণী ছবির এই সাফল্যে বক্স অফিসে লাভের টাকা তুলতে অনেক কষ্টই করতে হচ্ছে বলিউডকে। কিন্তু বলিউডের এই ভাবে পিছিয়ে পড়ার কারণ কী? কেনই বা দিন প্রতিদিন দক্ষিণী ছবি নিয়ে মাতামাতি বাড়ছে দর্শকমহলে? রইল সম্ভাব্য ৫ টি কারণ।

সাউথের সিনেমাকে কেন টেক্কা দিতে পারছে না বলিউড?

১. কাহিনীর দুর্বলতা

ইদানিং বলিউডের ছবিগুলির ক্ষেত্রে ঝাঁ-চকচকে সিনেমাটোগ্রাফি, আধুনিকীকরণের নিঃসন্দেহে প্রশংসা করতে হয়। তবে ছবি হিট হওয়ার পেছনে ছবির কাহিনীও যথেষ্ট গুরুত্বপূর্ণ। শুধুমাত্র নামিদামী নায়কের নামে এখন আর সিনেমা চলে না। দক্ষিণী ছবিগুলোতে ছবির কাহিনীতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে নায়কের গল্প এমনভাবে উপস্থাপন করা হয় যা দর্শকদের হলমুখী হতে বাধ্য করে। দক্ষিণের নায়ক প্রত্যন্ত গ্রাম কিংবা সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষের মুখ, অন্যদিকে বলিউডের নায়ক বড়লোক! পার্থক্যটা এখানেই।

From Allu Arjun to Rashmika Mandanna, Know Pushpa Cast Fees

২. নতুন নায়কদের জায়গা না দেওয়া

বলিউডে স্বজনপোষণের কারণেই হোক কিংবা অন্য কোনও কারণ, অক্ষয় কুমার, শাহরুখ খান, সালমান খান, আমির খান ছাড়া নতুন নায়ক বলতে গেলে নেই। অন্যদিকে দক্ষিণে অল্লু অর্জুন, বিজয় দেবরকোন্ডা, যশ, প্রভাস, জুনিয়র এনটিআর, রামচরণদের মতো তারকাদের ক্রমশ উত্থান হচ্ছে। বলিউড এখনও তার পুরনো ঘোড়াতেই আটকে আছে! তাই দাবার চালে কিস্তিমাত করছে দক্ষিণের ছবিগুলি।

৩. দক্ষিণের কপি ছবি

এখন বলিউডে বেশিরভাগ ক্ষেত্রেই দক্ষিণী ছবির স্ক্রিপ্ট নিয়ে ছবি বানানো হচ্ছে। এই কপি দর্শকরা বেশ ধরতে পারেন। দক্ষিণের ছবির স্ক্রিপ্ট কিনে রিমেক করে কাঁহাতক বলিউড নজর কাড়তে পারবে? ক্রমশ দক্ষিণের কাছে বলিউড নিজের নিজস্বতাও হারিয়ে ফেলছে। হাতে গোনা দুই একটি সিনেমা ছাড়া বাকি সব দক্ষিণের কপি করেই চলছে।

Here’s How Much Ajay Devgn and Alia Bhatt Have Earned for their Roles in RRR

৪. বিনা পয়সায় দক্ষিণী ছবি দেখার সুযোগ

বলিউডের কোনও ছবি মুক্তি পেলে তা দেখার জন্য দর্শককে হয় সিনেমা হলে যেতে হবে, নতুবা বেশ কয়েক মাস অপেক্ষা করতে হবে টিভির পর্দায় দেখার জন্য। অন্যদিকে দক্ষিণী ছবির হিন্দি ডাবিংগুলি হামেশাই বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো হচ্ছে। এটি দর্শকদের বিশেষ খরচ করতেও হয় না। যার ফলে ঘরে বসে বসেই দক্ষিণী ছবির প্রতি দর্শকদের আগ্রহ বাড়ছে।

৫. দক্ষিণী ছবি আকর্ষণ

এ কথা অস্বীকার করার উপায় নেই যে দক্ষিণী ছবিগুলি প্রতিবার নিত্য নতুন চমক রাখে দর্শকদের জন্য। প্রত্যেকবার এক নতুন কাহিনী নিয়ে অ্যাকশন-থ্রিলারে ভরপুর ছবি তুলে ধরা হয় দর্শকদের জন্য যা সিনে প্রেমীদের রক্ত গরম করে দেয়। দক্ষিণী ছবিগুলি ইদানিং গোটা ভারত জুড়ে ব্যবসা করছে। তাই ছবির মান এবং কাহিনীর উপর যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন নির্মাতারা।