কোপের মুখে একাধিক পুরনো ধারাবাহিক, ফের বদলে গেল জি বাংলার টাইম স্লট

জি বাংলার (Zee Bangla) নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’ (Iron Tubri) আসার খবর দর্শকরা আগেই পেয়েছেন। তিন বোন এবং তাদের মায়ের গল্প নিয়ে আসছে এই নতুন ধারাবাহিক। ধারাবাহিকের প্রোমো ঘিরে বিস্তর জল্পনা হয়েছে। ধারাবাহিকের আসন্ন টাইম স্লট নিয়েও চলছে জল্পনা। অবশেষে ‘উড়ন তুবড়ি’র সম্প্রচারের দিনক্ষণও জানা গেল। আর দেরি নয় এই মাসেই আসছে ‘উড়ন তুবড়ি’। নতুন ধারাবাহিকের কারণে এবার পুরনো বেশকিছু ধারাবাহিক চলে গেল অনিশ্চয়তার মুখে।

যতদূর জানা যাচ্ছে, মা এবং তিন মেয়ের জীবন সংগ্রামের কাহিনী নিয়ে এই ধারাবাহিক দেখা হবে আগামী ২৮শে মার্চ থেকে। আপাতত বিকেল ৬টার স্লট দখল করতে চলেছে ‘উড়ন তুবড়ি’। উল্লেখ্য, এর বিপরীতে সম্প্রতি স্টার জলসাতে শুরু হয়েছে লীনা গাঙ্গুলীর নতুন ধারাবাহিক ‘গুড্ডি’। তাই এবার ফের একবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে দুই চ্যানেলের মধ্যে।

জি বাংলা এদিকে নিজের চ্যানেলের এক পুরনো ধারাবাহিকের দিকে ছুঁড়ে দিল চ্যালেঞ্জ। ‘উড়ন তুবড়ি’ আসার খবরে ‘অপরাজিতা অপু’কে নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কারণ সদ্য টিআরপির অভাবে রাত ৮.৩০টার প্রাইম স্লট থেকে সরিয়ে দেওয়া হয়েছে ‘অপরাজিতা অপু’কে। স্লট বদলে সন্ধ্যা ৬.০০ টায় ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়। তবে তাতেও টিআরপিতে বিশেষ এঁটে উঠতে পারেনি অপু।

নতুন ধারাবাহিকের জন্য ফের একবার জায়গা ছেড়ে দিতে হবে ‘অপরাজিতা অপু’কে। প্রথমে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’, এরপর আবার ‘উড়ন তুবড়ি’ এসে ছিনিয়ে নিল স্লট। তাহলে কি এবার বন্ধের মুখে ধারাবাহিক? কারণ বিগত কয়েক সপ্তাহ ধরেই টিআরপির সেরা দশে নেই অপু। আবার অপুর মৃত্যু, ছদ্মবেশে বাড়ি ফিরে আসা, নতুন চেহারা ও গল্পের নতুন মোড় নিয়েও ট্রোলিং চলছে। তাই দর্শকদের একাংশের আশঙ্কা ধারাবাহিকটি এবার বন্ধ হতে চলেছে।

তবে ধারাবাহিকটি এখনই বন্ধ হওয়ার সম্ভাবনা নেই বলেই খবর স্টুডিও পাড়ায়। বদলে ফের একবার বদলে যেতে পারে সময়সূচী। আপাতত চ্যানেলের নজরে রয়েছে ‘কড়ি খেলা’। ‘কড়ি খেলা’ বন্ধ করেই আসতে পারে নতুন ধারাবাহিক। বদলে যেতে পারে ‘অপরাজিতা অপু’র সম্প্রচারের সময়। চ্যানেলের তরফ থেকে এখনও অফিশিয়ালি কিছুই জানানো হয়নি। তবে স্টুডিও পাড়ায় এই নিয়ে চর্চা চলছে।