দোলের আগে নতুন গান নিয়ে এল অঙ্কিতা, বসন্তের গানে ছুঁয়ে গেল শ্রোতাদের মন

আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই রঙে রঙে ভরে উঠবে প্রকৃতি। রঙের উৎসবে রঙিন হবে চারিদিক। উৎসবপ্রেমী বাঙালির মধ্যে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে উন্মাদনা। বসন্ত উৎসব, বসন্তের গানে গানে উৎসবের আমেজ বাড়ছে। এবার বাঙালির উৎসবের আনন্দের পারদ কয়েকগুণ বাড়িয়ে দিলেন অঙ্কিতা ভট্টাচার্য্য (Ankita Bhattacharya)। দোলের আগেই গায়িকা তার নতুন গানের অ্যালবাম নিয়ে হাজির। অঙ্কিতার বসন্তের গান সোশ্যাল মিডিয়াতে নিমেষে ভাইরাল হয়েছে।

‘সারেগামাপা’ বিজেতা অঙ্কিতার গলায় লোকগান শুনতে ভীষণ পছন্দ করেন শ্রোতারা। বসন্তেই মুক্তি পেল তার গাওয়া নতুন লোকগান। বাংলার এক অতি পরিচিত লোকগান ‘বসন্ত বহিল’ (Boshonto Bohilo) নতুন করে কম্পোজ করেছেন অঙ্কিতা। গায়িকার নতুন এই গানের ভিডিও Saregamapa Bengali ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গত ৯ই মার্চ। ৩ দিনের মধ্যেই ৮৬ হাজারের কাছাকাছি ভিউ পেয়েছে অ্যালবামটি।

শুধু গান নয়, এই অ্যালবামের অন্যতম অঙ্কিতা নিজেই গানের নাচে পারফর্ম করেছেন। কখনও ওয়েস্টার্ন, কখনও শাড়ি আবার বেশ কিছু মুহূর্তে নাচের সঙ্গে মানানসই পোশাক পরে নাচের দলের সঙ্গে নাচতেও দেখা গিয়েছে গায়িকাকে। দোল উৎসবের আগে এমন একটি গানের অ্যালবাম উপহার পেয়ে ভীষণ খুশি শ্রোতারা। বাংলা ক্লাসিক্যাল গান অনেকেই পছন্দ করেন। তার উপর অঙ্কিতার কন্ঠ উপরি পাওনা হিসেবে বিবেচনা করছেন তারা।

উল্লেখ্য, এর আগে অঙ্কিতার গাওয়া ‘কমলায় নেত্য করে থমকিয়া থমকিয়া’ গানটিও সোশ্যাল মিডিয়াতে দারুণ হিট করে। গানটি নেটপাড়ায় ট্রেন্ডে পরিণত হয়েছিল। গানের তালে তালে কোমর দুলিয়েছিলেন টলিউডের নামিদামি তারকারা। ৬ মাস আগে মুক্তি পাওয়ার পর গানটি ইতিমধ্যে ৭০ মিলিয়ন ভিউ পেয়ে গিয়েছে। সেই অ্যালবামেও কমলা সেজে নেচেছিলেন অঙ্কিতা।

সারেগামাপার বিজেতা হয়ে অঙ্কিতা এখন জনপ্রিয় শিল্পী হয়ে উঠেছেন। সংগীতের দুনিয়ায় তার প্রচুর নামডাক। তাকে থেকে নতুন নতুন গান শুনতে আগ্রহ থাকে শ্রোতাদের মধ্যে। অনুরাগীদের কথায় অঙ্কিতা হলেন ‘রূপে লক্ষ্মী গুণে সরস্বতী’। গানে গানে ভরে তুলেছিলেন শ্রোতাদের মন। গানের অ্যালবামে নেচে প্রমাণ করেছেন তিনি ভাল নাচতেও পারেন। নেটিজেনরা তাই তার প্রশংসায় পঞ্চমুখ।