টিআরপি কম, দর্শকের অভাবে ধুঁকছে, একাধিক সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত নিল জি বাংলা

উমা, গৌরী, লক্ষ্মীর পর এবার জি বাংলাতে (Zee Bangla) জগদ্ধাত্রীর (Jagadhatri) আগমন হতে চলেছে খুব তাড়াতাড়ি। তবে নতুন ধারাবাহিকের আগমনের খবর পেতেই ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছে পুরনো ধারাবাহিকের বিসর্জনের গুঞ্জন। ২ দিন আগেই রিলিজ হয়েছে জগদ্ধাত্রীর প্রথম প্রোমো। দর্শকরা একদিকে যেমন নতুন ধারাবাহিক আসার খবরে খুশি অন্যদিকে তাদের মনে দেখা দিয়েছে আশঙ্কা।

নতুন ধারাবাহিক আসা মানেই তো কোনও পুরনো ধারাবাহিকের উপরে চ্যানেলের কোপ পড়তে চলেছে। অবশেষে জানা গেল জগধাত্রীর আগমনে বিসর্জন হতে পারে কোন সিরিয়ালের। স্টুডিও পাড়াতে এই নিয়ে প্রবল গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে শীঘ্রই নাকি উমা (Uma) শেষ হয়ে যাবে। জি বাংলার এই সিরিয়ালটি সন্ধ্যা ৭ টার প্রাইম টাইম জুড়ে রয়েছে। কিন্তু সেই অনুযায়ী ভাল টিআরপি দিতে পারছে না।

এর আগে সোশ্যাল মিডিয়াতে উমার বিভিন্ন দৃশ্যকে কেন্দ্র করে বারবার ট্রোল করা হয়েছে। ধারাবাহিক বন্ধের ডাক দেওয়া হয়েছে বারবার। এদিকে টিআরপি তালিকাতে তেমন কোনও ম্যাজিক দেখাতে না পারলেও উমাকে প্রায় এক বছরের কাছাকাছি সময় দেওয়া হয়েছে। তাতেও ভাল ফল করতে ব্যর্থ এই সিরিয়াল।

যদিও কয়েক সপ্তাহ আগে পর্যন্ত সেরা ১০ এর তালিকাতে নিয়মিত জায়গা ধরে রেখেছে উমা। কিন্তু ধারাবাহিকের প্রধান জুটি দর্শকদের কাছে সেভাবে জনপ্রিয়তা পায়নি। তাই শেষমেষ এই শো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। এমনটাই শোনা যাচ্ছে। তবে শুধু উমা নয়, শোনা যাচ্ছে রাহুল-রুকমার লালকুঠিও নাকি বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৩ই সেপ্টেম্বর শুরু হয়েছিল উমা। সেই হিসেবে প্রায় এক বছর পূর্তি হওয়ার আগেই ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে লালকুঠি মাত্র তিন মাস আগে শুরু হয়েছে। প্রথম প্রথম মনে করা হয়েছিল রাহুল-রুকমার জুটিতে এই থ্রিলারধর্মী ধারাবাহিক দর্শকরা নিঃসন্দেহে পছন্দ করবেন।

তবে তিন মাস পেরিয়ে গেলেও লালকুঠি এখনও ভাল টিআরপি পায়নি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আগামী ২৮শে আগস্ট কিংবা ৫ই সেপ্টেম্বর থেকে সন্ধ্যা ৭টায় সম্প্রচারিত হবে জগদ্ধাত্রী। তাই আর মাত্র কয়েকদিন পরেই উমার বিসর্জন হয়ে যাবে। সেই জায়গা নেবে জগধাত্রী।