হানি সিং থেকে বাদশা, এই বলিউড র‍্যাপারদের আসল নাম জানলে আঁতকে উঠবেন আপনি

বলিউডে বিগত কয়েক বছর ধরেই চলছে র‍্যাপ (Rapp) গানের চল। হানি সিং, বাদশা, থেকে মিকারা র‍্যাপ গান গেয়ে শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়েছেন। বিয়ের অনুষ্ঠান হোক বা জন্মদিনের পার্টি, বাদশাদের গান ছাড়া তো জমেই না। তবে জানেন কি বলিউডের এই নতুন প্রজন্মের গায়কদের যে নামে আজ গোটা দুনিয়া সেগুলো আসলে তাদের নামই নয়। এরা প্রত্যেকেই জনপ্রিয় হওয়ার জন্য এবং সফলতা পাওয়ার জন্য নিজেদের নতুন নাম রেখেছেন। তাই আজ এই প্রতিবেদনে রইলো বলিউড গায়কদের আসল নামগুলো (Bollywood rapper who changed their real name)।

বাদশা (Badshah) : ভারতের র‍্যাপ সংগীতের জগতে এখন সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন বাদশা। সম্প্রতি ‘সন অফ আবিশ’ নামের একটি রিয়েলিটি শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদশা এবং মল্লিকা দুয়া। সেখানে মল্লিকাকে বাদশার পূর্ব নাম সম্পর্কে জিজ্ঞেস করা হয়। মল্লিকা জানান তিনি বাদশার আসল নাম জানেন না। বাদশার আসল নামটি ছিল আদিত্য প্রতিক সিন্ধ সিসোদিয়া।

গুরু রানধাওয়া (Guru Randhawa) : গানের পাশাপাশি তার চেহারা আকর্ষণ করে মহিলাদের। ভারতবর্ষে এবং পাঞ্জাবীদের মধ্যে তার দারুণ জনপ্রিয়তা রয়েছে। ‘ডান্স মেরি রানি’ গানটি গাওয়ার পর তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। তার আসল নামটি ছিল গুরুসরনজোত সিং রানধাওয়া।

Guru Randhawa

বি প্রাক (B Prak) : পাঞ্জাবি গায়কদের মধ্যে তার বেশ জনপ্রিয়তা রয়েছে। অ্যালবামের গান গাওয়ার পাশাপাশি তিনি বলিউডের একাধিক ছবিতে গান গেয়েছেন। তার আসল নাম প্রতিক বচ্চন, বি প্রাক নয়।

ইও ইও হানি সিং (Yo Yo Honey Singh) : র‍্যাপ সংগীতের সঙ্গে ভারতীয়দের প্রথম পরিচয় ঘটান যিনি তার নাম হানি সিং। ইদানিং তাকে গান গাইতে শোনা না গেলেও তিনি এখনো এই গানের দুনিয়াতে বেশ চর্চিত নাম। তার আসল নাম ছিল হৃদেশ সিং।

মিকা সিং (Mika Singh) : ইদানিং বলিউড জুড়ে ছড়িয়ে রয়েছে তার সুনাম। বিভিন্ন গানের রিয়ালিটি শোতেও বিচারকের ভূমিকায় থাকেন মিকা। কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে তার স্বয়ম্বর নিয়ে রিয়েলিটি শো ‘মিকা দি ভোটি’। তার আসল নাম হল অমৃক সিং।

রাফতার (Raftaar) : র‌্যাপার হিসেবে শুরু হয়েছিল তার যাত্রা। তিনি একজন খুব ভাল ডান্সারও। হানি সিং এর সঙ্গেই তার কেরিয়ার শুরু হয়েছিল। পরে তিনি হানির গ্রুপ ছেড়ে বেরিয়ে যান। তার আসল নাম ছিল দিলীপ নায়ের।