

স্টার জলসার (Star Jalsha) কাছে ক্রমশ যেন কোণঠাসা হয়ে পড়ছে জি বাংলা (Zee Bangla)। স্টার জলসা একের পর এক নতুন ধারাবাহিকে এনে ছক্কা হাঁকাচ্ছে। বেঙ্গল টপার মিঠাই রানীকেও কোণঠাসা করে ফেলেছে স্টার জলসার নতুন ধারাবাহিক। কাজেই এবার স্টার জলসাকে হারাতে কোমর বেঁধে নামছে জি বাংলা। জি বাংলার ভাঁড়ারেও এখন রয়েছে একাধিক নতুন ধারাবাহিক। পিলু, লক্ষ্মী কাকিমা সুপারস্টার তো ছিলই, এবার জি বাংলাতে ‘গৌরী এল’ (Gouri Elo)।
জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘গৌরী এল’। সম্প্রতি চ্যানেলের তরফ থেকে ধারাবাহিকের প্রথম প্রোমো প্রকাশ করা হয়েছে। ভক্তরা তো প্রোমো দেখে বেজায় খুশি। চেনা-অচেনা তারকাদের ভিড়ে ঠাসা ‘গৌরী এল’। ধারাবাহিকের নায়িকা নবাগতা। তবুও তার মুখ চেনা ঠেকছে দর্শকের। হবে নাই বা কেন? জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ রিয়েলিটি শোয়ের দৌলতে নায়িকার সঙ্গে আগেই পরিচয় হয়েছে দর্শকের। নাচের রিয়েলিটি শো’য়ের প্রতিযোগী ছিলেন তিনি। এবার কি চেনা চেনা লাগছে তাকে? তিনি নৃত্যশিল্পী মোহনা মাইতি।
মোহনার বিপরীতে অভিনয় করছেন বাংলা টেলিভিশনের চেনা মুখ বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। অভিনেতা এর আগে ‘দুর্গা দুর্গেশ্বরী’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। ধারাবাহিকের খলনায়িকাও সকলের পরিচিত। অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ এই ধারাবাহিকে খলনায়িকার ভূমিকায় অভিনয় করবেন। এছাড়াও ধারাবাহিকে অভিনয় করবেন ভাস্বর চট্টোপাধ্যায়, দ্বৈপায়ন দাস এবং আরও অনেকে।
‘ক্রেজি আইডিয়াস মিডিয়াজ’ প্রযোজনা সংস্থার অধীনে বানানো হচ্ছে ধারাবাহিকটি। জনপ্রিয় পরিচালক এবং প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দারের প্রযোজনার অধীনে এই ধারাবাহিক আসছে। এই প্রযোজনা সংস্থার অধীনে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকটি দর্শক বেশ উপভোগ করছেন। টিআরপিতে স্টার জলসাতে টেক্কা দিতে এবার নতুন ধারাবাহিক নিয়ে ফিরছে জি বাংলা।
নতুন ধারাবাহিক আসার খবর মিলতেই উৎসাহিত হয়ে পড়েছেন দর্শকরা। তাদের কাছে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে নতুন ধারাবাহিকের স্লট। উল্লেখ্য, আর মাত্র ২ দিন বাদেই অপরাজিতা আঢ্য এবং দেব শংকর হালদার অভিনীত ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ আসছে। যদি অবশ্য ‘গৌরী এল’ ধারাবাহিকের স্লট এখনও জানানো হয়নি।