এই সময়ে সম্প্রচারিত হবে ‘গৌরী এল’, বন্ধ হবার মুখে এই জনপ্রিয় ধারাবাহিক

ফের বদলে গেল জি বাংলার টাইম স্লট, প্রকাশ্যে এল ‘গৌরী এল’র সম্প্রচারের দিনক্ষণ

Zee Bangla New Serial Gouri Elo Probable Time Slot

অবশেষে জানা গেল জি বাংলার (Zee Bangla) নতুন ধারাবাহিকের সম্প্রচারের দিনক্ষণ। জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘গৌরী এল’ (Gouri Elo) এর প্রোমো তো আগেই দেখেছেন দর্শকরা। বাংলা টেলিভিশনের জনপ্রিয় প্রোডাকশন হাউস ক্রেজি আইডিয়াজ মিডিয়ার ব্যানারে আসছে নতুন ধারাবাহিক। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের প্রোডাকশন হাউজ এই সংস্থা।

চেনা-অচেনা তারকাদের নিয়ে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি ধারাবাহিক নিয়ে হাজির জি বাংলা। কাজেই নতুন ধারাবাহিক নিয়ে দর্শক বেজায় উৎসাহিত। ধারাবাহিকের টাইম স্লট নিয়েও চিন্তিত ছিলেন তারা। কারণ এই মুহূর্তে জি বাংলার সমস্ত প্রাইম স্লট নতুন ধারাবাহিকে ঠাসা। এদিকে নতুন ধারাবাহিক যেহেতু, তাই প্রাইম স্লটেই আসবে ধারাবাহিক তা নিশ্চিত। দর্শকের অনুমানই সঠিক। অবশেষে ঘোষণা হল নতুন ধারাবাহিকের সম্প্রচারের দিন এবং সময়।

চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৮শে ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যা ৭.৩০-৮.০০ টায় সম্প্রচারিত হবে নতুন ধারাবাহিক। কাজেই এবার বদলে যেতে চলেছে জি বাংলা ধারাবাহিক ‘যমুনা ঢাকি’র সম্প্রচারের সময়। বিগত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকাতে থই পাচ্ছে না ‘যমুনা ঢাকি’। এসে এসেই তাই তার স্লট ছিনিয়ে নিল ‘গৌরী এল’। এবার জি বাংলার নতুন ধারাবাহিকে সঙ্গে স্টার জলসার জব্বর টক্কর হবে।

টিআরপি তালিকা থেকে ক্রমশ পিছিয়ে পড়তে পড়তে সেরা ১০ থেকে বহুদিন আগেই ছিটকে গিয়েছে যমুনা। চিত্রনাট্যে দুর্বলতার কারণে এবং অন্যান্য বিভিন্ন ইস্যু নিয়ে দর্শকরা বহুবার যমুনাকে নিয়ে ট্রোল করেছেন। ধারাবাহিক বন্ধের দাবিও তুলেছেন । তবে কি এবার বন্ধের মুখে যমুনা ঢাকি? চ্যানেলের তরফ থেকে অবশ্য ধারাবাহিক বন্ধ সংক্রান্ত কোনও ঘোষণা হয়নি। কাজেই আশায় বুক বাঁধছেন যমুনার ভক্তরা।

টিআরপি তালিকাতে একসময় স্টার জলসাকে টেক্কা দিতে পারলেও স্টার জলসার একের পর এক নতুন ধারাবাহিকের চমকে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে জি বাংলা। তাই এবার জি বাংলার ঘুরে দাঁড়ানোর পালা। একের পর এক নতুন নতুন ধারাবাহিক নিয়ে হাজির জি বাংলা। তালিকায় আছে ‘পিলু’, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। এবার ঘোমটা কালীর গল্প নিয়ে ‘গৌরী এল’।