ফের বদলাতে চলেছে জি বাংলার টাইম স্লট, রইলো ‘গৌরী এল’র সম্ভাব্য টাইম স্লট

কখন কোন স্লটে আসতে চলেছে ‘গৌরী এল’, রইলো সাম্ভাব্য টাইম স্লট

Zee Bangla New Serial Gouri Elo Probable Time Slot

টিআরপি চাঙ্গা করতে একের পর এক নতুন ধারাবাহিক আনছে জি বাংলা (Zee Bangla)। তালিকায় রয়েছে পিলু, লক্ষ্মী কাকিমা সুপারস্টার। এবার এই তালিকার নতুন সংযোজন ‘গৌরী এল’ (Gouri Elo)। ধারাবাহিকের লঞ্চিং প্রোমো ইতিমধ্যেই দেখেছেন দর্শকরা। নতুন ধারাবাহিক আসার খবর মিললেও তার টাইম স্লট এখনও নির্ধারণ করা হয়নি। এর আগের দুই ধারাবাহিক জি বাংলার পুরনো ধারাবাহিকের স্লট ছিনিয়ে নিয়েছে। কাজেই এবার ‘গৌরী এল’ এর সম্প্রচারের সময় নিয়েও শুরু হয়েছে জল্পনা।

কোন স্লটে আসতে পারে গৌরী এল? সম্ভাব্য সময় বের করে ফেলেছেন দর্শকরা। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের প্রোডাকশন হাউস ক্রেজি আইডিয়াজ মিডিয়ার অধীনে আসছে এই ধারাবাহিক। ধারাবাহিকের নতুন জুটিকেও দেখে ফেলেছেন দর্শকরা। ধারাবাহিকের নায়ক বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। যিনি এর আগে ‘দুর্গা দুর্গেশ্বরী’ এবং ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে অভিনয় করেছেন। নায়িকা হিসেবে রয়েছেন আনকোরা নতুন মুখ, মোহনা মাইতি। ডান্স বাংলা ডান্স এর একজন প্রতিযোগী ছিলেন তিনি।

আপাতত দর্শকের চর্চার বিষয়বস্তু আসন্ন ধারাবাহিকের টাইম স্লট। দর্শকের বিচারে এই মুহূর্তে জি বাংলাতে বেশ কিছু দুর্বল স্লট রয়েছে। অর্থাৎ সেই টাইম স্লটের ধারাবাহিকের টিআরপি নিচের দিকে। এই তালিকায় রয়েছে যমুনা ঢাকি। টিআরপিতে একসময় সেরা তিনে থাকলেও যমুনার জনপ্রিয়তা এখন কমে এসেছে। সেরা দশেও থাকছে না এই ধারাবাহিক। কাজেই নতুন ধারাবাহিক যমুনা ঢাকির সময়ে অর্থাৎ সন্ধ্যা ৭.৩০-৮.০০ টার স্লটে আনা হতে পারে।

তবে আরও একটি টাইম স্লট খুব তাড়াতাড়িই খালি হতে পারে। জি বাংলা ‘জীবন সাথী’ ধারাবাহিকটিও এখন প্রায় শেষের দিকে। এই ধারাবাহিক বন্ধ হয়ে গিয়ে যদি সেই জায়গাতে সম্প্রচার হয় তাহলে প্রতিদিন রাত ১০.৩০ টায় সম্প্রচার হতেও পারে। ‘গৌরী এল’ এই দুই ধারাবাহিকের সম্প্রচারের সময়ের মধ্যে যেকোনও একটিতে আসতে পারে বলে অনুমান করছেন দর্শকরা।

দর্শকের একাংশের অনুমান নতুন ধারাবাহিক প্রাইম স্লটে আসার‌ই সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। কাজেই জীবন সাথী ধারাবাহিক শেষ হলে যমুনা ঢাকির টাইম স্লটের পরিবর্তন হতে পারে। এমনও হতে পারে যমুনা ঢাকিকে জীবন সাথীর সম্প্রচারের সময় অর্থাৎ ১০.৩০টায় পাঠিয়ে দেওয়া হল। আর নতুন ধারাবাহিক সন্ধ্যা ৭.৩০টাতেই সম্প্রচার হবে। খুব সম্ভবত ধারাবাহিকটি এই মাসের শেষের দিকে বা আগামী মাসের প্রথম সপ্তাহতেই সম্প্রচারিত হতে চলেছে।