এক রাতে কত টাকা নেন দীপিকা, ক্যাটরিনা, রইলো বলিউড তারকাদের রেটিং চার্ট

কেমন হয় যদি আপনার বাড়ির বিয়ে, অন্নপ্রাশন কিংবা জন্মদিনের অনুষ্ঠানে হাজির হন সেলিব্রিটি তারকারা? এমন স্বপ্ন অনেকেই দেখে থাকেন। তবে সেই ইচ্ছে পূরণ করা অসাধ্য বলেই মনে হয়। তবে জানেন কি আপনার জীবনের স্পেশাল দিনটিকে আরও বেশি স্পেশাল করে তুলতে তারকারা আপনার বাড়িতে উপস্থিত থাকতেই পারেন? হ্যাঁ, তবে তার জন্য আপনাকে খরচ করতে হবে লক্ষ কিংবা কোটি টাকা! পার্টিতে আসর জমাতে বলিউড তারকাদের (Bollywood Star) রয়েছে নির্দিষ্ট চার্জ। সেই অর্থ তাদের হাতে তুলে দিতে পারলেই তারকারা হাজির হবেন আপনার বাড়ির দোরগোড়ায়। এক রাতের জন্য বলিউড তারকারা ইদানিং কত পারিশ্রমিক নিচ্ছেন? রইল তালিকা।

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) : দীপিকা তার অভিনয়ের সৌজন্যে এই মুহূর্তে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম। অনুষ্ঠান বাড়িতে তাকে আমন্ত্রণ জানানোর জন্য  হাতের কাছে থাকতে হবে এক কোটি টাকা! এত অর্থ খরচ করে দীপিকাকে এক রাতের অনুষ্ঠানের জন্য হাজির করতে পারেন কেবল সেলিব্রিটিরা

Deepika Padukone HD Wallpaper

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) : শুধু বলিউড নয়, এই মুহূর্তে হলিউডেরও নামকরা অভিনেত্রী প্রিয়াঙ্কা। বিয়ে কিংবা ওই জাতীয় অনুষ্ঠানে উপস্থিত থাকতে এবং সেখান নেচে-গেয়ে আসর মাতিয়ে তুলতে বেশ বড়সড় টাকার অঙ্কের দাবি রাখেন তিনি। এমন অনুষ্ঠানে হাজির থাকতে প্রিয়াঙ্কার দর আড়াই কোটি টাকা!

ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) : ‘চিকনি চামেলি’ ক্যাটরিনা কাইফ আইটেম ড্যান্সে বিশেষ পারদর্শী। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তার দুটি দর আছে। যদি তিনি শুধু গেস্ট হিসেবে আসরে উপস্থিত হন তাহলেই ১ কোটি টাকা দাবি করেন। আর যদি উদ্যোক্তারা তার স্পেশাল পারফরম্যান্স দেখতে চান তাহলে তাদের খরচ করতে হবে আড়াই কোটি টাকা।

সালমান খান (Salman Khan) : সেলিব্রিটি মহলের বিয়ে বাড়ির অনুষ্ঠানে সালমান খানের কদর বেশি। সম্প্রতি এক রাজনৈতিক নেতার ছেলের বিয়েতে ‘জুম্মে কি রাত’ গানে নেচেছিলেন তিনি। বিয়ে বাড়ির অনুষ্ঠানে নাচ-গানের জন্য সালমান খান ২ কোটি টাকার কাছাকাছি পারিশ্রমিক নিয়ে থাকেন।

রণবীর কাপুর (Ranbir Kapoor) : বিয়ে বাড়ির অনুষ্ঠানে হাজির থাকতে রণবীর কাপুরের দরও বেশ চড়া। তিনি তার স্পেশাল পারফরম্যান্স দেখাতে অনুষ্ঠান পিছু আড়াই কোটি টাকা চার্জ নিয়ে থাকেন।

শাহরুখ খান (Shah Rukh Khan) : সেলিব্রিটিদের মহলে শাহরুখ খানেরও কদর রয়েছে। যদিও তিনি শুটিংয়ের জন্য এতটাই ব্যস্ত থাকেন যে তিনি সব অনুষ্ঠানে হাজির হতে পারেন না। তাই বেছে বেছে অনুষ্ঠানে হাজির হন তিনি। এমন অনুষ্ঠান কিছু তিন কোটি টাকার কাছাকাছি পারিশ্রমিক তার বরাদ্দ।

অক্ষয় কুমার (Akshay Kumar) : স্রেফ গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্যই অক্ষয় কুমার আড়াই কোটি টাকা পারিশ্রমিক নেন। এর উপর যদি তাকে স্পেশাল পারফরম্যান্সের জন্য আমন্ত্রণ করতে হয় তাহলে পারিশ্রমিকের পাল্লা ভারী করতে হয়।

হৃত্বিক রোশন (Hrithik Roshan) : শুটিংয়ের ব্যস্ততার দরুণ এমন অনুষ্ঠানে খুব বেশি সময় দিতে পারেন না হৃত্বিক। বড়জোর এক ঘন্টার উপস্থিতির জন্য তিনি আড়াই কোটি টাকা ‌নিয়ে থাকেন।

রণবীর সিং (Ranveer Singh) : এই তালিকাতে রণবীর সিং অন্যান্যদের তুলনায় কিছুটা নীচেই থাকেন। অনুষ্ঠানে তার কদর কম। তাই পারিশ্রমিকও কম। তিনি তার পারফরমেন্সের জন্য এক কোটি টাকা নিয়ে থাকেন।

করিনা কাপুর (Kareena Kapoor) : করিনা কাপুরকে অনুষ্ঠানে আমন্ত্রণ করতে গেলেই সঙ্গে রাখতে হবে ৬০ লক্ষ টাকা। এর উপর যদি তাকে দিয়ে স্পেশাল পারফরম্যান্স করাতে হয় তাহলে ‌তার জন্য আলাদা পারিশ্রমিক লাগে।

সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) : এই তারকাদের ভিড়ে কিছুটা কোণঠাসা সোনাক্ষী। বিয়ের অনুষ্ঠানে তিনি কম পারিশ্রমিক দাবি করেন। বিয়ে বাড়ির অনুষ্ঠানের বাজেট যদি কম হয় তাহলে ডেকে নিতে পারেন সোনাক্ষীকে। তার পারিশ্রমিক ‌২৫ লক্ষ টাকা।

অনুষ্কা শর্মা (Anushka Sharma) : বলিউড অভিনেত্রী তথা ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির ঘরনী বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।