গান গেয়ে নিভৃতে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধাঞ্জলি দিলেন উচ্ছে বাবু, প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) মৃত্যুর পর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় একটা সপ্তাহ। তবে তার শিল্পীসত্তা আজীবন বেঁচে থাকবে তার ভক্তদের মাঝে। তার গাওয়া গানগুলিই তাকে প্রজন্মের পর প্রজন্ম বাঁচিয়ে রাখবে। লতা মঙ্গেশকরের মৃত্যুর পরেই এক সপ্তাহ জুড়ে তার স্মরণে অনেকেই অনেক কিছু করেছেন। ব্যস্ততম শুটিং শিডিউলের ফাঁকে সংগীতের সম্রাজ্ঞীকে শ্রদ্ধাঞ্জলি দিলেন মিঠাই (Mithai) ধারাবাহিকের নায়ক আদৃত রায় (Adrit Roy)।

বাংলা টেলিভিশনের সকলের হার্টথ্রব নায়ক তিনি। ‘তুফান মেল’ মিঠাই রানীর সঙ্গে ‘উচ্ছে বাবু’র কেমিস্ট্রি এখন দারুণ জমে উঠেছে। ভ্যালেন্টাইন্স ডে’তে এবার দর্শকের জন্য আসছে নতুন চমক। সেই চমকের জন্য মিঠাইয়ের টিম ‌সৌমিতৃষা এবং আদৃতকে নিয়ে পৌঁছে গিয়েছে পাহাড়ে। সেখানেই মিঠাইয়ের কাছে ভালবাসার কথা জানাবে সিদ্ধার্থ। এই বিশেষ পর্বের শুটিংয়ের ফাঁকেই লতা মঙ্গেশকরকে শ্রদ্ধাঞ্জলি দিলেন আদৃত তারই গাওয়া গান গেয়ে।

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন আদৃত। সেখানে দেখা যাচ্ছে পাহাড় ঘেরা পরিবেশের মাঝে নিভৃতে বসে একমনে গান গাইছেন আদৃত। অসাধারণ কন্ঠে তিনি গাইলেন লতা মঙ্গেশকরের গাওয়া বিখ্যাত গান ‘লাগ যা গলে’। সৌমিতৃষা সুন্দর নাচ করতে পারেন, আদৃতও তেমনই খুব ভালো গান গাইতে পারেন। অভিনয় জীবন শুরু করার আগে তার একটি গানের দল ছিল। তার গাওয়া বেশ কিছু গানের অ্যালবামও রয়েছে।

আদৃতের অভিনয়ের পাশাপাশি তার গানের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। তার গাওয়া এই গানটি শুনেও কমেন্ট বক্সে সকলে প্রশংসা করতে শুরু করেছেন। কেউ লিখলেন, “অসাধারণ গেয়েছো, সত্যি উনি অমর। লতা মঙ্গেশকর আজীবন আমাদের মনে বেঁচে থাকবেন।” আদৃতের গাওয়া গানটি মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে। তার কণ্ঠের আবেগ নেটিজেনদের হৃদয় স্পর্শ করে গিয়েছে।

গত ৬ই ফেব্রুয়ারি মাল্টি অর্গান ফেলিওরের কারণে প্রয়াত হয়েছেন লতা মঙ্গেশকর। একমাস আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। করোনার বিরুদ্ধে লড়াই করতে পারলেও শেষমেষ শারীরিক জটিলতার কাছে পরাজয় মানতে হয় তাকে। ভারতের নাইটিঙ্গেলের উদ্দেশ্যে গানটি গেয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, “মা সরস্বতীকে উৎসর্গ করে… অমর লতা মঙ্গেশকর।”