আচমকা বদলে গেল ‘লক্ষ্মী কাকিমা’র স্লট, জি বাংলার টাইম স্লটে বড়সড় পরিবর্তন

ফের বড়োসড়ো পরিবর্তন এল জি বাংলার (Zee Bangla) ধারাবাহিকের টাইম স্লটে। নতুন ধারাবাহিকের আগমনে একের পর এক পরিবর্তন আসছে চ্যানেলের টাইম স্লটে। জি বাংলার নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (Lokkhi Kakima Superstar) এর প্রোমোতে আগেই জানানো হয়েছিল ধারাবাহিক সম্প্রচারের সময়। তবে আচমকাই ফের পরিবর্তিত হল টাইম স্লট। একই সঙ্গে দেখা যাচ্ছে জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিকের টাইম স্লট ছিনিয়ে নিয়েছে লক্ষ্মী কাকিমা ( Zee Bangla Lokkhi Kakima Superstar Time Slot Changed)।

এর আগে চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছিল আগামী ১৪ ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যা ৬.০০ টার সময় করুণাময়ী রানী রাসমণির টাইম স্লটে শুরু হবে নতুন ধারাবাহিক। এতে করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের ভক্তদের মন খারাপ হয়ে গিয়েছিল। চ্যানেলের একমাত্র ভক্তিমূলক ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করেছিলেন তারা। তবে আচমকা সিদ্ধান্ত বদল হল চ্যানেলের। সন্ধ্যা ৬.০০ টার বদলে লক্ষ্মী কাকিমার জন্য বরাদ্দ হল রাতের প্রাইম স্লট।

সদ্য চ্যানেলের তরফ থেকে একটি নতুন ঘোষণা করে জানানো হয়েছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যা ৬.০০ টার বদলে প্রতিদিন রাত ৮.৩০টার সময় দেখতে পাবেন। অর্থাৎ অপরাজিতা আঢ্যের নতুন ধারাবাহিক শুরুতেই অপরাজিতা অপুকে হটিয়ে তার টাইম স্লট ছিনিয়ে নিল। কাজেই এবার মন খারাপ হওয়ার পালা অপরাজিতা অপুর সমর্থকদের। আচমকা এই খবরের জন্য মোটেই প্রস্তুত ছিলেন না তারা।

উল্লেখ্য বিগত কয়েক সপ্তাহ থেকেই অপরাজিতা অপু ধারাবাহিকের রেটিং ক্রমশ কমেছে। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ধারাবাহিকটি বারবার ট্রোলিংয়ের মুখে পড়েছে। টিআরপি রেটিংয়ে একসময় সেরা তিনে থাকত এই ধারাবাহিক। তবে ক্রমশ পিছিয়ে আসতে আসতে সেরা দশেই টেকা মুশকিল হয়ে পড়েছে অপুর পক্ষে। তাই শেষমেষ এই ধারাবাহিকের স্লট বদলে দিল চ্যানেল কর্তৃপক্ষ। অন্যদিকে অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছে অপরাজিতা অপু।

চ্যানেলের তরফ থেকে এখনও অপরাজিতা অপুর নতুন টাইম স্লট জানানো হয়নি। যদিও দর্শকদের একাংশ মনে করছেন ধারাবাহিকটি এখনই বন্ধ হবে না। বড়জোর তার টাইম স্লট বদলে যেতে পারে। দর্শকরা মনে করছেন এবার থেকে হয়তো সন্ধ্যা ৬.০০টাতেই সম্প্রচারিত হবে অপরাজিতা অপু।