অস্কার প্রাপ্ত অভিনেতাকেও যোগ্য সম্মান দিল না টলিউড, কোথায় হারিয়ে গেলেন ভিক্টর ব্যানার্জী?

অস্কার প্রাপ্ত ভিক্টর ব্যানার্জী যোগ্য সম্মান পেলেন না টলিউডে, আজ তিনি কোথায়?

Tollywood Actor Victor Banerjee : বাংলা সিনেমাতে প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস পালদের পাশাপাশি আরও একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন ভিক্টর ব্যানার্জী। তার অভিনীত অসংখ্য সিনেমার মাঝে ‘লাঠি’ আজও গেঁথে রয়েছে দর্শকদের মনে। বাংলা পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশের ছবিতেও অভিনয় করেছেন ভিক্টর।

সত্যজিৎ রায়ের (Satyajit Ray) হাত ধরেই বাংলা সিনেমাতে পা রেখেছিলেন ভিক্টর ব্যানার্জী। এরপর তিনি একে একে মৃণাল সেন (Mrinal Sen), শ্যাম বেনেগালদের (Sam Benegal) মত পরিচালকদের সঙ্গে কাজ করেন। এছাড়াও বিদেশের জেমস আইভরি, ডেভিড লিন, রোনাল্ড নেমি, জেরি লন্ডন, রোমান পোল্যান্সকির মত উঁচুদরের পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন তিনি।

VICTOR BANERJEE

ভিক্টর ব্যানার্জীর সিনেমা জিতেছে অস্কার পুরস্কার। ডেভিড লিন পরিচালিত ‘এ প্যাসেজ টু ইন্ডিয়া’ (A Passage To India) ছবিটি ১৯৮৫ সালে মুক্তি পাওয়ার পর সেটি মোট ১১ টি বিভাগে অস্কারের জন্য মনোনীত হয়। যার মধ্যে মোট দুটি বিভাগে অস্কার জিতেছিল এই ছবি। এছাড়া সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ (Ghore Baire) সিনেমার জন্য তিনি সেরা সহ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান।

ভারতীয় সিনেমার ভিক্টর ব্যানার্জীর অভিনয়ে সমৃদ্ধ হয়েছে। বহুদিন বাংলা সিনেমার সঙ্গে যুক্ত থাকলেও তিনি এখান থেকে তার যোগ্য সম্মান পেলেন না। যে কারণে তার মনের মধ্যে বাংলার প্রতি কিছুটা অভিমান ভর করে রয়েছেন। তাই তিনি এখন বাংলা থেকে রয়েছেন অনেক দূরে। ভিক্টর ব্যানার্জী কলকাতায় জন্মগ্রহণ করলেও আসামে বড় হয়েছিলেন। এখন তার দিন কাটছে উত্তরাখণ্ডের মুসৌরিতে।

VICTOR BANERJEE

আরও পড়ুন : ইন্ডাস্ট্রি দিল না যোগ্য সম্মান, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ এখন কোথায় কী করছেন জানেন?

তিনি যখন নিয়মিতভাবে বাংলা ছবিতে কাজ করতেন তখনও অবশ্য ইন্ডাস্ট্রির সঙ্গে খুব বেশি মাখামাখি করতেন না। কাজের বাইরে তিনি নিজেকে টলিউড থেকে দূরেই রাখতেন। আর এখন তিনি নিজেকে ইন্ডাস্ট্রি থেকে একেবারেই দূরে সরিয়ে নিয়েছেন। বহুদিন আগেই টলিউডের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে সরে গিয়েছেন এই অভিনেতা।

VICTOR BANERJEE BENGALI MOVIE

আরও পড়ুন : আন্তর্জাতিক মঞ্চে বাংলার জয়জয়কার, বিদেশে সম্মানিত হতে চলেছেন এই টলিউড অভিনেত্রী

বহু বছর বাদে তাকে ‘আকরিক’ ছবিতে আবার দেখা গেল। তথাগত ভট্টাচার্য পরিচালিত এই সিনেমার হাত ধরে বহু সময় পেরিয়ে আবার বাংলায় কামব্যাক করলেন ভিক্টর ব্যানার্জী। শোনা যাচ্ছে এরপর শিবপ্রসাদ-নন্দিতার নতুন সিনেমাতেও নাকি দেখা যাবে তাকে। বাংলার প্রতি অভিমান ভুলে আবারও টলিউডে ফিরবেন এই সুপারস্টার।