‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ নিয়ে এত বিতর্ক কেন? কী আছে এই ছবিতে?

কেরালা, কাশ্মীরের পর এবার পশ্চিমবঙ্গ নিয়ে ছবি! দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলে কী কী আছে জানেন?

The Diary Of West Bengal : গত বছর এবং চলতি বছরে বড় পর্দায় এমন দুটি সিনেমা মুক্তি পেয়েছে যেগুলি ভারতীয়দের কাছে বহু অজানা কাহিনী তুলে ধরেছে। ছবি দুটি নিয়ে প্রথম দিকে খুব বিতর্ক তৈরি হয়েছিল। এই দুটি ছবির মূল বিষয়টি নিয়ে সকলের আপত্তি থাকা সত্ত্বেও বক্স অফিস (box office)-এ দুটো ছবি ঝড় তুলেছিল।

এই দুই ছবির নাম হল ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) এবং ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। যেখানে গত বছর মুক্তি পাওয়া ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি বক্স অফিসে মোট ৩৫০ কোটি টাকার বেশি কালেকশন করেছিল অন্যদিকে চলতি বছরে মুক্তি পাওয়া ‘দ্য কেরালা স্টোরি’ নামক ছবিটিও ২০০ কোটি টাকা বেশি কালেকশন করেছে।

THE KERALA STORY

বার বার অভিযোগ উঠেছে যে দুটি ছবিতেই একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে ভুল তথ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবে এত অভিযোগ থাকা সত্ত্বেও ছবি দুটি ব্লকবাস্টার হয়েছে। তবে এবার কাশ্মীর, কেরালার পর এই ধরনের আরও একটি ছবি নির্মাণ করা হয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা নিয়ে।

বেশ কিছু দিন আগেই এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। এই ছবিটির নাম হল ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ (The Diary of West Bengal)। পরিচালক সানোজ মিশ্র (Sanoj Mishra)-এর এই ছবিতে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে তুলে ধরা হয়েছে। আর সেই জন্যই ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই আবার বিতর্ক তৈরি হয়েছে।

THE DIARY OF WEST BENGAL

ছবির ট্রেলারেই দেখা গিয়েছে যে কীভাবে এ রাজ্যে সংখ্যালঘুদের বিশেষ সুবিধা দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ নিতে চান না এই রাজ্যেই পুলিশরা। তবে এখানেই শেষ নয়, দুর্গাপুজোর বিসর্জন মহরমের পর হবে বলে একবার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। সেই ঘটনাও দেখানো হয়েছে ট্রেলারে। পশ্চিমবঙ্গকে দ্বিতীয় কাশ্মীর বলা হয়েছে ট্রেলারে। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার বাংলায় সিএএ, এনআরসি প্রয়োগের বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলেন। সেই দৃশ্যও দেখানো হয়েছে এখানে।

THE DIARY OF WEST BENGAL

আরও পড়ুন : ‘মুসলমান মাত্রই আতঙ্কবাদী, ‘দ্য কেরালা স্টোরি’ দেখে কলম ধরলেন তসলিমা নাসরিন

এই সব কারণেই ছবির ট্রেলার মুক্তি পাওয়া পর বিতর্ক তৈরি হয়েছে। একজন ব্যক্তি এই ছবির পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। এই জন্য আগামী ৩০ মে ছবির পরিচালককে তদন্তকারী অফিসারের সামনে হাজিরা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন : The Kerala Story-এর গল্প কতটা সত্যি? ধর্মান্তরিত মেয়ে শোনালেন নিজের ভয়ংকর অভিজ্ঞতা