গুরুতর অসুস্থ আলিয়ার কাছের মানুষ, কাপুর পরিবারে ঘনিয়ে এল দুঃসময়

কাপুর পরিবারে উদ্বেগের ছায়া, গুরুতর অসুস্থ আলিয়ার কাছের মানুষ

বলিউড (Bollywood)-এর অভিনেতা-অভিনেত্রীরা সব সময়ই ব্যস্ত থাকেন নিজেদের কাজ নিয়ে। তাই পরিবারের সঙ্গেও সময় কাটানোর সুযোগও খুব কম পান তারা। কিন্তু পরিবারের কোনও সদস্যের অসুস্থতা বা অন্য কোনও সমস্যা দেখা দিলে সকলের মত তারাও নিজেদের কাজ ছেড়ে পরিবারের সদস্যের পাশে দাঁড়ান।

সম্প্রতি এমনি ঘটনা ঘটিছেন অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। তার জীবনের অন্যতম প্রিয় মানুষ বেশি কিছু দিন আগে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। এবার সেই কারণে তিনি নিজের কাজ ছেড়ে হাসপাতালে ছুটেছেন তাকে দেখতে। আসলে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল অভিনেত্রীর।

ALIA BHATT`S GRAND FATHER

কিন্তু নিজের প্রিয় মানুষের অসুস্থতার খবর শোনা মাত্রই এক মুহূর্তের জন্যও দাঁড়াননি তিনি। হাসপাতালে চলে গিয়েছেন তার এই প্রিয় মানুষের স্বাস্থ্যের খবর নিতে। তবে অনেকেই হয়তো জানেন না যে অভিনেত্রী আলিয়া ভট্টের এই প্রিয় মানুষটাকে।

তার এই প্রিয় মানুষটি হলেন তার দাদু নরেন্দ্র রাজদান (Narendra Razdan)। আসলে তিনি হলেন আলিয়ার মা সোনি রাজদানের বাবা। গত কয়েক দিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থত হয়ে পরেছেন নরেন্দ্র রাজদান। সেই জন্য মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

ALIA BHATT`S GRAND FATHER

কিন্তু হাসপাতালে চিকিৎসা চলা সত্ত্বেও ধীরে ধীরে ফুসফুসে সংক্রমণের জন্য শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ছে তার। সেই জন্য তাকে আইসিইউতে রাখার কথা জানানো হয় হাসপাতালের তরফে। অন্যদিকে আলিয়া ভট্ট বিদেশে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাওয়ার জন্য বিমানবন্দর পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন।

ALIA BHATT`S GRAND FATHER

আরও পড়ুন : বউকে যমের মত ভয় পান, বউয়ের কথায় ওঠেন বসেন এই তারকারা

কিন্তু নিজের দাদু এমন অবস্থার কথা শুনে বিমানবন্দর থেকেই ফিরে আসেন এবং দাদুকে দেখার জন্য তিনি ছুটে যান হাসপাতালেও। আসলে মেয়ে রাহার জন্মের পর থেকেই পরিবারকে বেশি গুরুত্ব দেওয়া শুরু করেছেন আলিয়া। সেই জন্যই নিজের পরিবারের খারাপ সময় পাশে থাকার চেষ্টা করছেন তিনি।

আরও পড়ুন : এই একটি কারণেই সলমান খান ভট্ট পরিবারের সঙ্গে কোনওদিন কাজ করেননি