রাতারাতি বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক বাংলা সিরিয়াল, ফাঁস হল কারণ

রাতারাতি বন্ধের মুখে স্টার জলসা ও জি বাংলার একের পর এক সিরিয়াল, ফাঁস হল কারণ

Why Number Of Bengali Mega Serials Are Gradually Decreasing :বাংলা মেগা সিরিয়াল (Serial) ও বাঙালি দর্শকদের মধ্যে এক নিবিড় যোগসূত্র রয়েছে। বিকেল হতে না হতেই বাঙালির বসার ঘরে চলতে শুরু করে দেয় গাঁটছড়া (Gaatchora), জগদ্ধাত্রী (Jagaddhatri), অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa), খেলনা বাড়ি (Khelna Bari) সহ একাধিক সিরিয়াল। এই ধারাবাহিকগুলি এক কথায় দর্শকদের অত্যন্ত প্রিয়। কিন্তু বর্তমান সময়ে টলিউড (Tollywood) – এর বেশিরভাগ ধারাবাহিকই ৬ মাসের বেশি চলছে না। চলুন আজকে জেনে নেব ধারাবাহিক গুলি তাড়াতাড়ি বন্ধ হয়ে যাওয়ার কারণ কী?

বাংলা টেলিভিশনের প্রথম সারির চ্যানেলগুলিতে একের পর এক ধারাবাহিক মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে। স্টার জলসায় ‘মাধবীলতা’ দেখানো হয়েছে সাড়ে চার মাস, ‘বৌমা একঘর’ চলেছে মাত্র তিন মাস। এই চ্যানেলে সম্প্রচারিত ‘ধুলোকণা, মেয়েবেলা, পঞ্চমীর আয়ুও ছিল অল্প। আবার জী বাংলায় লালকুঠি, তোমার খোলা হাওয়া খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিলো। কিন্তু এখন বাংলা বাণিজ্যিক চ্যানেলে একের পর এক ধারাবাহিক কেন দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে?

Mukut

এর মূল কারণ হিসেবে উঠে আসছে টিআরপি তত্ত্ব। প্রতি সপ্তাহে প্রকাশিত টিআরপি অনুষ্ঠানের জনপ্রিয়তার সূচক। কোন অনুষ্ঠান কত দর্শক দেখেছেন তা বোঝা যায় এই সূচক থেকে। টিআরপি কম থাকলে নাকি সংশ্লিষ্ট ধারাবাহিকের অকালমৃত্যু ঘটছে। কিন্তু এটাই কী আসল কারণ? নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? আর আবার এই প্রসঙ্গে মুখ খুললেন ধারাবাহিকের প্রযোজক ,পরিচালকেরা।

এই প্রসঙ্গে প্রযোজক-পরিচালক-লেখক লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “প্রথমত, আমার ধারণা ছিল না যে, সিরিয়ালের সংখ্যা অনেকটা কমেছে। তবে ফিকশনের পরিবর্তে বেশ কিছু নন-ফিকশন শো এসেছে তার জায়গায়। এ বার যে চ্যানেলগুলিতে যখন রিয়্যালিটি শো চলছে, তখন অন্য চ্যানেলে সিরিয়াল চললে কিছু তো পার্থক্য হয়ই। কার্রণ অনেকেরই আগ্রহ থাকে নন-ফিকশন শোয়ের জন্য। সেই জন্যই কি এমনটা হচ্ছে, প্রশ্ন আমারও।”

KHELNA BARI

আবার করোনা অতিমারির কারনে বেশ কয়েকটি ধারাবাহিক মুখ থুবড়ে পড়েছিল। আর সেই প্রসঙ্গ টেনে জি বাংলার ক্লাস্টার বিজ়নেস হেড সম্রাট ঘোষ বললেন, “আমাদের প্রাইম টাইম শো কিন্তু একই আছে। সপ্তাহে সাত দিনই সিরিয়াল সম্প্রচারিত হয়। সপ্তাহান্তে নন ফিকশন শো হয়। সে সময় একটু এ দিক-ও দিক করে চালানো হয় সিরিয়াল। করোনা পরিস্থিতির সময় শুটিং বন্ধ ছিল। তাই সিরিয়ালের সংখ্যাও একটু কমেছিল। তবে এখন আবার পুরনো পরিস্থিতি ফিরে এসেছে।”

আরও পড়ুন : বিয়ে-সংসারের জন্য নষ্ট করলেন কেরিয়ার! ৩ বাঙালিসহ বলিউডের এই ৭ নায়িকা নয়তো হতেন সুপারস্টার

JAGADDHATRI

আরও পড়ুন : আর নয় সিরিয়াল, অভিনয় ছেড়ে নতুন পেশা নিয়ে ফেললেন জি বাংলার জনপ্রিয় নায়ক

এদিকে জি বাংলা অন্যতম ধারাবাহিক হলে জগদ্ধাত্রী। আর এই সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গে জগদ্ধাত্রীর অভিনেত্রী অঙ্কিতা মল্লিক জানিয়েছে, “আমার কেরিয়ারের বয়স এক বছর। তবে আমি কিন্তু এ রকম কিছু লক্ষ করিনি। কিছু কিছু ক্ষেত্রে টিআরপি ওঠাপড়া হয় ঠিকই। তবে, তার জন্য সিরিয়াল যে কমে যাচ্ছে, এমন নয়। তবে নতুন ধরনের গল্প না এলে যে দর্শক আগ্রহ হারাবে, এ কথা ঠিক।”