বিয়ে-সংসারের জন্য নষ্ট করলেন কেরিয়ার! ৩ বাঙালিসহ বলিউডের এই ৭ নায়িকা নয়তো হতেন সুপারস্টার

বিয়ের পর সংসার সামলাতে গিয়ে নষ্ট কেরিয়ার, ৭ নায়িকার তালিকায় রয়েছেন তিন বাঙালি

Most Popular Bollywood Actresses Who Left Acting After Marriage : একটা সময় ছিল যখন বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে বিবাহিত নায়িকাদের বাতিলের খাতাতেই ধরা হত। ৯০ এর দশক পর্যন্ত বহু নায়িকা বিয়ের পর অভিনয় ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। আবার কিছু কিছু নায়িকা নিজেরাই বিয়ের পর আর অভিনয় করতে চাননি। ইন্ডাস্ট্রিতে এমন ৭ নায়িকা রয়েছেন যারা তাদের কেরিয়ারের শীর্ষে থাকতে বিয়ের সিদ্ধান্ত নিয়ে অভিনয় ছেড়েছেন। দেখে নিন এক নজরে এই তালিকায় কারা রয়েছেন।

জয়া বচ্চন (Jaya Bachchan) : টলিউড এবং বলিউড ইন্ডাস্ট্রির একজন নামি অভিনেত্রী হলেন জয়া বচ্চন। তবে অমিতাভ বচ্চনকে বিয়ে করার পর তিনি অভিনয় ছেড়ে দেন। আসলে অমিতাভ নিজেই জয়ার কাছে এই শর্ত রেখেছিলেন। বিয়ে করে সংসার করার জন্য জয়া তার কেরিয়ার ছেড়ে দেন।

Neetu Kapoor

নিতু কাপুর (Neetu Kapoor) : ঋষি কাপুরকে বিয়ে করার জন্য নিতু কাপুরকেও অভিনয় ছাড়তে হয়েছিল। আসলে কাপুর পরিবারের একটা নিয়ম ছিল এই যে বাড়ির মেয়েবউরা অভিনয় করতে পারবে না। ঋষিকে ভালোবেসে নিতু অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

কাজল (Kajol) : ৯০ এর দশকে কাজলের কেরিয়ার ছিল শীর্ষে। ওই সময় তিনি বেশিরভাগ সুপারহিট ছবির নায়িকা ছিলেন। কিন্তু কেরিয়ারের মধ্যগগনে তিনি বিয়ে করে নেন অজয় দেবগনকে। বিয়ের পর তিনি ছবির পরিমাণ কমিয়ে দেন এবং খুব বেছে বেছে ছবিতে অভিনয় করতে শুরু করেন।

Karisma Kapoor And Sunjay Kapoor

করিশ্মা কাপুর (Karisma Kapoor) : কেরিয়ারের শীর্ষে থাকতে থাকতেই খুব তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছিলেন করিশ্মা। তিনি বিয়ে করেন ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে। বিয়ের পর তাকে স্বামী এবং শ্বশুরবাড়িতে অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল। কিন্তু তিনি আর অভিনয়ে ফিরে আসতে পারেননি।

RANI MUKERJI AND ADITYA CHOPRA

রানী মুখার্জী (Rani Mukerji) : রানী মুখার্জীও ৯০ এর দশকের একজন সেরা অভিনেত্রী ছিলেন। তবে কয়েক বছর আগে তিনি বিয়ে করেছেন আদিত্য চোপড়াকে। এরপর এক কন্যা সন্তানের জন্ম দেন রানী। বিয়ের কয়েক বছর পর্যন্ত তিনি কোনও নতুন ছবি করেননি। তবে এখন তিনি খুব বেছে বেছে সিনেমাতে অভিনয় করছেন।

আরও পড়ুন : টলিউড দিল না যোগ্য সম্মান, একরাশ অভিমান বুকে নিয়ে মারা গেলেন ‘হীরক রাজা’র মন্ত্রী

Sonam Kapoor And Anand Ahuja

আরও পড়ুন : রাতারাতি বন্ধের মুখে স্টার জলসার সবথেকে পুরনো সিরিয়াল, রইল অন্তিম সম্প্রচারের দিনক্ষণ

সোনম কাপুর (Sonam Kapoor) : এই তালিকাতে সোনম কাপুরও রয়েছেন। কেরিয়ার শুরু করার পর একসঙ্গে অনেকগুলো ছবিতে অভিনয় করেছিলেন তিনি। যদিও তার বেশিরভাগ ছবি ছিল ফ্লপ। এরপর তিনি বিয়ে করে নেন আনন্দ আহুজাকে। বিয়ের পর এখনও পর্যন্ত তাকে নতুন কোনও সিনেমাতে দেখা যায়নি।