Ranga Bou Fame Actor Gaurab Roy Chowdhury Is Going To Debut As A Director In Tollywood : ছোটপর্দার অত্যন্ত চেনা মুখ গৌরব রায়চৌধুরী (Gaurab Roy Chowdhury)। সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোয়ার্স নেহাত কম নয়। অভিনেতা ছোটপর্দার পাশাপাশি টলিউড (Tollywood) -এর বড় পর্দাতেও কাজ করেছেন। বর্তমানে ‘রাঙা বউ’ (Ranga Bou) সিরিয়ালে শ্রুতি দাস (Shruti Das) -এর বিপরীতে কাজ করছেন গৌরব। আর এবার অভিনয়ের পাশাপাশি নতুন কাজে যোগদান করলেন অভিনেতা। চলুন জেনে নিই অভিনয় ছাড়া আবার কোন কাজে যুক্ত হলেন গৌরব।
থিয়েটার জগত থেকেই অভিনয় জগতে হাতেখড়ি গৌরবের। বেশ কয়েক বছর সংঘর্ষ চালানোর পর গৌরব এখন যথেষ্ট জনপ্রিয় এক অভিনেতা। তার অভিনয় প্রশংসিতও বটে। তার কেরিয়ারের প্রথম সিরিয়াল হলো অল্প প্রেমের গল্প। এরপর তাকে একাধিক সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে। ‘ত্রিনয়নী’, ‘ওগো নিরুপমা’, ‘পিলু’ ধারাবাহিকে কাজ করেছেন গৌরব।
বর্তমানে ‘রাঙা বউ’ ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করছেন তিনি। ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের নায়িকা, অর্থাৎ অভিনেত্রী শ্রুতি দাসের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ‘ত্রিনয়নী’ ধারাবাহিকেও প্রধান চরিত্রে ছিলেন। এদিকে বিশ্বকর্মা পূজোর আগেই ক্যামেরার পিছনে কাজ করা শুরু করে দিলেন অভিনেতা। একটি বিজ্ঞাপনের পরিচালনা করলেন তিনি।
আসলে গৌরবের অনেক দিন থেকেই স্বপ্ন ছিল পরিচালনার। বরাবরই তাকে উদ্বুদ্ধ করত ক্যামেরার পিছনের কাজ। তিনি খুলে ফেলেছেন নিজস্ব প্রযোজনা সংস্থা। নাম ‘ওয়াইজ় ডাক’। এবং সেই প্রযোজনা সংস্থার প্রথম কাজ হিসেবে একটি বিজ্ঞাপন পরিচালনা করলেন গৌরব। টাইটেল কার্ডে পরিচালক হিসেবে নিজের নাম দেখতে পেয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।
অনেক আগে গৌরব জানিয়েছিলেন, ফিচার ছবি তৈরি করতে চান। তখন থেকেই পড়াশোনা শুরু করে দিয়েছিলেন। একজন ভালো পরিচালক হতে যে-যে গুণ প্রয়োজন, সবকিছুই তিনি শিখে নিতে চেয়েছিলেন তিনি। বেশকিছু প্রযোজনায় সম্পাদনার কাজও করেছেন। আর এবার তার পরিচালক হিসাবে হাতেখড়ি হয়ে গেলো। কেবল তাই নয়, সেই বিজ্ঞাপনী ছবিতে অভিনয়ও করেছেন অভিনেতা।
আরও পড়ুন : বিয়ে-সংসারের জন্য নষ্ট করলেন কেরিয়ার! ৩ বাঙালিসহ বলিউডের এই ৭ নায়িকা নয়তো হতেন সুপারস্টার
আরও পড়ুন : কেন নিজের জন্মভূমি কাশ্মীরে কখনও পা রাখেননি শাহরুখ খান? জানালেন সত্যিটা
এদিন এই প্রসঙ্গে গৌরব বলেন, “যদিও অভিনয় ছাড়া বেশ কিছু অন্যান্য কাজ করে থাকি আমি। তবে প্রথম যখন এই সুযোগটা আসে তখন একটু ভয় করেছিল। তবে শুটিং করতে গিয়ে একটুও ভয় করেনি। বিজ্ঞাপনের শুটিং করতে সময় লাগে। কিন্তু আমি এক দিনে করে ফেলেছি। আমাদের সংস্থা ‘ওয়াইজ় ডাক’-এর এই প্রথম কাজ। সুতরাং এমন সুযোগ পেয়ে সত্যিই ভাল লাগছে। এটা মনে হচ্ছে কোনও কিছু আশা না করে পরিশ্রম করলে এক দিন না এক দিন তার ফল ঠিক পাওয়া যায়।”