Mahendra Singh Dhoni’s Jersey Number 7 : মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) ভারতীয় ক্রিকেট ইতিহাসে একজন অন্যতম ক্রিকেটার। তার নেতৃত্বেই ২৮ বছর পর বিশ্বকাপ (World Cup) চ্যাম্পিয়ন হয়েছিল ভারত (India)। সেই ভারতীয় ক্রিকেট অধিনায়কের জার্সির নম্বর ৭।সাত নম্বরটা তার দারুন প্রিয়। কিন্তু কেন মহেন্দ্র সিং ধোনি সাত নম্বর জার্সি পরেন?
২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মহেন্দ্র সিং ধোনির। ৯০ টি টেস্ট ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। এরপর ২০০৭ সালে একদিনের বিশ্বকাপে ব্যর্থতার পর ধোনির হাতে নেতৃত্ব তুলে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তার নেতৃত্বেই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন (T Twenty World Cup Champion) হয়েছিল ভারত।এরপর ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ (ODI World Cup) জয়। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি।
এরপর আইপিএলে সদ্য পাঁচ নম্বর ট্রফি জিতেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। তবে ভারতের ক্রিকেটের অন্যতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির এই সকল জয়ের সময় তার জার্সি নম্বর ছিল ৭।
অনেকের মধ্যেই প্রশ্ন উঠতে পারে, ধোনির এই ৭ নম্বর জার্সিই কেন পছন্দ? ভারতীয় দলে খেলার সময়ও ৭ নম্বর জার্সি ব্যবহার করতেন, তেমনই আইপিএলেও। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাহি। এ বারও আইপিএলে ৭ নম্বর জার্সির দাপট দেখা গিয়েছে।
আরও পড়ুন : সৌরভ গাঙ্গুলির এক মাসের বেতন কত, প্রকাশ্যে এল দাদার সম্পত্তির খতিয়ান
তবে ধোনির এই সাত নম্বর জার্সির নেপথ্যে কোনও কুসংস্কার নয়। তার জন্ম ১৯৮১ সালের ৭ জুলাই। বছরের সপ্তম মাস, সপ্তম দিন। সেই থেকে ৭ নম্বর জার্সি। পাশাপাশি ২০০৪ সালের ২৩ ডিসেম্বর সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্ব আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মহেন্দ্র সিং ধোনির। আর এই অভিষেক ম্যাচেই সাত নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন মাহি।
আরও পড়ুন : মেয়ে হলে কেমন দেখতে হতেন বিরাট-ধোনিরা? দেখুন মহিলা রূপে ভারতীয় ক্রিকেটারদের চেহারা