দুবেলা খাবার জুটতো না, ঘুমোতেন ফুটপাতে! জিরো থেকে হিরো মিঠুন আজ বলিউড সুপারস্টার

খালি পেটে ফুটপাতে কেটেছে বহু রাত, মিঠুন চক্রবর্তীর জীবন সিনেমা থেকে কম নয়

Early Life Of Mithun Chakraborty Before Being Superstar : মুম্বাইতে গিয়ে বাংলা ও‌ বাঙালির মুখ উজ্জ্বল করেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এক সময় বলিউড (Bollywood)-এর জনপ্রিয় তারকাদের টক্কর দিয়ে একের পর এক সুপারহিট ছবি দিয়েছেন তিনি। তবে হিন্দি ছবিতে অভিনয় করার সুযোগ পাওয়ার আগে অনেক স্ট্রাগেল করতে হয়েছিল অভিনেতাকে।

তার জীবনের এই স্ট্রাগেল মুম্বাইতে আসার পরেই শুরু হয়েছিল। যদিও তার অভিনয় জীবন শুরু হয়েছিল বাংলা ছবি দিয়েই। ১৯৭৬ সালে ‘মৃগয়া’ (Mrigayaa) ছবি দিয়ে অভিষেক হয় তার। তারপরেই মুম্বাই গিয়েছিলেন অভিনেতা হবেন বলে। কিন্তু মুম্বাই আসার পর খুব কষ্টে দিন কাটাতে হয়েছিল তাকে।

MITHUN CHAKRABORTY

তার গায়ের রং কালো ছিল বলে সিনেমায় কাজ পাচ্ছিলেন না তিনি। সারা দিন ঘুরে বেড়াতেন কাজের সন্ধানে। রাতে জলের ট্যাঙ্কে অথবা কোনও বাড়ির ছাদে ঘুমোতেন তিনি। কোনও কোনও দিন আবার রাতের খাবারটাও খেতে পেতে না তিনি। যদিও একটা সময় পর খুব ছোট ছোট চরিত্রেই অভিনয় করার সুযোগ পাচ্ছিলেন তিনি।

তবে ১৯৮২ সালে ‘ডিস্কো ড্যান্সার’ (Disco Dancer) ছবিটি মুক্তি পাওয়ার পর রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন মিঠুন। এই ছবিতে তার অভিনয় এবং নাচ দেখে মুগ্ধ হয়েছিল দেশবাসী। ছবিটি বক্স অফিসেও ভাল ফল করেছিল। প্রায় ১০০ কোটি টাকার কালেকশন করেছিল এই ছবিটি।

MITHUN CHAKRABORTY

যদিও এরপরেও জীবনে খারাপ সময় এসেছিল তার। একটানা ৩৩ টি ছবি ফ্লপ হয়েছিল তার। কিন্তু তাও পরিচালক তাকে ১২ টি ছবিতে কাজ করার সুযোগ সুযোগ দিয়েছিলেন। তারপর সেই ১২ ছবি আবার হিট হয় তার। এভাবে নিজের কেরিয়ার আবার নতুন করে শুরু করেছিলেন তিনি।

MITHUN CHAKRABORTY

আরও পড়ুন : বাঙালি হয়ে বাংলার মেয়ের সঙ্গেই নোংরামি! মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে বিস্ফোরক সুস্মিতা সেন

তবে শুধুমাত্র হিন্দিতেই নয়, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি (Bengali film industry)-র বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। যার মধ্যে রয়েছে গত বছর মুক্তি পাওয়া ‘প্রজাপতি’ (Projapoti) ছবিটিও। জানা গিয়েছে, প্রায় ১৬ কোটি টাকার কাছাকাছি কালেকশন করেছে এই ছবিটি। 

আরও পড়ুন : সত্যিই কি বিয়ে করেছিলেন শ্রীদেবী-মিঠুন? কেন ভেঙেছিল তাদের সম্পর্ক?