সৌরভ গাঙ্গুলির এক মাসের বেতন কত, প্রকাশ্যে এল দাদার সম্পত্তির খতিয়ান

ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) বাংলা তথা দেশের গর্ব। তিনি ক্রিকেটের দুনিয়ার আইকনিক তারকা। ক্রিকেট দুনিয়ায় তার পরিচয় ছিল ‘গড অন দ্য অফ সাইড’! ক্রিকেটের পিচে তার ছক্কা হাঁকানোর স্টাইল দেখে বাঙালি ক্রিকেটপ্রেমীরা বলতেন ‘বাপি বাড়ি যা’ স্টাইলে প্রতিদ্বন্দ্বীদের কাবু করছেন দাদা। এহেন সৌরভ গাঙ্গুলী আজ বিসিসিআইয়ের প্রেসিডেন্ট (BCCI President)। ২২ গজে দৌড়ানোর দিনের শেষেও তিনি ভারতীয় ক্রিকেটের একজন প্রধান ব্যক্তিত্ব হিসেবে মর্যাদা পেয়েছেন।

এক সময় ভারতীয় ক্রিকেটকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। তার সময়ে বেটিং কেলেঙ্কারিতে জর্জরিত ছিল ভারতীয় ক্রিকেট। ভারতকে সেই কলঙ্কের অন্ধকার থেকে বের করে নিজ দায়িত্বে বিশ্বকাপ এনে দিয়েছিলেন। গোটা বিশ্বের কাছে ভারতের মর্যাদার আসন পুনরায় দখল করে নেন। কাজেই অনস্বীকার্য অবদানের জন্য তাকে দুহাত ভরিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেটমহল। এখন তার মোট সম্পত্তির পরিমাণ (Sourav Ganguly Net Worth 2022) জানলে অবাক হবেন।

সৌরভ গাঙ্গুলী কলকাতার এক বিত্তবান পরিবারে জন্মে ছিলেন। চন্ডীদাস গাঙ্গুলী ছিলেন তার বাবা। সফল প্রিন্টের ব্যবসা ছিল তার। কাজেই অর্থের অভাব কোনওদিনই ছিল না সৌরভের। তবে তিনি নিজের দমে আজ ৫০ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৬৫ কোটি টাকার সম্পত্তির মালিক।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও তিনি আইপিএলের হয়ে খেলেছেন। কলকাতা নাইট রাইডার্স এবং পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ানের হয়ে আইপিএলে অংশ নিয়েছিলেন সৌরভ। শুধু তাই নয়, অবসরের পর কমেন্টেটর হিসেবে সৌরভ গাঙ্গুলীকে পেয়েছে ক্রিকেটের দুনিয়া। তার কথা বলার সুন্দর স্টাইলের জন্য প্রধান কমেন্টেটর হিসেবে খ্যাতি, অর্থ এবং ভালোবাসা পেয়েছিলেন সৌরভ।

২০১৯ সালে তিনি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হয়েছিলেন। সেই থেকে এই পদ তার দখলেই রয়েছে। সৌরভের মাসিক বেতন ২ কোটি টাকারও বেশি। এছাড়াও বড় বড় ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার দরুণও স্পন্সরদের থেকে ফি বছর বড় অঙ্কের অর্থ তিনি পান caknowledge.com-এর মতে, Puma এবং DTDC-এর মতো বড়ো ব্র্যান্ড থেকে তার ব্র্যান্ড এনডোর্সমেন্ট ফি বাবদ প্রতি বছর ১ কোটির বেশি টাকা তিনি পেয়ে থাকেন। এছাড়াও জি বাংলার ‘দাদাগিরি’ রিয়েলিটি শোয়ের সঞ্চালনা করেও তার বড় অংকের আয় হয়।