Akshay Kumar Real Name : বলিউড (Bollywood) -র খিলাড়ি তিনি। বছরভর বড় পর্দা জুড়ে কার্যত তার রাজত্ব চলে। অক্ষয় কুমার (Akshay Kumar) -ই হলেন একমাত্র বলিউড অভিনেতা বছরে যার ধারাবাহিকভাবে সব থেকে বেশি ছবি মুক্তি পায়। কাজ পাগল মানুষ অক্ষয়। তবে গত কয়েক বছর ধরে অক্ষয়ের ছবিগুলো সেভাবে আর বক্স অফিসে চলছে না। তবুও গত ৩০ বছর ধরে বলিউডে খান এবং নেপোটিজমের রাজত্বে অক্ষয় কুমার তার লড়াইয়ে জিতেছেন।
বলিউড ইন্ডাস্ট্রিতে অক্ষয় কুমারের কোনও ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছিল না। ইন্ডাস্ট্রিতে আসার আগে তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছিল। এমনকি তাকে তার নামটাও বদলে ফেলতে হয়েছে। নিজের পুরনো পরিচয় ভুলে সম্পূর্ণ এক নতুন পরিচয়ে ইন্ডাস্ট্রির সুপারস্টার হয়েছেন অক্ষয় কুমার। জানেন তার আসল নাম কী ছিল? কেনই বা তাকে তার নাম পরিবর্তন করতে হয়?
অক্ষয় কুমার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্ম অমৃতসরে। তার বাবা ছিলেন একজন সেনা অফিসার। ছোট থেকেই মার্শাল আর্ট শেখার প্রতি অক্ষয়ের ভীষণ আগ্রহ ছিল। কম বয়সে দেশ-বিদেশ ঘুরে বেরিয়েছেন অক্ষয়। অমৃতসর থেকে তাঁর পরিবার প্রথমে দিল্লিতে আসে, তারপর তারা মুম্বাইতে আসেন। এখান থেকেই অক্ষয় থাইল্যান্ডে চলে যান।
হাই স্কুল পর্যন্ত পড়াশোনা করে থাইল্যান্ডে পাড়ি দেন অক্ষয় কুমার। এখানে গিয়ে তিনি বেশ কিছুদিন একটি রেস্তোরাঁতে কাজ করেছিলেন। ওখানেই তিনি মার্শাল আর্ট শেখেন। তারপর মুম্বাইতে ফিরে এসে তিনি নিজেই মার্শাল আর্টের শিক্ষক হয়ে বসেন। অক্ষয়ের এক শিক্ষার্থীর বাবার মডেলিং দুনিয়ার সঙ্গে সংযোগ ছিল। তিনিই তাকে এই পথে আসার প্রস্তাব দেন।
অক্ষয় কুমার এরপর মডেলিং করতে শুরু করেন। এইভাবে তিনি বেশ কিছু অর্থ উপার্জন করতে পারছিলেন। বেশ কিছু বিজ্ঞাপনের প্রচারের মুখ হয়েছিলেন তিনি। এর সঙ্গে বলিউডে বেশ কিছু ছবিতে ছোটখাটো চরিত্রে তাকে অভিনয় করতে দেখা যাচ্ছিল। মহেশ ভাটের ‘আজ’ ছবিতে একটি ছোট্ট রোল পেয়েছিলেন তিনি। সেখানে তার নাম ছিল অক্ষয়।
আরও পড়ুন : কেউ বাসন মাজতেন, কেউ ছিলেন সেলসম্যান, আজ তারাই বলিউডের সেরা সুপারস্টার
ততদিন পর্যন্ত অক্ষয় কুমার তার বাবার দেওয়া নাম রাজীব হরি ওম ভাটিয়া (Rajiv Hari Om Bhatia) নামে পরিচিত ছিলেন মডেলিং এবং অভিনয় দুনিয়াতে। কিন্তু অক্ষয় নামটা তার এতটাই পছন্দ হয়ে গিয়েছিল যে তিনি নিজে অক্ষয় কুমার নামেই পরিচিত হতে চান এরপর। যে কারণে তিনি তার অফিসিয়াল নাম বদলে অক্ষয় কুমার নামটাই রেজিস্টার করে নেন।
আরও পড়ুন : ভগবানের ছবিতে অশ্লীলতা, ২৫টি দৃশ্যে চলল কাঁচি! কোন কোন দৃশ্য বাদ পড়লো OMG ২ থেকে?