মা-ছেলের ফুলশয্যা নিয়ে তোলপাড় দর্শকমহল! অবশেষে মুখ খুললেন ‘শিমুল’ মানালি

মা-ছেলের ফুলশয্যা, শাশুড়ি-বৌমার কুটকাচালি! সিরিয়াল নিয়ে অবশেষে মুখ খুললো ‘শিমুল’ মানালি

Kar Kache Koi Moner Kotha Troll : ধুলোকণা সিরিয়ালের পর জি বাংলা (Zee Bangla) -র নতুন ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) সিরিয়ালের হাত ধরে মানালি দে (Manali Dey) আবার ফিরেছেন বাংলা টেলিভিশনের পর্দায়। তবে তার নতুন সিরিয়াল শুরু থেকেই দর্শকমহলে চর্চায় রয়েছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই সপ্তাহের টিআরপি তালিকা। শুরুর পর থেকে এ পর্যন্ত সেরা দশের তালিকায় ঢুকতে না পারলেও স্লট লিডার হচ্ছে মানালির সিরিয়াল।

জি বাংলার এই নতুন সিরিয়ালের মা-ছেলের ফুলশয্যা, শাশুড়ি-বৌমার কুট কাচালি, চরিত্রহীন স্বামীকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে জোর সমালোচনা। এই প্রসঙ্গে সম্প্রতি হিন্দুস্থান টাইমস বাংলার কাছে মুখ খুললেন মানালি দে। বিশেষ করে ফুলশয্যার দৃশ্য নিয়ে সব থেকে বেশি সমালোচনা হয়েছে। দর্শকদের মধ্যে কেউ এর তীব্র বিরোধিতা করেছেন। আবার কোনও কোনও মহিলা নিজেদের জীবনের সঙ্গে মিল পেয়েছেন এই ঘটনার।

KAR KACHE KOI MONER KOTHA

এই প্রসঙ্গে মানালির সাফ কথা, “বাস্তবে এমন অনেক ঘটনা ঘটে। হয়তো আমি এ ধরনের ঘটনার মুখোমুখি হইনি, তার মানে এই নয় যে আর কোনও মেয়ে এমন ঘটনার মুখোমুখি ব্যক্তিগত জীবনে হননি। সোশ্যাল মিডিয়াতে নজর রাখলেই দেখবেন বহু মহিলা নিজের জীবনে এই ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার কথা লিখেছেন। অনেকেই বলছেন শুধু শিমুলের জীবনে নয় তাদের সামনেও এমন ঘটনা তারা দেখেছেন।”

মানালি এমন একজন মহিলার কথা উল্লেখ করেছেন যিনি ১৮ বছর সংসার করার পর তার স্বামী এবং শ্বশুরবাড়ির অত্যাচারের ঘটনা লাইভ করে প্রকাশ্যে এনেছেন। মানালির কথায়, “অনেকেই প্রশ্ন তুলবেন কেন বাড়ি থেকে বের হয়ে যান না? আসলে এভাবে হয় না, অনেকেই সংসারের এমন অনেক সমস্যা মুখ বুজে মেনে নেন। প্রতিমুহূর্তে মানিয়ে নিয়ে সংসার করার চেষ্টা করেন। আমি বলব আমাদের সিরিয়ালেও বাস্তবে গল্পই উঠে আসছে।’’

KAR KACHE KOI MONER KOTHA

তবে সিরিয়ালের লঞ্চিং প্রোমোতে দেখানো হয়েছিল পাড়ার মেয়েবউদের মধ্যে সদ্ভাবের বিষয়টি। গল্প সেই ট্র্যাক থেকে সরে গিয়ে এখন শুধু শাশুড়ি-বৌমার কোন্দল দেখাচ্ছে। সিরিয়ালে বাসবদত্তা চ্যাটার্জী, স্নেহা চ্যাটার্জী, কুয়াশা বিশ্বাসরাও রয়েছেন যাদের সঙ্গে পর্দার শিমুলের বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু কুটকাচালির মধ্যে বন্ধুত্বটা কোথাও যেন ধামাচাপা পড়ে যাচ্ছে। এর জবাবও দিয়েছেন মানালি।

Kar Kache Koi Moner Katha

আরও পড়ুন : দেবের পা চেটে নায়িকা! সৌমিতৃষাকেই কেন ছবির নায়িকা করলেন? জবাব দিলেন দেব

অভিনেত্রীর কথায়, “গল্প আস্তে আস্তে সে পথেই ঢুকবে। কেউ নিয়মিত ধারাবাহিক দেখলেই বুঝবেন পারিবারিক সমস্যা যেমন দেখানো হচ্ছে, তেমনি কোনও না কোনও বন্ধু পাশে আসছেন সাহায্যের জন্য। এটা শুরু হয়েছে বেশিদিন হয়নি। আমরা মূল গল্পে আস্তে আস্তেই ঢুকছি। এখানে শাশুড়ি-বৌমার সমস্যা যেমন দেখানো হচ্ছে, তেমনি কিন্তু পাড়ার বন্ধু বউরা হাত বাড়িয়ে দিচ্ছেন সেটাও দেখানো হচ্ছে। ইতিমধ্যেই সেটা দেখতে পেয়েছেন দর্শকরা, আরও পাবেন।”

আরও পড়ুন : আর নয় অভিনয়, সিরিয়াল ছেড়ে দিলেন জি বাংলার জনপ্রিয় এই নায়িকা