কেউ বাসন মাজতেন, কেউ ছিলেন সেলসম্যান, আজ তারাই বলিউডের সেরা সুপারস্টার

ফকির থেকে রাজা, সিনেমায় নামার আগে কী পেশা ছিল বলিউড তারকাদের

Inspiring Life Stories Of Bollywood Celebrities Who Started Their Career In Other Fields : বলিউড (Bollywood) তাদের নাম-পরিচয়, খ্যাতি, অর্থ, প্রতিপত্তি, সম্মান এনে দিয়েছে। তবে একসময় তাদের সংসারে নুন আনতে পান্তা ফুরোনোর দশা ছিল। তখন তারা সংসার চালাতে যুক্ত ছিলেন ভিন্ন পেশার সঙ্গে। কেরিয়ারের শুরুতে করতে হয়েছে কঠিন পরিশ্রম। আর এবার এক নজরে চিনে নিন বলিউডের এই তারকাদের, কেরিয়ারের শুরুতে যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ছিলেন (Bollywood Celebrities Privious Job)

১. অক্ষয় কুমার (Akshay Kumar)- অক্ষয় কুমার সরাসরি বলিউডে প্রবেশের আগে বিভিন্ন পেশাতে কাজ করতেন। সংসার চালানোর জন্য একসময় দিল্লি শহরের বুকে সেলসম্যান হয়ে কাজ করেছিলেন তিনি। তারপর ব্যাংককে রাঁধুনি হয়ে খাবার বানানো ও পরিবেশনের কাজ করতেন। সেই সঙ্গে ভ্রমণ কর্মী এবং মার্শাল আর্টের শিক্ষক হিসেবেও তিনি কাজ করেছেন। আর আজকে তিনি একজন সফল ব্যাবসায়ী।

Shah rukh Khan's sister

২. শাহরুখ খান (Shah Rukh Khan)-  বলিউডের বাদশা তিনি। কিন্তু  আজ সাফল্যের চূড়ায় থাকলেও শাহরুখ খানের জীবনে রয়েছে অনেক স্ট্রাগেল। তিনি কাজ করে প্রথম বেতন পেয়েছিলেন ৫০ টাকা। একটি ইভেন্টে কাজ করেছিলেন শাহরুখ। তেমনই এক সময় সিনেমার টিকিট বিক্রি করতেন বাদশা। আজকে কোটি কোটি টাকা আয় করেন তিনি।

৩. নওয়াজ উদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) – জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকি এক সময় গার্ডের কাজ করতেন। অভাবী পরিবারের ছেলে সে। চার ভাইবোনের সঙ্গে বড় হন। তিনি ১৯৯৯ সালে সারফারোশ ছবিতে অভিনয়ের আগে ১০ বছর অপেক্ষা করতে হয়েছিল তাঁকে। জীবনের শুরুতে দীর্ঘ সংগ্রাম করতে হয়েছিল তাঁকে।

Rajinikanth

৪. রজনীকান্ত (Rajinikanth)-গত ৫০ বছর ধরে রজনীকান্ত দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির এক নম্বর সুপারস্টার। ভক্তদের কাছে তিনি ভগবানের সমান। তবে অভিনয় জীবন শুরু করার আগে তিনি ব্যাঙ্গালোরে বাস চালকের কাজ করতেন। বাসের কন্ডাক্টরি করে তিনি যে উপার্জন করতেন তাতেই কোনওরকমে তাদের সংসার চলত। পরে অভিনয় জগৎ তার ভাগ্য বদলে দেয়।

৫. আরশদ ওয়ারসি (Arshad Warsi) – দীর্ঘ স্ট্রাগেলের পর সাফল্য পান আরশদ। মাত্র ১৪ বছর বয়সে মা-বাবাকে হারান আরশদ ওয়ারসি। আর তারপরেই অভাবের তাড়নায় দশম শ্রেণির পর আর পড়াশোনা করতে পারেননি তিনি। এরপর ১৭ বছর বয়সে জিনিস কেনা ও বিক্রির কাজ শুরু করেন। অনেক পরে বলিউডে পা রাখেন। তবে, এরপর তাদের পিছন ফিরে তাকাতে হয়নি।

AMITABH BACHCHAN

৬. অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) – বলিউডেরবিগ বি একটা সময় অনেক জায়গায় কাজ খুঁজে বেরিয়েছেন। এমনকি এক সময় তিনি অল ইন্ডিয়া রেডিওতে অডিশন দিয়েছিলেন? কিন্তু তখন তার গলার স্বরের কারণে তাকে প্রত্যাখ্যান করে দেওয়া হয়। আর তারপর বলিউডে প্রবেশ করার আগে অমিতাভ বচ্চন বেশ কিছুদিন কলকাতার একটি শিপিং সংস্থার কর্মচারী ছিলেন।

৭. জনি লিভার (Johnny Lever) – বলিউডের কৌতুক অভিনেতাদের মধ্যে অন্যতম হলো জনি লিভার। কিন্তু ক্লাস ৭-র পর পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল জনি লিভারকে। আর্থিক তাড়নায় ১২ বছর বয়সে তিনি কাজ করতে শুরু করেন। তিনি রাস্তায় পেন বিক্রি করতেন। জীবনে দীর্ঘ লড়াইয়ের সম্মুখীন হতে হয় তাকে। দীর্ঘ লড়ায়ের পর সফল হন।

BOMAN IRANI

আরো পড়ুন : ভারতের গর্ব, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন এই ৫ বলিউড সেলিব্রিটি

৮. বোম্যান ইরানি (Boman Irani) – জীবনের শুরুতে দীর্ঘ সংগ্রাম করতে হয়েছিল বোম্যান ইরানিকে। তিনি বলিউডের অভিনয় করার আগে দোকানে খাবার বিক্রি করতেন। এমনকী, এক সময় দ্য তাজ হোটেলের ওয়েটার হিসেবে কাজ করেছেন। তারপর তিনি ৪৪ বছর বয়সে প্রথম ব্রেক পেয়েছিলেন বোম্যান ইরানি।

আরো পড়ুন : রণবীর, ভিকি কেউ নন, ২০ বছর ধরে ক্যাটরিনার কাছের মানুষ শুধু এই একজন