স্ত্রী-সন্তান কেউ নেই, রতন টাটার ৩৫০০ কোটি টাকার সম্পত্তি পাবে এই মেয়ে

স্ত্রী-সন্তান কেউ নেই, রতন টাটার ৩৫০০ কোটি টাকার সম্পত্তি পাবে কে?

Ratan Tata Successor : শুধুমাত্র ভারতেই আটকে নেই টাটা গোষ্ঠী (Tata Group) -র সুনাম। দেশের গন্ডি পেরিয়ে গোটা বিশ্বেই জয়জয়কার টাটার। আর এই টাটা গ্রূপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা (Ratan Tata) তাকে চেনেন না এমন ভারতীয় রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি তার সহজসরল এবং অনাড়ম্বর জীবনযাপনের মাধ্যমে সবাইকে অবাক করে দেন। কিন্তু জানেন কী অবিবাহিত রতন টাটার কোম্পানির উত্তরাধিকারী কে? চলুন জেনে নিই ভবিষ্যতে কে সামলাবে এই সংস্থা।

রতন নাভাল টাটার জন্ম ১৯৩৭ সালে, গুজরাতের সুরাট শহরে। শৈশবটা সপরিবারে হইহই করে কাটলেও তার যখন দশ বছর বয়স, তখনই বিবাহ বিচ্ছেদ হয়েছিল তাঁর বাবা-মা, নাভাল এবং সুনি টাটা-র। তারপর থেকে তিনি ও তার ভাই বেড়ে উঠেছিলেন তাদের ঠাকুমার তত্ত্বাবধানে। এরপর পড়াশোনা শেষ করে ১৯৯১ সালে জেআরডি টাটার পর, টাটা গ্রুপের পঞ্চম চেয়ারম্যান হন রতন টাটা।

ratan tata

তিনি ব্যবসায়িক জীবনে প্রচুর সম্মান পেয়েছেন।পদ্মভূষণ, পদ্মবিভূষণ-এর মতো সম্মান। ব্যবসায়িক সাফল্যের জন্য জিতেছেন সিএনএন-আইবিএন ইন্ডিয়ান অফ দ্য ইয়ার খেতাব। কিন্তু, প্রেম বা বিয়ে – কোনওটাই আর করে ওঠা হয়নি। আসলে যুবক বয়সে লস অ্যাঞ্জেলেসে একটি কোম্পানিতে কাজ করার সময় তিনি এক তরুণীর প্রেমে পড়েন। এমনকি তখন তিনি সংসারী হওয়ার কথাও ভেবেছিলেন।

Who will be the heir of Ratan Tata?

তবে কিছুদিন পরেই রতন টাটার ঠাকুমা অসুস্থ হয়ে পড়ায় তিনি ভারতে ফেরেন। আর তখনই শুরু হয়ে যায় ১৯৬২ এর ভারত-চিন যুদ্ধ। ফলে ওই তরুণী আর ভারতে আসতে পারেননি। ইতি পড়ে রতন টাটার প্রেমের সম্পর্কেও। এরপর তিনি আর কোনোদিন বিয়েও করেনি। যার ফলে এখন অনেকেই ভাবেন ভবিষ্যতে টাটা গ্রুপের দায়িত্ব কে সামলাবে।

Leah Tata

Who will Takeover Tata Group After Ratan Tata?

আসলে টাটা বংশের এখন এমন উত্তরাধিকারী আছেন যারা টাটা গোষ্ঠীর দায়িত্ব নেওয়ার যোগ্য উপযুক্ত। আর এই নতুন প্রজন্মের অন্যতম হলেন লিয়া টাটা (Leah Tata)। তিনি হলেন রতন টাটার ভাই নোয়েল টাটার জ্যেষ্ঠ কন্যা। সম্পর্কে রতন টাটার ভাইঝি। লিয়ার বাবা-মা দু’জনেই সফল ব্যবসায়ী। এছাড়াও লিয়ারা তিন ভাইবোন। তার বোন মায়াও টাটাদের ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। লিয়ার এক ভাই রয়েছেন। তার নাম নেভিল টাটা।

রতন টাটার সম্পত্তি পাবে কে?

লিয়া স্পেনের বিজ়নেস স্কুল থেকে পড়াশোনা করেছেন। তারপর মাদ্রিদে আইই বিজ়নেস স্কুলে মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। এরপর পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে তিনি বিভিন্ন সংস্থায় কাজ শুরু করেন। এই সবের মধ্যেই ২০১০ সালে বিখ্যাত ফ্যাশন সংস্থা লুই ভিতোঁয় তিন মাসের ইন্টার্নশিপ করেন রতন টাটার ভাইঝি।

Leah Tata

এরপর গত ১০ বছরেl ধরে তিনি ভারতের হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। যদিও লুই ভিতোঁয় ইন্টার্নশিপের আগে ২০০৬ সালে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। ২০০৬ সালে তাজ হোটেলস রিসর্টস অ্যান্ড প্যালেসেসের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হিসাবে যোগ দেন লিয়া। পরে টাটা গোষ্ঠীর সঙ্গেও যুক্ত হন তিনি। টাটা মেডিক্যাল সেন্টার ট্রাস্টের একজন ট্রাস্টি হন লিয়া।

আরও পড়ুন : এই অভিনেত্রীর জন্যই বিয়ে করলেন না রতন টাটা, আজীবন রয়ে গেলেন অবিবাহিত

Leah Tata

আরও পড়ুন : ঘন্টায় কত টাকা আয় করেন রতন টাটা? শুনলে চমকে যাবেন আপনি

এমনকি টাটা অপর্চুনেটিজ় ফান্ডে কাজ করতেন লিয়ার বোন মায়া। এছাড়াও তাদের ভাই নেভিল টাটা টাটা গোষ্ঠীর রিটেল সংস্থা ট্রেন্টে কাজ করেন। তবে এদের তিন ভাই বোনদের কাওকেও সেই ভাবে লাইমলাইটে দেখা যায় না। তবে এই নতুন প্রজন্মের হাত ধরেই এগোচ্ছে টাটা গোষ্ঠী। বলতে গেলে তারা গোষ্ঠীর ভবিষ্যৎ প্রজন্ম তৈরি।

আরও পড়ুন : কোটি টাকা রোজগার হলেও খেতে পান না কিছুই! দেখুন রতন টাটার ফুড চার্ট