Anupam Roy First Wife: গত ২৭ নভেম্বর পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং পিয়া চক্রবর্তীর (Piya Chakraborty) বিয়ের খবর জানাজানি হতেই রীতিমতো শোরগোল পড়ে যায়। কটাক্ষের বন্যা বয়ে যায় এই নতুন জুটিকে উদ্দেশ্য করে। কিন্তু এই বিতর্কের মধ্যেই আরো একটি নাম উঠে এসেছিল, যিনি হলেন অনুপম রায় (Anupam Roy)। আপনি কি জানেন পিয়ার সঙ্গে বিয়ে হওয়ার আগে অনুপম ছিলেন বিবাহিত? যেখানে পিয়াকে বারবার অনুপমের প্রাক্তন বলা হচ্ছে, সেখানে খোদ অনুপমও ছিলেন কারোর প্রাক্তন।
পরমব্রত এবং পিয়ার বিয়েটা কার্যত কেউ মেনে নিতে পারেনি। পরমব্রত এমন একজন অ্যালিজাবেল ব্যাচেলার ছিলেন, যার বিয়ে নিয়ে ভীষণ উৎসুক ছিলেন দর্শকরা। কিন্তু অনুপমের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করে রাতারাতি হিরো থেকে ভিলেন হয়ে যান পরমব্রত। অভিনেতার পুরনো সমস্ত সম্পর্কের কথা সামনে উঠে আসে আর একবার। ছাড়া হয় না পিয়াকেও।
বিয়ের কথা জানাজানি হতেই পিয়া চক্রবর্তী হয়ে যান অনুপমের প্রাক্তন। এই সম্মোধনটি ছাড়া যেন আর কোনো পরিচয় নেই তার। প্রথমে কোন কথা না বললেও পিয়া সংবাদ মাধ্যমকে বলেন, আমি যদি কারোর প্রাক্তন হয়ে থাকি তাহলে পরমব্রত বা অনুপমও কারো প্রাক্তন। আমার যদি এটি দ্বিতীয় বিয়ে হয়ে থাকে তাহলে অনুপমেরও আমার সঙ্গে বিয়েটা ছিল তার দ্বিতীয় বিয়ে।
Anupam Roy First Wife
অনুপমের আগে একটি বিয়ে হয়েছিল তা অনেকেই জানেন না। অনুপম যখন বিখ্যাত হননি, তখনই তিনি বিয়ে করেছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে করতে তিনি প্রেমে পড়েছিলেন এক বান্ধবীর। পরে তাকেই তিনি বিয়ে করেন। বিয়ের পর সস্ত্রীক অনুপম চলে যান বেঙ্গালুরুতে। সেখানেই ঘর বাধেন তিনি। কিন্তু অচিরেই সেই বিয়ে ভেঙে যায়।
অনুপমের বিয়ে কেন ভেঙে গিয়েছিল বা অনুপমের প্রথম স্ত্রীর নাম কি তা কেউ কোনদিন জানতে পারেননি। তবে প্রথম বিয়ে ভেঙে যাওয়ার কিছু বছর পর অনুপম বিয়ে করেন পিয়াকে। দীর্ঘ ছয় বছর একে অপরের সঙ্গে সুখে সংসার করছিলেন তিনি। কিন্তু এবারেও ঘটনা বিপত্তি। পিয়ার সঙ্গে দূরত্ব তৈরি হয় অনুপমের। অচিরেই ভেঙে যায় সংসার। অনুপমের সঙ্গে বিচ্ছেদের দু বছরের মাথাতেই পিয়া পরমব্রতকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন : কাকে বিয়ে করছেন অনুপম রায়? কে এই প্রস্মিতা পাল?
আরও পড়ুন : অনুপম রায়ের সেরা ৮ টি গান, শুনলে আপনার চোখে জল আসবেই
ব্যক্তিগত সূত্র সমীকরণ সঠিক না হলেও পেশাগত দিক থেকে একসঙ্গেই কাজ করবেন পরমব্রত এবং অনুপম। সৃজিত মুখোপাধ্যায়ের আগামী সিনেমায় একসঙ্গে কাজ করতে দেখা যাবে পরম এবং অনুপমকে। দেখা যাবে পরমের প্রাক্তন প্রেমিকা স্বস্তিতাকে। আপাতত নিজেদের কাজ নিয়েই ভীষণ ব্যস্ত তারা।