Phulki Mega Serial Casting : জি বাংলা (Zee Bangla) চ্যানেলের মিঠাই (Mithai) সিরিয়ালটি এখন শেষের পথে। এই খবর তো দর্শকরা এতদিনে জেনে গিয়েছেন। কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে নতুন সিরিয়াল ‘ফুলকি’ (Phulki) -র প্রোমো। এরই মধ্যে এসে গিয়েছে দুটি প্রোমো ভিডিও। যেখান থেকে কাস্টিং এবং গল্প সম্পর্কেও কিছুটা আঁচ মিলেছে। সেই সঙ্গে দর্শকরা জেনেছেন নতুন এই সিরিয়ালের নায়িকা একজন নবাগতা।
আসন্ন এই সিরিয়ালটিতে নায়ক হিসেবে অভিনয় করবেন অভিষেক বসু (Abhishek Bose)। আর নায়িকা হিসেবে তার সঙ্গে থাকবেন দিব্যানী মন্ডল (Divyani Mondal)। এটাই তার প্রথম সিরিয়াল হতে চলেছে। কারণ এর আগে আর কোনও সিরিয়ালে তিনি অভিনয় করেননি। তিনি আসলে মডেলিংয়ের দুনিয়াতে বেশ পরিচিত মুখ।
এই সিরিয়ালের নায়িকা চরিত্রটিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক হাসাহাসি হয়েছে। কারণ প্রথম প্রোমো ভিডিওতে দেখানো হয়েছিল ফুলকি একটি হাঁপানি রোগী। তার উপর আবার সে বক্সার হতে চায়। বাস্তবে অভিনয় ছাড়া দিব্যানীর আসল পেশা এতদিন ছিল মডেলিং। তিনি সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকেন। তার প্রচুর ফ্যান ফলোয়ার্স আছে।
সিরিয়ালের নায়িকা হওয়ার পর নিঃসন্দেহে দিব্যানীর জনপ্রিয়তা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এমনিতেই মিঠাইকে সরিয়ে তার জায়গা নিতে আসছে ফুলকি। তাই সিরিয়ালটিকে নিয়ে এখন দর্শকদের মাঝে একটু বেশিই চর্চা চলছে। মিঠাইকে সরিয়ে টিআরপিতে দিব্যানীর নতুন সিরিয়াল কতটা জায়গা করে নিতে পারে সেটাই এখন দেখার।
তবে নায়িকা নতুন হলেও সিরিয়ালের অন্যান্য চরিত্রদের কিন্তু চেনেন দর্শকরা। প্রথমে অবশ্য শোনা গিয়েছিল সিরিয়ালের নায়ক হবেন সোমরাজ মাইতি। তবে দ্বিতীয় প্রোমো প্রকাশ্যে আসার পর দেখা গেল অভিষেক বসুকে নায়ক হিসেবে কাস্ট করা হয়েছে। তাকে এর আগে নেতাজি, গঙ্গারাম এবং আলতা ফড়িং সিরিয়ালে দেখেছেন দর্শকরা।
আরও পড়ুন : দুই বোনের একটাই বর, অন্বেষার নতুন সিরিয়ালের প্রোমো দেখে ট্রোলের বন্যা নেটপাড়ায়
ফুলকি এসে শুধু মিঠাইকে সরিয়ে দিচ্ছে তাই নয়, সেই সঙ্গে মিঠাইয়ের সেট থেকে শুরু করে পরিচালক, ক্যামেরাম্যানকেও দখল করে নিয়েছে। সেই সঙ্গে মিঠাই সিরিয়ালের বহু কাস্টকেও এখানে দেখতে পাবেন দর্শকরা। তাদের মধ্যে মিঠাইয়ের নায়ক আদৃত রায় (Adrit Roy) -র প্রেমিকা কৌশাম্বী চক্রবর্তী (Koushambi Chakraborty) -ও আছেন।
আরও পড়ুন : হয়ে গেল ‘মিঠাই’য়ের অন্তিম শুটিংয়ের ঘোষণা, অন্তিম সম্প্রচারের দিনক্ষণ জানালেন সৌমিতৃষা