Annwesha Hazra`s New Serial : অবশেষে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার হল অবসান। জি বাংলা (Zee Bangla) চ্যানেলের আমাদের এই পথ যদি না শেষ হয় ধারাবাহিক শেষ হওয়ার পর এবার স্টার জলসা (Star Jalsha) চ্যানেলের নতুন সিরিয়ালের হাত ধরে ফিরছেন অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra)। তবে তিনি একা নন, তার সঙ্গে সিরিয়ালের দ্বিতীয় লিড হয়ে আসছেন অমৃতা দেবনাথ (Amrita Debnath)।
অন্বেষা এবং অমৃতা, দুজনেই বাংলা সিরিয়ালের পরিচিত মুখ। নতুন এই ধারাবাহিকে অন্বেষা এবং অমৃতা দুই বোনের চরিত্রে অভিনয় করবেন। সদ্য স্টার জলসার তরফ থেকে শেয়ার করা হয়েছে ধারাবাহিকের প্রথম প্রোমো। যা দেখে গল্পের কিছুটা আন্দাজ পেয়েছেন দর্শকরা। নতুন এই ধারাবাহিকের নাম ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। এই ধারাবাহিক সন্ধ্যা এবং তারা নামের দুই বোনের গল্প বলবে।
অন্বেষার নাম সন্ধ্যা এবং অমৃতার নাম তারা। দুই বোন সবসময় একে অপরের ভাল চায়। সন্ধ্যা থাকে গ্রামে, তার বিধবা মায়ের সঙ্গে। সে নিজের হাতে ফসল ফলায়, দিনভর কঠোর পরিশ্রম করে পরিবারের অন্নসংস্থানের ব্যবস্থা করে। অন্যদিকে তারা থাকে শহরে। সে কলেজে পড়ে। কিন্তু ভাগ্যচক্রে তারা একই ব্যক্তিকে ভালবেসে ফেলে।
সন্ধ্যা এবং তারা তাদের ভালবাসার মানুষের কথা প্রথম দুজনে দুজনকেই জানাতে চায়। কিন্তু তারা যে একই মানুষকে ভালবেসেছে। সেটা না জেনেই মন্দিরে ভগবানের কাছে গিয়ে সন্ধ্যা তার বোনের জন্য প্রার্থনা করে, “আমার তারাকে তুমি রাজপুত্রের মত বর দিও।” অন্যদিকে তারাও সন্ধ্যার জন্য এমনই এক বর এনে দেওয়ার প্রার্থনা করে।
ঠিক তখনই মন্দিরের এক পুরোহিত তাদের হাত দেখে বলেন তাদের দুজনের মধ্যে যে স্বার্থপর হতে পারবে, সেই তার মনের মত বর পাবে। ঠিক সেই সময়ই হলুদ পাঞ্জাবি পরা নায়ক মন্দিরে ঢোকে। যার দিকে অপলক মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে সন্ধ্যা। তারা দিদিকে তার মনের মানুষের কথা বলতে গিয়েই তাকে দেখে আন্দাজ করে ফেলে দিদি আসলে তার ভালবাসার মানুষকে মন দিয়ে বসেছে।
আরও পড়ুন : হয়ে গেল ‘মিঠাই’য়ের অন্তিম শুটিংয়ের ঘোষণা, অন্তিম সম্প্রচারের দিনক্ষণ জানালেন সৌমিতৃষা
সত্যিটা জানতে পেরে কষ্টে ভেঙে যায় তারার মন। এদিকে বোনের মুখের দিকে তাকিয়ে সন্ধ্যাও বুঝতে পারে তাদের দুজনের মনের মানুষ এক। এখন প্রশ্ন হল সন্ধ্যা নাকি তারা, কে পাবে তার মনের মানুষকে? প্রোমো প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে নেটিজেনরা ‘একঘেয়ে গল্প’ নিয়ে বিরক্তি প্রকাশ করতে শুরু করেছেন। তাদের মনে হচ্ছে এই সিরিয়ালটিও আর পাঁচটা সিরিয়ালের মত এক নায়ককে নিয়ে দুই নায়িকার কামড়াকামড়ির গল্পে পরিণত হবে।
আরও পড়ুন : নতুন সিরিয়ালের হাত ধরে পর্দায় ফিরছেন রূকমা রায়, বিপরীতে নায়ক কে জানেন?