বাস্তবে কার সঙ্গে প্রেম করছেন অভিষেক কন্যা? ‘অনুরাগের ছোঁয়া’র রূপার মনের মানুষ কে?

বাবা টলিউডের নামী অভিনেতা। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই বাবার দেখানো পথেই পা বাড়িয়েছেন অভিষেক চ্যাটার্জীর একমাত্র মেয়ে সাইনা চ্যাটার্জী। বর্তমানে স্টার জলসার অনুরাগের ছোঁয়া সিরিয়ালে রূপার ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। সিরিয়ালের রূপা খুবই শান্ত প্রকৃতির মেয়ে। সদ্য সদ্য প্রেমে পড়েছে সে। বাস্তবে সাইনা কেমন? রূপার মত তার জীবনেও কি নতুন মানুষের আগমন হয়েছে?

অভিজিৎ চ্যাটার্জি এবং সংযুক্তা ব্যানার্জীর একমাত্র মেয়ে সাইনা ওরফে ডল বর্তমানে বাংলা সিরিয়ালের দর্শকদের চোখের মণি। বাবার মৃত্যুর পরপরই অভিনয় দুনিয়াতে পা রেখেছে সে। বাবার অকাল মৃত্যুর পর মাকে সামলে রেখেছে সে। মা এবং মেয়ে একে অপরের সবথেকে বড় বন্ধু এখন। দুজনে মিলে সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন ধুমধাম করে। টিভির পর্দায় মেয়েকে প্রেম করতে দেখছেন সংযুক্তা। মেয়ের বাস্তব জীবন নিয়ে মুখ খুললেন তিনি সংবাদ মাধ্যমের কাছে।

Who Is Saina Chatterjee`s Real Boy Friend

মেয়ে ক্যামেরার সামনে প্রেম করছে এটা দেখে কেমন লাগছে জানতে চাওয়া হয়েছিল সংযুক্তার কাছে। এর উত্তরে তিনি বলেন, “আমার তো বেশ মিষ্টি লেগেছে। আমার নিজের টিন এজের কথা মাথায় আসছিল দেখে। নস্টালজিক।” তবে এ তো গেল সিরিয়ালের কথা। বাস্তবে সত্যিই ডলের জীবনে কেউ এসেছেন কিনা জানতে চাওয়া হতেই অভিষেক কন্যা জানিয়ে দেন আদতে তেমন কাউকেই তিনি পাননি এখনও। তবে মনের মানুষ এলে তিনি সবার আগে মাকেই জানাবেন তার খবর। কারণ মাই যে তার না সবথেকে বড় বন্ধু।

আরও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন শত্রু সিনেমার মাস্টার তাপু? দেখুন এখন কেমন দেখতে হয়েছে তাকে

Who Is Saina Chatterjee`s Real Boy Friend

আরও পড়ুন : ‘ছিঃ ছিঃ ননী ছিঃ’ ভাইরাল গানের নায়ক আসলে কে? এখন তিনি কী করছেন?

মেয়েকে অভিনয় করতে দেখে সংযুক্তা খুবই গর্বিত। মেয়ের এই অভিনয়গুণ অভিষেকের থেকেই পাওয়া বলে বিশ্বাস করেন তিনি। প্রথম দিন শুটিং ফ্লোরে গিয়েই যেভাবে ডায়লগ বলেছিলেন সাইনা তাতে সংযুক্তার মনে হয়েছিল অভিষেক যেন নিজের হাতে মেয়ের কেরিয়ার গুছিয়ে দিচ্ছেন। অভিষেক না ফেরার দেশে চলে গেলেও তাদের মধ্যেই রয়েছেন, এমনটাই আজও বিশ্বাস করেন তার স্ত্রী এবং কন্যা। ডল চেয়েছিলেন অভিনয় করতে। সংযুক্তাও মেয়ের ইচ্ছেকে সম্মান দিয়েছেন।