শত্রু সিনেমার মাস্টার তাপুকে নিশ্চয়ই ভুলে যাননি আপনি? ৯০ এর দশকের বাংলা সিনেমাতে যত শিশু শিল্পীর আবির্ভাব হয়েছিল, তাদের মধ্যে মাস্টার তাপু অন্যতম জনপ্রিয় এক অভিনেতা ছিলেন। শুধু শত্রু নয়, আরও অসংখ্য সুপারহিট বাংলা সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। তার অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে প্রত্যেকবার। এখন কিন্তু সেই ছোট্ট তাপু আর ছোট নেই। অনেক বড় হয়ে গিয়েছে সে। এখন কেমন দেখতে হয়েছে তাপুকে? কোথায় কী করছেন তিনি? জানাবো আপনাদের।
মাস্টার তাপুর আসল নাম শুভজিৎ দে। ৯০ এর দশকের টলিউড কাঁপাতেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, তাপস পাল, চিরঞ্জিত চক্রবর্তী, রঞ্জিত মল্লিকদের মত তারকারা। মাস্টার তাপুর টলিউডে আগমন হয়েছিল ঠিক সেই সময়েই। ছোট্ট তাপু টলিউডের তাবড় তাবড় তারকাদের সঙ্গে কাজ করেছিলেন। তুখর অভিনয়ে তিনি দর্শকদের মন জয় করেছিলেন। পর্দায় তাকে কাঁদতে দেখলে দর্শকদের চোখেও জল চলে আসতো। দর্শকরা ভেবেছিলেন বড় হয়ে এই ছেলে অনেক বড় নায়ক হবে। কিন্তু বড় হওয়ার পর আর মাস্টার তাপুকে সিনেমার পর্দায় পাওয়া যায়নি কখনো।
শত্রু সিনেমাতে ছোট্টুর ভূমিকাতে অভিনয় করেছিলেন শুভজিৎ। সেটাই ছিল তার প্রথম সিনেমা। সেই সময় টলিউডে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে মাস্টার তাপু। বিশেষ করে শত্রু সিনেমাতে তার ‘‘পুলিশ এই পুলিশ’’ ডায়লগটি ভীষণ জনপ্রিয় হয়েছিল। শুভজিতের বাবা নৃপেন দে টলিউডের একজন প্রযোজক ছিলেন। শত্রু সিনেমার পরিচালক অঞ্জন চৌধুরী তার সিনেমার জন্য সেই সময় শিশু শিল্পী হিসেবে কোনও নতুন মুখ খুঁজছিলেন। তাপুকে তার খুব পছন্দ হয়। তিনি তাকেই ছোট্টুর চরিত্রে কাস্ট করেন। বাকিটা ইতিহাস হয়ে যায়।
শত্রু সিনেমা থেকে জনপ্রিয়তা পাওয়ার পর একে একে তাপু ওরফে শুভজিৎ একান্ত আপন, আশা ভালবাসা, প্রতিকারের মত সিনেমাতেও অভিনয় করেন। পাশাপাশি পড়াশোনাও করছিলেন তিনি। ফিল্মলাইনের দিকেই তার আগ্রহ ছিল বরাবর। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি ফিল্ম স্টাডিজের উপর পড়াশোনা করেন। কিন্তু বড় হয়ে আর ক্যামেরার সামনে আসেননি তিনি। তাপুর বয়স এখন ৪৭ বছর। শিশু শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও হিরো হয়ে কখনো আর ফিরে আসেননি শুভজিৎ।
আরও পড়ুন : ২০ বছরে বদলে গেছে চেহারা! বলিউডের শিশুশিল্পীরা আজ কেমন দেখতে হয়েছে দেখুন
আরও পড়ুন : বাংলা সিরিয়ালের খুদে আর্টিস্টরা আসলে কে, রইল তাদের আসল পরিচয়
বড় হয়ে শুভজিৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। ফিল্ম লাইনের প্রতি তার আগ্রহ কমতে থাকে। শোনা যায় মাঝে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেন শুভজিৎ। তবে এখন অবশ্য তিনি সুস্থ আছেন। কিন্তু এখন আর কোনওভাবেই তিনি ক্যামেরার সামনে আসতে চান না। বর্তমানে কলকাতার বাইপাসের ধারেই থাকেন তাপু। ভিড়ের মাঝে তাকে দেখলে দর্শকরা এখন আর তাকে চিনতেই পারেন না।।