‘চুটকি’ প্যাকেটের ছবিতে এই মেয়েটি আসলে কে?

ইদানিং মাউথ ফ্রেশনারের নানা ব্র্যান্ড রয়েছে ভারতবর্ষে। দোকানে একটু খোঁজ করলেই হরেক রকম কোম্পানির মাউথ ফ্রেশনার পাওয়া যাবে। তবে গত ৫০ বছর ধরে যে মাউথ ফ্রেশনারটি ব্যবহার করে আসছেন ভারতের মানুষ সেই কোম্পানির নাম ‘চুটকি’। নীল রঙের প্যাকেটের গায়ে সুন্দরী এক মেয়ের মুখের ছবি ছাপা রয়েছে। জানেন কি এই প্যাকেটে যে মেয়েটির ছবি দেখা যায় তিনি আসলে কে?

১৯৭০ সালে ‘চুটকি’ ব্র্যান্ড বাজারে এসেছিল। বিগত ৫০ বছর ধরে এই কোম্পানির জনপ্রিয়তা ধীরে ধীরে বেড়েছে। বিগত দিনগুলোতে প্যাকেটের দাম বাড়লেও কিন্তু এর প্যাকেজিং বদলায়নি। আজও ‘চুটকি’র প্যাকেটে সুন্দরী সেই মডেলের ছবি দেখা যায়। তিনি আর কেউ নন, অনিতা ডামেলো। কে ছিলেন অনিতা ডামেলো? কীভাবে তিনি হয়ে উঠলেন ‘চুটকি’ ব্র্যান্ডের মুখ?

CHUTKI

অনিতা মডেলিং দিয়েই তার কেরিয়ার শুরু করেন। ১৯৬৮ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতাতে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু প্রথম ২০ জনের মধ্যে তার জায়গা হয়নি। কেরিয়ারে প্রচুর স্ট্রাগল করতে হচ্ছিল তাকে। অভিনয় দুনিয়াতেও পা রাখার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু মডেলিং বা অভিনয়ে কাঙ্খিত সাফল্য তার হাতে আসছিল না।

অনিতা সেই সময় ছোটখাটো মডেলিং করতেন। সেই সঙ্গে বিভিন্ন বিজ্ঞাপনের মুখ হতেন। বিভিন্ন ফটোশুটে অংশ নিতেন। সেই সঙ্গে অডিশন দিতেন। এভাবে অডিশন দিতে দিতেই ‘চুটকি’ এর জন্য তার মুখ বেছে নেওয়া হয়। আর এটাই কার্যত তার কেরিয়ারের সবথেকে বড় ব্রেক ছিল। এর আগে পর্যন্ত অনিতাকে তেমন চিনতেন না কেউ। কিন্তু এবার থেকে তাকে সকলে ‘চুটকি গার্ল’ হিসেবে চিনতে শুরু করেন।

আরও পড়ুন : ‘পার্লে জি’ বিস্কুটের প্যাকেটে ছোট্ট মেয়েটি আসলে কে, রইল তার পরিচয়

আরও পড়ুন : রাবণের স্ত্রী হতে নিলেন চড়া পারিশ্রমিক, ‘আদিপুরুষে’র মন্দোদরী আসলে কে জানেন?

‘চুটকি গার্ল’ এরপর অবশ্য আর তেমন উল্লেখযোগ্য কাজ করেননি মডেলিং দুনিয়াতে। তিনি ব্রাজিলের একজন NRI -কে বিয়ে করে নেন। তারপর স্বামীর সঙ্গে ভারত ছেড়ে ব্রাজিলে চলে যান। অনিতা ডামেলো ব্রাজিলেই বসবাস করতেন এরপর। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, ৫০ বছর আগের সেই ‘চুটকি গার্ল’ এর মৃত্যু হয়েছে এরই মধ্যে।