কোথায় হারিয়ে গেলেন মিঠু মুখার্জী? বয়সের ভারে জীর্ণ অভিনেত্রী কীভাবে কাটাচ্ছেন দিন

Where Is Veteran Tollywood Actress Mithu Mukherjee Now : জনপ্রিয়তার শীর্ষে উঠেও কোথায় হারিয়ে গেলেন মিঠু মুখোপাধ্যায়

টলিউড (Tollywood) -র এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন মিঠু মুখোপাধ্যায় (Mithu Mukherjee)৷ মর্জিনা আবদুল্লা সিনেমায় মর্জিনা চরিত্রে তার অভিনয় হোক বা মৌচাক ছবিতে তার সেই ‘বেশ করেছি প্রেম করেছি গান’ কোনও দিনই ভুলতে পারবেন না বাংলার দর্শক৷ কিন্তু তিনি অনেকদিন সিনেমা জগৎ থেকে দূরে আছেন। চলুন জেনে নিই এখন তিনি কোথায় আছেন।

১৯৭১ সালে চিত্ত বোসের সিনেমা ‘শেষ পর্ব’ দিয়ে বিনোদন দুনিয়ায় পা রেখেছিলেন মিঠু। তবে সেই ছবিতে তেমন জনপ্রিয়তা পাননি তিনি। ১৯৭৩ সালে রিলিজ হওয়া ‘মর্জিনা আবদুল্লাহ’র হাত ধরে জনপ্রিয়তা পাওয়া শুরু করেন মিঠু। এরপর ‘মৌচাক’ থেকে শুরু করে ‘স্বয়ংসিদ্ধা’ মিঠু অভিনয় করেছেন একাধিক সুপারহিট ছবিতে।

Mithu Mukherjee

তবে ‘মৌচাক’ ও ‘স্বয়ংসিদ্ধা’-র মাধ্যমে জন্ম হল এক নতুন জুটির, রঞ্জিত মল্লিক ও মিঠুর জুটি। দর্শকদের কাছে এই জুটিতে ছিল আধুনিকতার ছোঁয়া। রঞ্জিত মল্লিকের বিপরীতে মিঠুর জুটিটা সবথেকে বেশি পছন্দ করতেন দর্শকরা। এরপরেই বলিউডে পাড়ি দেন এই অভিনেত্রী। ১৯৭৬ সালে ‘খান দোস্ত’ ছবিতে প্রথমেই নায়িকা হিসেবে বলিউড তাকে সুযোগ দিয়েছিল।

তবে এই ছবিটা সেভাবে সফল হয়নি। তাই তারপরের বেশ কিছু হিন্দি ছবিতে তাকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে হয়েছিল। সেখানেও হিট ছিলেন মিঠু। ‘সফেদ ঝুট’, ‘দিল্লাগি’র মতো জনপ্রিয় সিনেমায় দেখা গিয়েছিল তাকে। তবে বলিউডে বেশ কিছু সময় কাজ করার ফের টলিউডে ফিরে আসেন মিঠু। টলিউডে মিঠুর দ্বিতীয় ইনিংসের সবচেয়ে জনপ্রিয় ছবি ছিল ‘আশ্রিতা’।

Mithu Mukherjee

তবে এই ছবির পর থেকে আর পর্দায় দেখাই যায়নি এই প্রতিভাবান অভিনেত্রীকে। মাত্র ৩৫ বছর বয়েসে খ্যাতি ও জনপ্রিয়তার মধ্যগগনে থাকতে থাকতেই ছেড়ে দেন অভিনয়। একদিকে টলিউডে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিকের তিনিই ছিলেন নায়িকা, অন্যদিকে আবার বলিউডেও তার বেশ সুনাম ছিল। তিনি অভিনয় করেছিলেন রাজ কাপুর, শত্রুঘ্ন সিনহাদের সঙ্গে।

আরও পড়ুন : উত্তম কুমারের সঙ্গে বিয়ে হয়েছিল সাবিত্রীর? কেন আজীবন একা থেকে গেলেন অভিনেত্রী

Mithu Mukherjee

আরও পড়ুন : কেমন আছেন ‘পথের পাঁচালী’র সেই ছোট্ট দুর্গা? এখন কোথায় কীভাবে কাটছে তার দিন?

তারপরেও একটা সময় পর তিনি অভিনয় ছেড়ে দিলেন। তিনি আসলে ‘আশ্রিতা’ ছবির পরিচালক চন্দ্র ব্যারোটকে বিয়ে করেন। আশ্রিতা ছবির শুটিং করতে গিয়ে তিনি পরিচালকের প্রেমে পড়েন। তারপর তিনি চলে যান মুম্বাইতে। এখন মুম্বাইতে সংসার পেতে সুখেই দিন কাটাচ্ছেন মিঠু মুখোপাধ্যায়। তবে সেই মিঠু মুখোপাধ্যায়কে হয়ত আজও পর্দায় মিস করেন তার গুণমুগ্ধরা।