কেমন আছেন ‘পথের পাঁচালী’র সেই ছোট্ট দুর্গা? এখন কোথায় কীভাবে কাটছে তার দিন?

‘পথের পাঁচালী’র ছোট্ট দুর্গা আজ কোথায়? এখন কিভাবে কাটছে তার দিন

সত্যজিৎ রায় (Satyajit Ray) পরিচালিত ‘পথের পাঁচালী’ (Pather Panchali) বাংলা সিনেমার ইতিহাসে কাল্ট ছবি হয়ে থাকবে আজীবন। এই ছবি বাংলা সিনেমায় প্রথমবার অস্কার এনে দিয়েছিল। শিল্পীর চোখে পথের পাঁচালী একটি কালজয়ী সিনেমা। গোটা বিশ্বের নজরে পথের পাঁচালী আজও সমাদৃত। এই ছবির নায়ক-নায়িকা অপু এবং দুর্গা, ছোট্ট দুই অভিনেতাকে আজও ভুলতে পারেননি দর্শকরা।

অপু এবং দুর্গার মাধ্যমে গ্রামবাংলার দুই ভাই-বোনের সম্পর্ক চিত্রিত হয়েছিল ছবিতে। এই দুই ভাই-বোনের সঙ্গে হেসেছেন দর্শকরা, তাদের দুঃখে চোখে জল এসে গিয়েছে অজান্তেই। ‘পথের পাঁচালী’ সিনেমার সেই ছোট্ট দুর্গা আজ কোথায় কেমন আছেন জানেন? জেনে নিন সেদিনের সেই শিশু শিল্পী উমা দাশগুপ্ত (Uma Dashgupta) -র বর্তমান অবস্থা।

PATHER PANCHALI DURGA UMA DASHGUPTA

দুর্গা চরিত্রটিতে অভিনয় করেছিলেন উমা দাশগুপ্ত। অপু এবং দুর্গার চরিত্রের অনুপাতে দুই শিশুশিল্পীকে খুঁজতে বেশ বেগ পেতে হয়েছিল পরিচালককে। আসলে ‘সর্বজয়া’ অভিনেত্রী করুণা বন্দ্যোপাধ্যায়ের চেহারার সঙ্গে দুর্গার চেহারার অনেক মিল পাওয়া গিয়েছিল। সেই কারণে উমাকে বেছে নিয়েছিলেন সত্যজিৎ রায়।

যদিও উমাদেবীর পরিবারের কেউ চাননি মেয়ে অভিনেত্রী হোক। উমাদেবীর বাবা ছিলেন অভিনয়ের ঘোর বিরোধী। তবে সত্যজিৎ রায়ের সিনেমা বলেই তখন মেয়েকে ছাড় দিয়েছিলেন তিনি। একটি মাত্র সিনেমার পর উমাদেবীকে কখনও আর কোনও সিনেমাতে অভিনয় করতে দেখা যায়নি।

PATHER PANCHALI DURGA UMA DASHGUPTA

শোনা যায় সত্যজিৎ রায়ের সিনেমাতে অভিনয় করার জন্য নাকি একটি টাকাও পারিশ্রমিক নেননি উমা। আজ ছোট্ট উমা বয়সের ভারে জীর্ণ। মাঝে বেশ কিছু সংবাদমাধ্যম তার মৃত্যুর ভুয়ো খবর রটিয়ে দেয়। এতে ভীষণ অসন্তুষ্ট হয়েছিলেন অভিনেত্রী। এই ভুয়ো মৃত্যুর খবরে হইচই পড়ে গিয়েছিল বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে।

UMA DASHGUPTA PATHER PANCHALI DURGA

আরও পড়ুন : এই একটিই কারণে সত্যজিৎ রায়ের সঙ্গে কখনও কাজ করেননি সুচিত্রা সেন

পরে আবার সত্যজিতের পথের পাঁচালী অবলম্বনে অনীক দত্তের ‘অপরাজিত’ সিনেমা বের হলে তাতেও উমাকে নিয়ে কিছু তথ্য বিকৃত করা হয়েছিল। এতে অসন্তুষ্ট হয়েছিলেন অভিনেত্রী। তথ্য বিকৃত করার জন্য তিনি মুখ খুলেছিলেন। কিন্তু পরে অবশ্য সব মিটমাট হয়ে যায়।

আরও পড়ুন : বিশ্বের দরবারে বাংলার মুখ উজ্জ্বল করেছে সত্যজিৎ রায়ের এই ৮ সিনেমা