প্রথম দিনেই ১০০ কোটি পার? ‘জওয়ান’র উপার্জনে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ

Jawan Box Office Collection : পাঠান তো বাচ্চা! ‘জওয়ানে’র প্রথম দিনের কালেকশনে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ

শাহরুখকে ছাপিয়ে গেলেন শাহরুখ নিজেই। চার বছর পর এই বছর শুরুতেই পাঠানের মধ্যে দিয়ে বলিউড  (Bollywood) -এ কামব্যাক করেছিল শাহরুখ খান (Shah Rukh Khan)। পাঠান (Pathaan) বক্স অফিসে সবথেকে বেশি আয় করা ছবি ছিলো। আর এবার ‘পাঠান’কে মাত করে মুক্তির প্রথম দিনেই নতুন রেকর্ড গড়লো ‘জওয়ান’(Jawan)। বক্স অফিসের সমস্ত রেকর্ড তছনছ করে মুক্তির প্রথম দিনেই হিন্দি ছবি হিসেবে সবচেয়ে বেশি আয় করলো ‘জওয়ান’।

জওয়ান’ অ্যাটলি পরিচালিত একটি অ্যাকশন থ্রিলার। এই ছবিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, দীপিকা পাড়ুকোন, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার এবং রিধি ডোগরা। এটি প্রযোজনা করেছে শাহরুখ এবং গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।বৃহস্পতিবার জন্মাষ্টমীর ছুটিতে মুক্তি পেয়েছে এই ছবি।

JAWAN

অ্যাটলির অ্যাকশন ড্রামা ‘জওয়ান’ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন শাহরুখ অনুগামীরা। ইতিমধ্যেই জওয়ান প্রথম দিনেই ভেঙে দিয়েছে সব রেকর্ড। বৃহস্পতিবার হলে আসে এই সিনেমা। আর আসতেই হিট। ভোর ৪-৫টা থেকে হলে থিকথিকে ভিড় জমতে শুরু করে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য। আপাতত শাহরুখ খানের এই সিনেমার দখলেই রয়েছে সবচেয়ে হিন্দি সিনেমার বড় ওপেনিং-এর খেতাব।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ প্রথম দিনে ৫৭ কোটি টাকা করে হিন্দি ছবির ইতিহাসে নজির গড়েছিল ।দ্বিতীয় দিনে ‘পাঠান’-এর বক্স অফিস ব্যবসার অঙ্ক ছুঁয়েছিল ৭০ কোটির গন্ডি। এদিকে জওয়ান সব রেকর্ড ভেঙে প্রথম দিনেই আয় করলো ৮৫ কোটি টাকা।প্রাথমিক রিপোর্ট বলছে ‘জওয়ান’ প্রথম দিনে ভারতে সমস্ত ভাষার মিলিয়ে মোট ৭৫ কোটি নেট উপার্জন করেছে।

JAWAN

ছবিটির হিন্দিতে উপার্জন ৬৫ কোটি, তামিলে ৫ কোটি, তেলেগুতেও ৫ কোটি । অর্থাৎ পাঠানের থেকে ২৮ কোটি টাকা বেশি উপার্জন করলো জওয়ান। তবে এখনও শুক্র-শনি আর রবির রিপোর্ট আসা বাকি। প্রাথমিক অনুমান, শুক্রবারে আয় কিছুটা কমলেও শনি আর রবিতে লাফিয়ে লাফিয়ে বাড়বে শাহরুখের ছবির টিকিট বিক্রি। আপাতত সপ্তাহ দুয়েক বেশিরভাগ হলের বেশিরভাগ শো থাকবে কিং খানের দখলে।

JAWAN

আরও পড়ুন : শাহরুখের চেয়ে ১৯ বছরের ছোট! ‘জওয়ানে’র মা আসলে কে? রইল পরিচয়

অন্যদিকে, জওয়ান’ দিয়ে কিন্তু ইতিমধ্যেই শাহরুখ মন জয় করে নিয়েছেন তার ভক্তদের।‘জওয়ান’ সমাজের ভুল সংশোধনের জন্য মাথা তোলা একজন ব্যক্তির গল্প। হল ফেরত দর্শকরা বলছেন এটা মোটেই মাথা মুন্ডুহীন মারপিটের ছবি নয়। বরং এই সিনেমার রয়েছে, একটি বিশেষ রাজনৈতিক বার্তা। যা অন্য নেতারা সাহাস পাননি, তাই করে দেখিয়েছেন শাহরুখ খান।

আরও পড়ুন : শাহরুখের চেয়ে ১৯ বছরের ছোট! ‘জওয়ানে’র মা আসলে কে? রইল পরিচয়