বলিউড (Bollywood) এমন অনেক অভিনেতা অভিনেত্রী আছে যারা এই জগতে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেনি। সময়ের সঙ্গে সঙ্গে তারাও এই রঙিন জগৎ থেকে হারিয়ে গেছে। আর তাদের মধ্যে একজন হলেন পল পল দিল কে পাস (Pal Pal Dil Ke Paas) -র অভিনেত্রী শাহের বাম্বা (Sahher Bambba)। চলুন জেনে নিই সেই অভিনেত্রী এখন কি করছেন।
শাহেরের জন্ম ১৯৯৯ সালে হিমাচল প্রদেশে। তিনি তার বাবা-মা এবং দিদির সঙ্গে থাকতেন। পরে শিমলা ছেড়ে পরিবার-সহ মুম্বইয়ে চলে যান। আর তারপরেই তিনি অভিশন দিয়ে বলিউডে অভিনয় করার সুযোগ পেয়ে যান। ২০১৯ সালে ‘পল পল দিল কে পাস’ ছবির মাধ্যমেই অভিনয়ে হাতেখড়ি হয় শাহেরের। এই ছবিতে তিনি সানি দেওল (Sunny Deol) -র কনিষ্ঠ পুত্র কর্ণ দেওল (Karan Deol) -র বিপরীতে অভিনয় করেছিলেন।
‘পল পল দিল কে পাস’ এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন সানি দেওল। আর এই ছবির জন্য নতুন নায়িকার মুখ খুঁজছিলেন তিনি। আর তাই এই ছবিতে অভিনয় করার প্রথম অফার যায় সারার কাছে। কিন্তু তাতে রাজি হননি সারার মা বলি অভিনেত্রী অমৃতা সিংহ। কারণ ১৯৮৩ সালে ‘বেতাব’ ছবির মাধ্যমে বলিপাড়ায় অভিনয় শুরু করেছিলেন সানি। একই সময়ে সানির সঙ্গে কেরিয়ার শুরু করেন বলি অভিনেত্রী অমৃতা সিংহ। আর তখনই নাকি সম্পর্কে জড়িয়ে গিয়েছিলেন অমৃতা এবং সানি। কিন্তু সানি তখন বিবাহিত থাকায় সে সম্পর্ক পরিণতি পায়নি।
এদিকে অমৃতা সিংহ না করে দেওয়ার পর এই ছবির অফার যায় শাহের বাম্বার কাছে। কিন্তু তিনি এই ছবিতে সফল ভাবে অভিনয় করলেও তিনি সেভাবে আর কোনো ছবিতে অভিনয় করার সুযোগ পাননি। বড়পর্দায় অভিনয় করার পর তাকে প্রায় দুই বছর কোথাও দেখা যায়নি। তবে একাধিক ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন তিনি।
যেমন ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিল বেকারার’ নামে একটি ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা যায় শাহেরকে। এছাড়াও ওই একই বছর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘দ্য এম্পায়ার’ নামের ওয়েব সিরিজেও তিনি অভিনয় করেছিলেন। তারপর অভিনেত্রীর অনুজা চৌহানের লেখা ‘দোস প্রাইসি ঠাকুর গার্লস’ বইয়ের উপর ভিত্তি করে একই নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করার কথা ছিল। কিন্তু সেটা শেষ পযন্ত মুক্তি পায়নি।
আসলে অভিনেত্রীর মতে, তিনি কাজের অভাবে যে কোনও ছবি বা ওয়েব সিরিজ়ে অভিনয় করতে রাজি নন। তিনি একবার জানিয়েছেন, ‘‘আমি ভাল চিত্রনাট্যের জন্য অপেক্ষা করি। কাজ কম হোক, তাতে আপত্তি নেই। থ্রিলার থেকে শুরু করে কমেডি, রোম্যান্টিক কত ছবির প্রস্তাব এসেছিল। সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।’’
আরও পড়ুন : নাম পাল্টে ফেলে হয়েছেন সুপারস্টার, কাপুর পরিবারের সুপারস্টারদের আসল নামগুলো জানেন?
তবে এখন সমাজমাধ্যমে যথেষ্ট সক্রিয় শাহের। ইতিমধ্যে তার অনুরাগীর সংখ্যা আড়াই লক্ষতে পৌঁছে গেছে। তবে তাকে কেনো আর বলিউড বা ওয়েব সিরিজে দেখা যায় না, সেই কারণ এখনও স্পষ্ট নয়।আর তিনি আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণাও করেনি। তবে সবার মনে এখন প্রশ্ন প্রচারে থাকতে চান না বলেই কি বলিপাড়া থেকে দূরত্ব তৈরি করে ফেলেছেন শাহের? না কি বার বার কাজের সুযোগ হাতছাড়া করতে করতে এখন আর কাজই পাচ্ছেন না অভিনেত্রী?
আরও পড়ুন : জি বাংলা ছেড়ে সোজা স্টার জলসা! নামমাত্র বেতনে সিরিয়ালে কাজ নিলেন মিঠুন চক্রবর্তী