Master Rintu Now : ৯০ দশকের বাংলা সিনেমা বলতে দর্শকেরা পারিবারিক ড্রামা, অ্যাকশনে ভরপুর দৃশ্যে ভরপুর কর্মাশিয়াল সিনেমাকেই বুঝত। সেই সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), তাপস পাল (Tapas Paul), রঞ্জিত মল্লিক (Ranjit Mallick), এবং অন্যান্যদের নিয়েই চলেছে টলিউড (Tollywood)। তবে এইসব জনপ্রিয় তারকাদের মাঝেই কিছু শিশুশিল্পী নিজেদের উজ্জ্বল উপস্থিতি দিয়ে বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছে। এদের মধ্যে অন্যতম মাস্টার রিন্টু (Master Rintu)। চলুন জেনে নিই এখন তিনি কি করছেন।
Master Rintu Movies
মাস্টার রিন্টু প্রথম যে ছবিতে অভিনয় করেন সেটা হল, ‘তুমি কত সুন্দর’। কিন্তু এই ছবিটি তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি নয়, তার প্রথম মুক্তি প্রাপ্ত ছবি ‘গুরুদক্ষিণা’। তারপর একে একে ৩০০ টি ছবিতে অভিনয় করেছেন। তিনি শিশু শিল্পী হিসেবে দর্শকের মন জয় করে নিয়েছিলেন। তার সিনেমার ঝুলিতে পথ ও প্রাসাদ, শত্রু, মঙ্গলদীপ, গুরুদক্ষিণা, সজনী গো সজনী, এইসব বিখ্যাত বিখ্যাত ছবি রয়েছে।
১৯৯৫ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত তাকে শিশু অভিনেতা হিসেবে দেখা গেছে। কখনও সে প্রসেনজিৎ চ্যাটার্জির ছেলেবেলা, কখনও আবার তাপস পালের ভাইপো। কিন্তু সেই অভিনেতা বড় হওয়ার পর তাকে আর কোথাও দেখা যায়নি। কিন্তু তারই সমসাময়িক শিশু অভিনেতা সোহম চক্রবর্তী আজ টলিউডের একজন জনপ্রিয় অভিনেতা। কিন্তু মাস্টার রিন্টু! সে কোথায়? আসুন জেনে নিই তার সম্পর্কে।
আসলে ইন্ডাস্ট্রি থেকে একপ্রকার উধাও হয়ে গিয়েছেন রিন্টু। কারণ নায়কের বন্ধুর চরিত্রে অভিনয়ের সুযোগও তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। নবাগত নায়কের তুলনায় নায়কের বন্ধু বেশি ভালো অভিনয় করলে ফিল্ম হিট হবে তাই নায়কের পার্শ্বচরিত্রে অভিনয় করার জন্যও ডিরেক্টররা তাকে নিতে ভয় পেত।
Master Rintu Original Name
মাস্টার রিন্টুর কিন্তু আসল নাম হল সজল দে। করোনার সময় রিন্টুর সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। কিন্তু সেই সময় কেউ খোঁজ অবধি নেয়নি তার। এমনকি খাবারের সামগ্রী জোগাড় করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছিল। কারণ তার কাছে অভিনয়ের সেরকম সুযোগ আসছিল না। তাই বাধ্য হয়ে তিনি একটি বেসরকারি সংস্থায় চাকরি করতে শুরু করলেন।
আরও পড়ুন : ৮ বছরে সম্পূর্ণ বদলেছে চেহারা, ‘বজরঙ্গি ভাইজানে’র ছোট্ট মুন্নি এখন কত সুন্দরী হয়েছে দেখুন
তবে তার ইচ্ছা ছিল, একটা অভিনয়ের স্কুল খোলার। যেখানে তিনি বিনামূল্যে অভিনয় শেখাবেন। তবে বর্তমানে তার সেই ইচ্ছেটা পূরণ হয়েছে। বর্তমানে তিনি একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে বিনামূল্যে ছোটো, বড় সবাইকেই অভিনয় শেখাচ্ছেন। রিন্টুর স্বপ্ন সে না পারলেও তার ছাত্র-ছাত্রীরা যেন বড় শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। মাস্টার রিন্টুর এই উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন অনেকেই।
আরও পড়ুন : কোথায় হারিয়ে গেল ‘কাল হো না হো’র ছোট্ট জিয়া? দেখুন এখন কত সুন্দরী হয়েছে সে