পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভারতীয়দের মধ্যে অন্যতম হলেন অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan)। সারা বিশ্বে তার অসংখ্য ভক্ত রয়েছে। জনপ্রিয়তার দিক থেকে তিনি টক্কর দিতে পারেন বহু হলিউড (Hollywood) তারকাদেরও। তবে শুধু মাত্র জনপ্রিয় অভিনেতা হিসেবেই নন, একজন সফল মানুষ হিসেবেও তিনি সকলের কাছে উদাহরণ।
কেরিয়ারে বহুবার অসফল হয়েছেন, কিন্তু বার বার ঘুরে দাঁড়িয়েছেন তিনি। যেমন ‘পাঠান’ (Pathaan) মুক্তি পাওয়া আগে তার শেষ দুই ছবি বক্স অফিসে সফল হয়নি। কিন্তু তারপরেও আবার ঘুরে দাঁড়িয়েছেন তিনি। এবছরের শুরুতেই ‘পাঠান’ মুক্তি পাওয়ার পর আবারও প্রমাণ হয়েছে যে তাকে টক্কর দেওয়ার ক্ষমতা এখনও কারুর হয়নি।
বক্স অফিসে তার এই ছবি ১০০০ কোটি টাকার বেশি কালেকশন করেছে। পাশাপাশি বহু রেকর্ড ভেঙেছে ‘পাঠান’। যদিও এখানেই শেষ নয়, এবছরেই বড় পর্দায় মুক্তি পাবে তার আরও একটি ছবি যার নাম হল ‘জওয়ান’ (Jawan)। এই ছবিতেও অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে শাহরুখকে। কিন্তু শাহরুখ শুধু অভিনয় দিয়ে সকলকে অবাক করেননি। পাশাপাশি নিজের কথার মাধ্যমে দর্শকদের মনে দাগ কেটে দেন তিনি।
একবার একটি ডান্স রিয়ালিটি শোয়ের মঞ্চে নিজের একটি অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন শাহরুখ খান। তিনি বলেছিলেন, “একবার তার মেয়ে সুহানা নিজের স্কুলের ফর্মে ধর্ম লেখার সময় শাহরুখকে জিজ্ঞাসা করেছিলেন, বাবা আমাদের ধর্ম কী?” এই প্রশ্নের খুব সুন্দর উত্তর দিয়েছিলেন শাহরুখ।
তিনি বলেছিলেন, “আমরা শুধু ভারতীয় তাই আমাদের কোন ধর্ম নেই এবং হওয়া উচিতও নয়।” এরপর ঐ রিয়ালিটি শো’তে এই ঘটনাটির উল্লেখ করে শাহরুখ বলেন, “আমার স্ত্রী গৌরী হিন্দু, আমি মুসলিম এবং আমাদের দুই সন্তান হল হিন্দুস্তানি।” যদিও এই প্রথম নয়, শাহরুখ খান মুসলিম হওয়ার পাশাপাশি সব ধর্মকে সম্মান করেন।
আরও পড়ুন : শাহরুখের হাত ধরে কেরিয়ার শুরু, তারপর কোথায় হারিয়ে গেলেন ‘স্বদেশ’ ছবির নায়িকা?
দিওয়ালি, গণেশ পূজার মত হিন্দু উৎসবও নিজের বাড়িতে পালন করতে দেখা গিয়েছে শাহরুখ খানকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। আর এই কারণে মাঝে মধ্যেই কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। কিন্তু তার জন্য নিজের এই চিন্তাধারায় কোনও বদল আনেননি শাহরুখ।
আরও পড়ুন : শাহরুখ-সালমান কেউ নয়, সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাই ছিলেন বলিউডের আসল ‘বাদশা’