‘স্বামী’ শব্দের অর্থ কী, সবাইকে বুঝিয়ে দিল সহচরী, ‘অসাধারণ’ বললেন সবাই

স্টার জলসার (Star Jalsha) আয় তবে সহচরী (Aay Tobe Sohochori) ধারাবাহিকটিতে আবার ফিরে এসেছে সহচরীর কলেজ যাওয়ার দৃশ্য। বিগত কয়েক মাসে টিআরপির অভাবে সহচরীর কলেজ যাওয়ার সিন একপ্রকার বাদই দিয়েছিলেন নির্মাতারা। দেবিনাকে নিয়ে পরকীয়াই গল্পের বিষয়বস্তু হয়ে ওঠে। যা নিয়ে দর্শকরা প্রতিবাদ জানাতে শুরু করেন। অবশেষে দর্শকদের ইচ্ছা অনুযায়ী ধারাবাহিক ফিরেছে মূল স্রোতে। সহচরী এখন কলেজ যাচ্ছে।

উচ্চমাধ্যমিকের টপ স্কোরার সহচরী কলেজে যাওয়ার সুযোগ পেয়ে মন দিয়ে পড়াশোনা করছেন। তাই তিনি ক্লাসের পরীক্ষার প্রথমও হয়েছেন। ক্লাসের শিক্ষিকা তাকে বলেন তার মত ছাত্রীর উপর অনেক আশা রাখে কলেজ। শিক্ষিকার মুখের কথা ছিনিয়ে নিয়ে সহচরীও বলেন তিনিও নিজেকে নিয়ে অনেক আশা রাখেন। তিনি তার ছেলে টিপু, ছেলের বউ বরফি এবং বাবার স্বপ্ন পূরণ করতে চান।

সহচরী একবারের জন্যেও তার স্বামী সমরেশের নাম উল্লেখ করেননি। এতে শিক্ষিকা অবাক হয়ে তাকে প্রশ্ন করেন। তবে সহচরী যথাযথ জবাব দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন। তিনি নিজের জীবনসঙ্গীকে ‘স্বামী’ বলতে নারাজ। কারণ ‘স্বামী’ কথাটির আক্ষরিক অর্থ ‘প্রভু’। এই শব্দের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রভুত্ব। দুজন মানুষের মধ্যে বিয়ের পর কখনও প্রভু বা মালিক-ভৃত্যের সম্পর্ক থাকতে পারে না।

সহচরী স্পষ্ট করে বলেন, মেয়েরা কোনও বস্তু নয় যে তাদের মালিক থাকবে। কুকুর অথবা কাজের লোকও নন। সহচরীর বর তার প্রতি কোনও আশা রাখেন না। তার পড়াশোনার বিষয়ে তার কোনও আগ্রহ নেই। তাই তার মুখ উজ্জ্বল করার দায়ও সহচরীর নেই। উল্লেখ্য, সহচরীর এই কথাগুলি ‌ সমরেশ দরজার আড়াল থেকে সবই শুনতে পান। সহচরী জবাব দর্শকদের মন জয় করে নিয়েছে।

এদিকে ধারাবাহিকের গল্পে এবার আসছে আরও এক নতুন টুইস্ট। বরফি এবার সরাসরি দেবিনাকে বাড়ি থেকে বের করার জন্য তার বাবার সঙ্গে কথা বলে। দিন প্রতিদিন দেবিনা সহচরীর উপর অত্যাচারের সব মাত্রা ছাড়াচ্ছে। সমরেশ চাইলেও দেবিনার বিরুদ্ধে যেতে পারছেন না। তিনিও তাই সাহায্য চেয়েছেন বরফির কাছে। বরফি এবার সত্যি সত্যিই‌ দেবিনাকে বাড়ি থেকে বের করে দিতে পারে কি না সেটাই এখন দেখার। দর্শকদের তরফ থেকেও দেবিনাকে সরানোর দাবি উঠছে বারবার।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)