মেয়ে ভামিকার পর ফের বাবা-মা হলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মা (Anushka Sharma)। তিন বছর আগে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন অনুষ্কা। গত বছরের শেষের দিকে শোনা গিয়েছিল অনুষ্কা ফের সন্তানসম্ভবা। গত ১৫ ই ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। সোশ্যাল মিডিয়াতে সন্তান জন্মের সুখবর শুনিয়েছেন অনুষ্কাই।
বিগত বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল যে অনুষ্কা দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন খুব শিগগিরই। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে বিশ্রাম নিয়েছিলেন বিরাট কোহলি। তখন অনেকেই অনুমান করেছিলেন এই সময়টা স্ত্রীর পাশে থাকার জন্যই ছুটি নিয়েছেন বিরাট। বিরাটের সতীর্থ তথা প্রিয় বন্ধু এবি ডি ভিলিয়ার্স এই জল্পনা আরও উসকে দেন।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স একটি ভিডিওতে বলেছেন, “আমি বিরাটের সঙ্গে কথা বলছিলাম। তখনই জানতে পারি, অনুষ্কা দ্বিতীয় বার মা হতে চলেছে। তাই এই সময় ওর পাশে থাকা বিরাটের কর্তব্য। ক্রিকেটার হলেও পরিবার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সবাই সেটাই করে। বিরাটও করছে। এর জন্য ওর ক্রিকেটের প্রতি ভালবাসা নিয়ে প্রশ্ন করার কোনও মানে নেই।”
শেষমেষ সব জল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয় সন্তান জন্মের ৫ দিনের মাথায় সুখবর দিলেন অনুষ্কা শর্মা। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। খুশির খবর শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন, “ভীষণ আনন্দ এবং খুশির সঙ্গে সবাইকে জানাচ্ছি যে ১৫ ফেব্রুয়ারি আমাদের ছেলে হয়েছে। মন ভরা খুশি নিয়ে জানাচ্ছি ভামিকার ভাই হয়েছে, নাম অকায়।”
View this post on Instagram
তিনি আরও লেখেন, “আপনাদের সবার আশীর্বাদ প্রার্থনা করছি আমাদের জীবনের এই দুর্দান্ত সময়ের জন্য। একই সঙ্গে চাইব আপনারা যেন আমাদের এই ব্যক্তিগত সময়টা সঠিক ভাবে উপভোগ করতে দেন। প্রাইভেসি বজায় রাখতে দেন। ভালোবাসা এবং কৃতজ্ঞতা স্বীকারে বিরাট এবং অনুষ্কা।”
আরও পড়ুন : ৮০ কোটির বাংলো, ২০ কোটির ফার্ম হাউস, বিরাট-অনুষ্কার কাছে আছে বিশ্বের ১০ দামি বস্তু
আরও পড়ুন : অনুষ্কা শর্মার বাবা, বিরাট কোহলির শ্বশুর আসলে কে? জানলে চমকে যাবেন
সোশ্যাল মিডিয়াতে এই খবর শেয়ার হতেই উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। সাধারণ থেকে তারকা সকলেই বিরাট-অনুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন। অনুষ্কার বন্ধু রণবীর সিং অনেকগুলো হৃদয়ের ইমোজি শেয়ার করেছেন। শুভেচ্ছা জানিয়েছেন সোনম কাপুর। অনুরাগীরাও আবেগ চেপে রাখতে পারেননি। কেউ লিখছেন, “বাবার মত হও”। কেউ লিখছেন, “আমি কেঁদে ফেলেছি খবরটা পেয়ে ভালো থেকো চারজনে।”