রূপে লক্ষ্মী গুণে সরস্বতী! রইল শিমুলের অত্যাচারী বর ‘পরাগে’র স্ত্রীর ছবি ও পরিচয়

শিমুলের অত্যাচারী বর বাস্তবে আদর্শ বাবা ও স্বামী! রইল ‘পরাগে’র স্ত্রী-সন্তানের ছবি

টিআরপি-তে সপ্তাহখানেক ধরে ভালোই ফল করছে জি বাংলা (Zee Bangla) -র ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) সিরিয়ালটি। তবে এই ধারাবাহিকের পরাগ চরিত্রটিকে যেন একেবারে সহ্য করতে পারছে না দর্শকরা। যাতে অভিনয় করছেন দ্রোণ মুখোপাধ্যায় (Drronn Mukherjee)। জানেন কী এই অভিনেতা বাস্তবে কেমন? তিনি তার পরিবারের সঙ্গে কীভাবে সময় কাটায়? চলুন জেনে নিই আজকে এই অভিনেতার সম্পর্কে।

বোলপুরের ছেলে, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা। বর্তমানে মেয়ে বউ বাবা মাকে নিয়ে ভরা সংসার অভিনেতার। দ্রোণের বাবাও একজন অভিনেতা। তিনি থিয়েটার জগতের মানুষ। আর মা গানের সাথে যুক্ত। তিনি বাড়িতেই গান শেখাতেন। আর সেখানেই গান শিখতে আসতেন দ্রোণের স্ত্রী। আর তারপরেই তাদের মধ্যে সম্বন্ধ করে বিয়ে হয়।

Drronn Mukherjee

তবে টিভির পর্দায় খারাপ স্বামী হলেও বাস্তবের স্ত্রী র কাছে তিনি হিরো। অভিনয়ের পর ফ্যামিলিকে সময় দিতে পছন্দ করেন তিনি। বর্তমানে তার একটি তিন বছরের মেয়ে রয়েছে। তার নাম গুড্ডি। বলা বাহুল্য পদ্মার পরাগের সম্পূর্ণ বিপরীত হচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়। যদিও পর্দায় ওই চরিত্রে অভিনয় করার জন্য নানা রকম কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেতাকে।

আর তিনি নিজে বিবাহিত হওয়ায় এমন সব মন্তব্য কখনও তার স্ত্রীর উপর প্রভাব ফেলে না? এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, “অনেকে মনে করছেন বাস্তবেও আমি হয়তো এমন। কিন্তু আসলে তো ব্যাপারটা তেমন নয়। আমি বিবাহিত। প্রথম প্রথম এই বিষয়গুলো আমার স্ত্রীকে প্রভাবিত করত। মনখারাপ হত ওর। কিন্তু তার পর এক দিন ভাল ভাবে ওকে বোঝাই বিষয়টা। এখন আর ততটাও গভীরে ভাবে না ও। এখন বিষয়টা স্বাভাবিক হয়ে গিয়েছে।”

Drronn Mukherjee family

তবে বলে রাখা ভালো এটা দ্রোণের প্রথম ধারাবাহিক নয়। এর আগেও তিনি একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন। এছাড়াও ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। আকাশ আটের ‘মেয়েদের ব্রতকথা’ মা ষষ্ঠীর ব্রততে দেখা মিলেছিল দ্রোণের। এই পিরিয়ড ড্রামায় প্রজাবৎসল জমিদার ইন্দ্রর চরিত্রে অভিনয় করেছিলেন দ্রোণ।

আরও পড়ুন : হিরো হওয়ার জন্য তৈরি! কত বড় হয়েছে ঋতুপর্ণার ছেলে? দেখুন ছবি

Drronn Mukherjee family

আরও পড়ুন : শুধু হেসেই কোটিপতি! প্রত্যেক এপিসোডে অর্চনা পুরন সিংয়ের বেতন শুনলে আঁতকে উঠবেন

আকাশ আটে-র একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন দ্রোণ। মঞ্চেরও পরিচিত মুখ তিনি। আকাশ আটের পুলিশ ফাইলস থেকে শুরু করে ‘গল্প হলেও সত্যি’, ‘দীপাবলির সাতকাহন’-এর মতো সিরিয়ালে দেখা মিলেছে তার। স্টার জলসার আমি সিরাজের বেগম ধারাবাহিকে অভিনয় করেছেন দ্রোণ।