২৫ বছরে সম্পূর্ণ বদলেছে চেহারা, এখন কেমন দেখতে হয়েছে বলিউড অভিনেত্রী নিলাম কোঠারি, দেখুন ছবি

Unknown Facts About Bollywood Actress Neelam Kothari : রাতারাতি অভিনয় ছেড়ে কোটি কোটি টাকার মালিক! এখন কি করছেন বলিউড অভিনেত্রী নিলাম কোঠারি

Neelam Kothari Life Story : সম্প্রতি একটি হীরের গহনার বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা এসেছিলেন অভিনেত্রী তথা জুয়েলারি ডিজাইনার নিলাম কোঠারি (Neelam Kothari)। ৯০ দশকের বলিউড (Bollywood) -র প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। বেশ কয়েকটি দুর্দান্ত সিনেমা উপহারও দিয়েছিলেন আমাদের, কিন্তু এত কিছুর পরেও তিনি কেন হারিয়ে গেলেন বলিউড থেকে?নিলমের পারিবারিক অলংকারের ব্যবসা ছিল। অভিনয়কে ভালোবেসে তিনি এসেছিলেন বলিউডে, মোটামুটি জায়গাও করে নিয়েছিলেন তিনি। কিন্তু বেশিদিন ধরে রাখতে পারলেন না সেই জায়গা। ফিরে যেতে হল পুরনো ব্যবসায়।

আজ আমরা জানব বলিউড অভিনেত্রী নিলমের জীবনের নানান অজানা কথা যা জানলে হয়তো অবাক হয়ে যাবেন আপনি।১৯৬৯ সালে ৯ নভেম্বর হংকং এ জন্ম হয়েছিল নিলমের। অভিনেত্রীর বাবা ছিলেন একজন অলংকার নির্মাতা। ছোটবেলায় হংকং-এর আইল্যান্ড স্কুলে পড়াশোনা করেছিলেন তিনি। কিছুটা বড় হতেই নিলমের পরিবার হংকং থেকে চলে যান ব্যাঙ্কক। এই ভাবেই বেশ জীবন চলছিল অভিনেত্রীর। ব্যাঙ্কককে থাকাকালীন পরিজনদের সঙ্গে একবার ছুটি কাটাতে মুম্বাই এসেছিলেন কিশোরী নিলম। মুম্বাইতে এসেই হঠাৎ করেই অভিনয়ের সুযোগ পেয়ে যান তিনি।

NEELAM KOTHARI

১৯৮৪ সালের মুক্তিপ্রাপ্ত রমেশ বহেলের পরিচালনায় ‘জাওয়ানি’ সিনেমায় অভিনয় করার সুযোগ পান অভিনেত্রী। প্রথম সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও নিলাম পরিচালকদের নজরে চলে আসেন।১৯৮৬ সালে ‘ইলজাম’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন নিলাম যেখানে অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছিলেন গোবিন্দা। প্রথম সিনেমায় অসাধারণ অভিনয় করে এই জুটি মানুষের নজর কেড়ে নিয়েছিল। এরপর একসঙ্গে প্রায় ১৪ টি সিনেমায় গোবিন্দার সঙ্গে অভিনয় করেছিলেন অভিনেত্রী। তবে এই দুটি শুধু পর্দায় সীমাবদ্ধ থাকেনি, গোবিন্দার সঙ্গে নিলমের সম্পর্ক এগিয়ে গিয়েছিল অনেকটাই কিন্তু সুনিতার সঙ্গে গোবিন্দার বাগদান পর্ব হয়ে যাওয়ায় গোবিন্দার মা এই সম্পর্কে রাজি হননি।

গোবিন্দা ছাড়াও চাঙ্কি পান্ডের সঙ্গেও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেত্রী। হিন্দি ছাড়াও বেশ কিছু আঞ্চলিক ভাষার সিনেমাতে অভিনয় করেছিলেন নিলাম। নিলম অভিনীত একমাত্র বাংলা সিনেমার নাম ‘বদনাম’। অগ্নিপথ, জখম, রণভূমি, ইন্দ্রজিৎ, পরম্পরা, সওদা সহ বহু সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। ১৯৯৮ সালে ‘কুচ কুচ হোতা হে’ এবং ‘হাম সাত সাত হে’, সিনেমাতেও অভিনয় করেছিলেন নিলম। ‘হাম সাত সাত হে’ সিনেমা চলাকালীন কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডে নাম জড়িয়ে যায় নিলমের এবং তারপর থেকেই তিনি আস্তে আস্তে নিজেকে সরিয়ে নেন সিনেমা জগত থেকে।

NEELAM KOTHARI

২০০০ সালে ইংল্যান্ডের ব্যবসায়ী ঋষি শেঠিয়াকে বিয়ে করে তিনি বিদেশ চলে যান কিন্তু সেই বিয়ে বেশিদিন দীর্ঘস্থায়ী হয়নি। এরপর প্রায় এক দশকের বেশি সময় ধরে একা থাকার পর তিনি ২০১১ সালে বিয়ে করেন সমীর সোনিকে। ২০১৩ সালে একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন এই জুটি যার নাম অহনা। বর্তমানে তিনি ভীষণভাবে ব্যস্ত নিজের ব্যবসা নিয়ে। কিছুদিন আগেই কলকাতায় আইসিসি আয়োজিত একটি কনক্লেভে অন্যতম বক্তা হিসেবে এসেছিলেন নিলম।

আরও পড়ুন : লজ্জার মাথা খেয়ে দেওর-বৌদির রোমান্স! এই ৫ জুটিকে নিয়ে তোলপাড় হয়েছে বলিউড

NEELAM KOTHARI

আরও পড়ুন : কারও হাতঘড়ি কারও ব্যাগ, বলিউডের এই ৭ তারকার কাছে আছে বিশ্বের সবথেকে দামি জিনিস

কলকাতায় এসে অভিনেত্রী বলেন, “কলকাতা আমার খুব প্রিয় শহর। প্রথমত, যতবার কলকাতায় এসেছি এখানকার মাছের ঝোলের ভক্ত হয়ে গেছি আমি। কলকাতার মত খাবার অন্য কোথাও আর পাওয়া যায় না। এই শহর এবং এখানকার ভাষা আমার ভীষণ প্রিয়। দ্বিতীয়ত, আমার যে সমস্ত কারিগররা আমার কাছে কাজ করেন তাদের মধ্যে বেশিরভাগ বাংলা বা কলকাতার মানুষ তাই আমি নির্দ্বিধায় বলতে পারি, আমার ডায়মন্ড জুয়েলারি বিজনেসের একটি অন্যতম বড় মার্কেট এই কলকাতা। আমি চাই দুর্গা পূজার আগে এই শহরের প্রত্যেকটি নারী সেজে উঠুক। আপনি নিজে সাজুন এবং অন্যকে সাজিয়ে তুলুন এমনটাই কামনা করি আমি”।