বহু বছর পর আবার পর্দায় ফিরতে চলেছেন রাগে অনুরাগে সিরিয়ালের কড়ি কোমল ওরফে টুম্পা ঘোষ। কিছুদিন আগে শোনা গিয়েছে স্টার জলসার নতুন সিরিয়াল পরশুরামে একটি গুরুত্বপূর্ণ ভূমিকাতে অভিনয় করবেন তিনি। তবে এবার আর শুধু বাংলা সিরিয়ালের অভিনেত্রী হয়ে তিনি থাকবেন না। সেই সঙ্গে ওটিটি পর্দাতেও তার অভিষেক হতে চলেছে এবার। বহু সময় পর আবার দর্শকদের সামনে ফিরতে চলেছেন টুম্পা।
কোথায় দেখা যাবে টুম্পা ঘোষকে?
টলিউড সূত্রের খবর ক্লিক ওয়েব প্ল্যাটফর্মের সাপ্তাহিক মেগা সিরিজ বাড়ুজ্জে ফ্যামিলিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে তার এন্ট্রি হতে চলেছে। এখানে তার চরিত্রের নাম হবে কিরণমালা। আধুনিক মনস্কা কিরণমালা হঠাৎ একদিন বাড়ুজ্জে যে বাড়ি দখল করতে চায়। পরিবারের সকলে বাড়ির বড় ছেলে বিধানকে সন্দেহ করতে শুরু করে। এখানে বিধানের চরিত্রে অভিনয় করছেন রোহিত মুখার্জি।
এই সিরিজের গল্প অনুসারে কিরণমালা মানসিক ভারসাম্যহীন। অন্যের বাড়ি দখল করে নেওয়াই তার স্বভাব। এখানে তার বাবার চরিত্রে অভিনয় করবেন রানা বসু ঠাকুর। তবে এই ওয়েব সিরিজ কিন্তু টানটান উত্তেজনা নয় থ্রিলার সিরিজ নয়। বরং গল্পের আগাগোড়া কমেডিতে ভরা। এই কমেডি সিরিজ দেখতে তাই দর্শকরা খুবই পছন্দ করেন। ইতিমধ্যেই এই সিরিজের জনপ্রিয়তা তুঙ্গে। এবার তার অংশ হতে চলেছেন টুম্পা ঘোষ।
আরও পড়ুন : কবে কোন স্লটে আসছে ডান্স বাংলা ডান্স? থাকবে একাধিক চমক
আরও পড়ুন : ভাঙলো দীর্ঘদিনের প্রেম! মন ভাঙলো ‘দুই শালিকে’র ঝিলিক নন্দিনীর
এই সিরিজের পরিচালক সুমাল্য ভট্টাচার্য সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, অনেক সময় আমরা কাজের চাপ মুক্ত হতে, “হাসতে ভুলে যাই। লেখক সঞ্জয় ভট্টাচার্য এবং সৃজনশীল প্রযোজক শান্তনু চট্টোপাধ্যায় নিশ্চিত করেছেন যে আমাদের দর্শক এই মেগা সিরিজের প্রতিটি পর্ব দেখে মজা পাবেন। ইতিমধ্যেই তা সাড়া ফেলেছে দর্শক মহলে। মেগা সিরিজের প্রায় প্রতিটি এপিসোডে নতুন চরিত্ররা ভিড় জমাচ্ছেন। যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে।”