ভাঙলো দীর্ঘদিনের প্রেম! মন ভাঙলো ‘দুই শালিকে’র ঝিলিক নন্দিনীর

দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন নন্দিনী দত্ত এবং আরিয়ান ভৌমিক। দুজনেই বাংলা সিরিয়ালের চেনা মুখ। আরিয়ান তো আবার বর্তমানে কাজ করছেন টলিউডে। আর নন্দিনী রয়েছেন স্টার জলসার দুই শালিক সিরিয়ালে। ঝিলিকের ভূমিকায় তার অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। কেরিয়ারে তো দুজনেই দুর্দান্ত গতিতে এগোচ্ছেন। তবে তাল কাটলো বাস্তব জীবনে। নন্দিনী এবং আরিয়ানের ব্রেকআপ হয়েছে কিছুদিন আগে। সম্প্রতি ব্রেকআপ নিয়ে মুখ খুললেন দুজনেই।

প্রেম ভেঙেছে আরিয়ান ভৌমিক এবং নন্দিনী দত্তের

গত ফেব্রুয়ারি মাসের ভ্যালেন্টাইন উইকে নন্দিনীই প্রথম জানিয়েছিলেন তাদের ব্রেকআপের খবর। কারণ বিগত বেশ কিছু দিন ধরেই তাদের নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল। তাতে সিলমোহর দেন নায়িকা নিজেই। তবে বিচ্ছেদের কারণ নিয়ে কিছুই জানাননি তিনি। এতদিনে সংবাদ মাধ্যমের কাছে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে ব্রেকআপ নিয়ে মুখ খুললেন আরিয়ান। ঠিক কী বলেছেন তিনি?

Nandini Dutta And Aryann Bhowmik

কেন ভাঙলো আরিয়ান এবং নন্দিনীর প্রেম?

সম্প্রতি আরিয়ান আনন্দবাজারকে বলেছেন, “একাধিকবার প্রেমে পড়েছি। বিচ্ছেদের ঘটনাও তাই নতুন নয়। এসব আর নাড়া দেয় না। কারণ আমাকে কাজ করতে হবে। এই অনুভূতি নিয়ে বসে থাকলে চলবে না। তাছাড়া কোনওকালেই প্রেম জীবন নিয়ে লুকোচুরি খেলিনি। আগামী দিনেও তাইই হবে।” এছাড়াও নিজের জীবন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, “খারাপ সময় আমার কোনদিনই যায়নি। গত বছর পুজোয় সৃজিতদার ছবি টেক্কাতে অভিনয় করেছেন। একাধিক স্বাধীন ছবিতে কাজ করেছি। সিরিজে দেখা গিয়েছে আমায়। আবার কিছু ছবি একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দেখানো হয়েছে। সেসবের কেউ খোঁজ রাখেনি।”

আরও পড়ুন : মা হলেন তেঁতুলপাতার অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী! ছেলে হল না মেয়ে?

Nandini Dutta And Aryann Bhowmik

আরও পড়ুন : টলিউডে পা রাখছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার

সন্তুর চরিত্র থেকে কেন বাদ পড়লেন আরিয়ান ভৌমিক?

আরিয়ান মনে করেন যেহেতু কোনও বড় প্রযোজনা সংস্থার কাজ তিনি করেননি তাই তিনি সেভাবে প্রচার পাচ্ছেন না। এদিকে প্রসেনজিৎ চ্যাটার্জীর আসন্ন কাকাবাবু সিরিজের ছবি বিজয়নগরের হিরে তেও থাকবেন না আরিয়ান ভৌমিক। তার বদলে এবারের সিরিজে অভিনয় করবেন অর্ঘ্য বসু রায়। এই প্রসঙ্গে তিনি বলেছেন গতবারই নাকি এটা ঠিক হয়ে গিয়েছিল যে তিনি আর সন্তুর চরিত্র করবেন না। আসলে বয়সেরও একটা ব্যাপার আছে। সন্তুর চরিত্রে এখন আর তাকে মানাবে না তাই তিনি বাদ পড়েছেন।