TRP List : ফেব্রুয়ারি মাসের অন্তিম সপ্তাহের টিআরপি (TRP) তালিকা এসে উপস্থিত। গত সপ্তাহে কোন সিরিয়াল ঠিক কতটা দাগ কাটতে পারলো দর্শকদের মনে? স্টার জলসা (Star Jalsha) নাকি জি বাংলা (Zee Bangla), সেরা দশের তালিকাতে কোন চ্যানেলের সিরিয়াল বেশি জায়গা দখল করল? কে হল বাংলার টপার? এক নজরে দেখে নিন গত সপ্তাহের সেরা দশের টিআরপি তালিকা।
কে হল বেঙ্গল টপার?
এই সপ্তাহেও কিন্তু জি বাংলার জগদ্ধাত্রীকে টেক্কা দিতে পারেনি কেউ। শুধু প্রথম স্থান কেন, সেরা দশের প্রথম তিনটে স্থানই গিয়েছে জি বাংলার দখলে। প্রথম স্থানে রয়েছে জগদ্ধাত্রী যার প্রাপ্ত নম্বর ৯। দ্বিতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু। যে সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৮.৬। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি। এই সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৮.৫।
সেরা পাঁচে কারা?
চতুর্থ স্থানে রয়েছে গীতা এলএলবি। স্টার জলসার এই সিরিয়ালটি ৭.৬ নম্বর পেয়ে চ্যানেল টপারও হয়েছে। পঞ্চম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৫। সেরা ৫ এর মধ্যে কিন্তু জি বাংলার সিরিয়ালের জয়জয়কার বেশি। কেবল গীতা এলএলবিই স্টার জলসা থেকে একটি মাত্র জায়গা পেয়েছে।
সেরা দশে কারা?
ষষ্ঠ স্থানে রয়েছে কার কাছে কই মনের কথা। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.১। আর কথা রয়েছে সপ্তম স্থানে। জগদ্ধাত্রীর বিপরীতে ৬.৫ নম্বর পেয়েছে কথা। শুরুর পর থেকেই কথা জগদ্ধাত্রীর থেকে বিরাট নম্বরের ব্যবধানে পিছিয়ে পড়ছে এই স্লটে। এরকম চলতে থাকলে ভবিষ্যতে এই সিরিয়াল বন্ধ হয়ে যেতে পারে যেকোনও দিন।
অষ্টম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া। গত সপ্তাহে স্টার জলসার এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৩। নবম স্থানে রয়েছে সন্ধ্যাতারা। সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৬.১। টিআরপির অভাবে শীঘ্রই বন্ধ হয়ে যাবে এই সিরিয়াল। অন্তিম শুটিং হয়ে গিয়েছে। অন্তিম সম্প্রচার হবে আগামী ৩রা মার্চ।
আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল ‘বঁধুয়া’, রাতারাতি বন্ধ হচ্ছে এই সিরিয়াল
আরও পড়ুন : গল্প অসমাপ্ত রেখেই এই সপ্তাহে বন্ধ হচ্ছে স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়াল
Bengali Mega Serial TRP List
দশম স্থানে রয়েছে তোমাদের রানী। সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৫.৭। অন্যদিকে ইচ্ছে পুতুল পেয়েছে ৫.৫। শীঘ্রই এই সিরিয়ালটিও বন্ধ হয়ে যাবে। এই জায়গাতে আসবে নতুন সিরিয়াল যোগমায়া। অর্থাৎ মার্চ মাসেই বন্ধ হবে জি বাংলা এবং স্টার জলসার দু-দুটি সিরিয়াল। সেই জায়গাতে আসবে নতুন সিরিয়াল যোগমায়া এবং বঁধুয়া।