Badhua Star Jalsha : আসছে নতুন সিরিয়াল ‘বঁধুয়া’, রাতারাতি বন্ধ হচ্ছে এই সিরিয়াল

হয়ে গেল স্লট ঘোষণা! কোন সিরিয়াল বন্ধ করে আসছে ‘বঁধুয়া’?

খুব শীঘ্রই স্টার জলসাতে (Star Jalsha) শুরু হতে চলেছে নতুন সিরিয়াল বঁধুয়া (Badhua)। রেজওয়ান রাব্বানী শেখ (Rezwan Rabbani Sheikh) এবং নবাগতা অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডুর (Jyotirmoyee kundu) জুটিতে আসছে এই নতুন সিরিয়াল। সিরিয়ালের প্রোমো শেয়ার হয়েছিল গত মাসে। এতদিনে এই সিরিয়ালের স্লটের ঘোষণা হল। ‘বঁধুয়া’র কারণে বন্ধের মুখে পড়বে কোন সিরিয়াল? জানুন।

বঁধুয়া সিরিয়ালের প্লট

বিয়ের আবহেই শুরু হতে চলেছে স্টার জলসার নতুন এই সিরিয়াল ‘বঁধুয়া’। প্রোমোতে দেখা গিয়েছে গল্পের নায়ক আবির ভালো চাকরির পাশাপাশি গৃহকর্মেও বেশ নিপুণ এবং বাড়ির সকলের প্রিয়। মনে মনে সে পেখম নামের একটি মেয়েকে পছন্দ করে। তার বিয়ের সম্বন্ধ নিয়ে পেখমের বাড়িতে প্রস্তাব যায়। তবে নায়িকা পেখমের জীবনে রয়েছে এক অন্ধকার।

BADHUA

এত ভালো ছেলে, এত ভালো চাকরি করে, তবুও এমন ছেলেকে বিয়ে করতে চায় না পেখম। মা কিছু বলতে এলে মাকে সে বলে, “তোমরা তো সবই জানো। তবুও কেন বিয়ের জন্য বলছো আমাকে?”। এরপর দেখা যায় আবির ও পেখমের বিয়ে হয়ে গিয়েছে। হানিমুনে একান্তে আবির পেখমকে ছুঁতে যেতেই চমকে সরে যায় পেখম। যেন তার মনের মধ্যে ভয়ংকর কিছু কথা রয়েছে যা সে তার স্বামীকে বলতে পারছে না।

এত দূর পর্যন্ত দেখে দর্শকরা অনুমান করে নিয়েছেন পেখমের হয়তো কোনও অতীত আছে। পেখম তার স্বামীকে বলে, “সব কথা সবার সহ্য হয় না। কখনও কখনও নিজেরও না।” প্রোমো দেখে দর্শকদের অনুমান বলিউডে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদবানীর ‘সত্য প্রেম কি কথা’ সিনেমার সঙ্গে এই সিরিয়ালের গল্পের মিল থাকবে।

BADHUA

বঁধুয়া সিরিয়ালের কাস্টিং?

প্রোমোতে জানা গিয়েছে শেখ রেজওয়ান রাব্বানী, জ্যোতির্ময়ী কুণ্ড ছাড়াও এই ধারাবাহিকে অভিনয় করছেন দীপঙ্কর দে, ময়না ব্যানার্জী, অমিতাভ ভট্টাচার্য এবং অন্যান্যরা। ধারাবাহিকের প্রোমো মুক্তি পেলেও স্লট নিয়ে নানা টালবাহানা চলছিল এতদিন। তবে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল চ্যানেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন : টিআরপি তুলতে দেওর-বৌদির প্রেম! বাংলা সিরিয়ালের নোংরামি দেখে ছিঃ ছিঃ করছে দর্শকরা

SANDHYATARA

আরও পড়ুন : ফাঁস হয়ে গেল ইরার আসল পরিচয়! ‘অনুরাগের ছোঁয়া’তে আসছে তোলপাড় করা পর্ব

কবে কোন স্লটে আসছে ‘বঁধুয়া’?

এই মুহূর্তে স্টার জলসাতে বেশ কিছু সিরিয়ালের স্লট দুর্বল। সাতটা থেকে আটটার মধ্যে যে সিরিয়াল গুলোর সম্প্রচার হয় সেগুলো জি বাংলার কাছে প্রতিনিয়ত হারছে। প্রাইম টাইমের এই তিনটে স্লটের যেকোনওটি দখল করবে ‘বঁধুয়া’ তা আগেই অনুমান করেছিলেন দর্শকরা। চ্যানেলের সিদ্ধান্ত অনুসারে সন্ধ্যা সাড়ে সাতটার সময় সম্প্রচার হবে নতুন এই সিরিয়াল। ‘বঁধুয়া’কে জায়গা দিতে ‘সন্ধ্যাতারা’ (Sandhya Tara) বন্ধ হবে নাকি স্লট পরিবর্তন হবে তা এখনও জানা যায়নি।